![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ৪০ পাওয়া ক্লাশের সেই ছাত্র যার বাবা ছেলে ৪০ পাওয়ার খুশী তে গাড়ি কিনে আনে। ভুল বুঝবেন না মোটেও। যা দেখবেন সব ফাপড়, আলগা পার্ট। আমি ভবঘুরে অথবা নষ্ট একটি ছেলে। মেধাবী কিংবা জিনিয়াস হওয়ার খেলায় আমি অংশ নেই না।
নানা ভাই চলে গেলেন, কেমন অগোচরেই গেলেন। একটিবার কাছেও ডাকলেন না। হয়ত ডেকেছিলেন,শুনিনি। আমিতো তখন ঢাকায়,শুনব কি ভাবে? কেন যেন অনেক বেশী নির্ভরশীল ছিলাম এই মানুষটির উপর। নানা যেদিন ডাক্তার দেখিয়ে চলে গেলেন, বুকের ভেতর কেমন কেঁপে উঠল।
ডাক্তার যেদিন জানিয়ে দিলেন আর বেশীদিন নেই, সেদিন নিজেকে সামলাতে পারছিলাম না। নানার দিকে তাকিয়ে ছিলাম অপলক। নানা আম্মাকে জিজ্ঞেস করলেন,"তোর ছেলে ওভাবে কাঁদছে কেনো? আমার কি কিছু হয়েছে?"
আম্মা উত্তর দিতে পারেননি। শুধু নিরবে কেঁদেছিলেন।
নিজেকে আজও ক্ষমা করতে পারিনা। আমার SSC পরীক্ষা চলছিল। আম্মা আমাকে একা রেখে যেতে পারেননি। যেদিন সবাই মিলে গেলাম ততদিনে অনেক দেরী হয়ে গেছে। কয়েকজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হল। কেউ রোগ ধরতে পারেনি। অবশেষে ঢাকায় নিয়ে আসলাম। ফুসফুসে ক্যানসার! ডাক্তার তিনমাস সময় বেঁধে দিলেন। বাড়ীতে দিয়ে আসলাম নানাকে। জীবনের শেষ দিনগুলো নিজের মত করে কাটাক। কিন্তু, বেশীদিন ক্তাতে পারলেন না। ২৮ শে এপ্রিল,২০০৯ রাত ৯ টা ১০ মিনিটে চলে গেলেন নানাভাই। না ফেরার দেশে। আজও স্বপ্নে নানাকে দেখে চমকে উঠি।
©somewhere in net ltd.