![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ৪০ পাওয়া ক্লাশের সেই ছাত্র যার বাবা ছেলে ৪০ পাওয়ার খুশী তে গাড়ি কিনে আনে। ভুল বুঝবেন না মোটেও। যা দেখবেন সব ফাপড়, আলগা পার্ট। আমি ভবঘুরে অথবা নষ্ট একটি ছেলে। মেধাবী কিংবা জিনিয়াস হওয়ার খেলায় আমি অংশ নেই না।
ইসরায়েলের হ্যাকার সংগঠন ইসরায়েল এলিট ফোর্স চলতি মাসের ৪ জুন অপারেশন ইসলাম (#OpIslam) নামের একটা বার্তা প্রকাশ করার পর বিশ্বব্যাপী উত্তাল সৃষ্টি হয়েছে।
তাদের বার্তা থেকে জানা গেছে, আমেরিকা, ইসরায়েল, রাশিয়ার হ্যাকাররা সংঘবদ্ধভাবে মুসলিম দেশের সাইবার স্পেসের উপর হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে।
আগামী ২৬ জুলাই চূড়ান্তভাবে হামলা চালানো হবে। এদিকে গত ৭ জুন একইসাথে মুসলিম দেশের হ্যাকাররাও পাল্টা আক্রমণের সিদ্ধান্ত নিয়েছে।
বিশ্লেষকদের মতে, ঢালাও এই হামলা পাল্টা হামলা দীর্ঘস্থায়ী হলে সাইবার বিশ্ব যুদ্ধ হওয়ার আশঙ্কা রয়েছে।
1
এদিকে সম্প্রতি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই যুদ্ধ সম্পর্কে বিবৃতিও দিয়েছেন।
মুসলিম দেশগুলোর পক্ষ নিয়ে কাজ করার জন্য এই সাইবার যুদ্ধে অংশ নিচ্ছে বাংলাদেশের হ্যাকার সংগঠন বাংলাদেশ গ্রে হ্যাট হ্যাকারস।
হ্যাকারদের সংবাদ সরবরাহকারী ওয়েবসাইট হ্যাকার নিউজ বুলেটিন জানিয়েছে, এখন (১২ জুন ভোর) পর্যন্ত বাংলাদেশ গ্রে হ্যাট হ্যাকারস প্রস্তুতি মূলক ৬০১ টি ইসরাইলী সাইট হ্যাক করেছে।
গত ৪ জুন হটাৎ করেই ইসরায়েলের হ্যাকার সংগঠন ইসরায়েল এলিট ফোর্স ঘোষণা দেয় তারা চলতি মাসের ২৬ জুন মুসলিম দেশগুলোতে সাইবার হামলা চালাবে। একই সাথে তারা তাদের মিত্র হ্যাকার সংগঠনগুলোকে এই হামলায় অংশ নেওয়ার জন্য আহ্বান জানায়।
ইউটিউবে প্রজেক্ট লিকাভাত নামের একজন ইসরায়েল এলিট ফোর্স এর পক্ষে "হ্যাকার কল টু অ্যাকশন অপারেশন ইসলাম" শিরোনামে একটি ভিডিও প্রকাশ করে। সাথে তাদের ফেসবুক ও টুইটার একাউন্টের ঠিকানাও দেওয়া হয়।
বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে মুসলিম দেশগুলোতে হামলা করার জন্য নির্দেশনা দিচ্ছে ইসরায়েল এলিট ফোর্স। এছাড়া তারা বিদ্বেষ মূলক কিছু তথ্য দিয়েছে পেস্টাবিনে।
2
ইসরায়েলি হ্যাকারদের জবাব দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে বিশ্বের শীর্ষ হ্যাকার সংগঠন অ্যানোনিমাস। তারা মুসলিম দেশগুলোর হ্যাকার সংগঠনগুলোর সাথে নিয়মিত যোগাযোগ রাখছে।
মুসলিম দেশগুলোর যৌথ এই অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন ইসরায়েল রিলোডেড (#OP Israel Reloaded)।
প্রতিপক্ষের জবাব দিতে তারাও গত ৭ জুন ইউটিউবে একটি বার্তা দিয়েছে।(#OpIslam, OpIslam, Message to Groups:anonghost and anonIndonesi...)
সেই সাথে তারা Anonghost হ্যাকার গ্রুপের কয়েকজন হ্যাকার এর পরিচয় সম্বলিত #opisrael, #opisrael reloaded, #opusa, #opisrael 2.0 US-ISR-TEAM Announc নামে একটি ভিডিও ইউটিউবে প্রকাশ করে।
এছাড়া ফেসবুকেও এ সম্পর্কে একটি ইভেন্ট পেজ খোলা হয়েছে।
এদিকে Anonghost এর ফেইসবুক পেজ হতে জানা যায় তারা গতকাল পর্যন্ত ৭৪৬ টি ইসরায়েলী ওয়েবসাইট হ্যাক করেছে। তাদের ওয়েবসাইট থেকে জানা যায়,তারা #OpPetrol নামে আরও একটা অপারেশন চালাবে ২০শে জুন। তাদের টার্গেট USA, CANADA, ENGLAND, ISRAEL, ARABIA SAUDIA, CHINA, ITALY, FRANCE, RUSSIA, GERMANY, KUWAIT, QATAR এর ১০০০০+ ফেইসবুক একাউন্ট, ৫৩০+ ওয়েবসাইট, সরকারী অফিসিয়াল ওয়েবসাইট, ক্রেডিট কার্ড হ্যাক করার কথা উল্লেখ করেছে।
মুসলিম দেশগুলোর সাথে এই হামলায় অংশ নিচ্ছে বাংলাদেশের হ্যাকার সংগঠন বাংলাদেশ গ্রে হ্যাট হ্যাকারস। তারা প্রাথমিক প্রস্তুতি মূলক এখন পর্যন্ত ৬০১ টি ইসরাইলী সাইট হ্যাক করেছে।
এ সম্পর্কে বাংলাদেশ গ্রে হ্যাট হ্যাকারসের প্রতিষ্ঠাতা এডমিন রটেটিং রটার জানিয়েছেন, আমাদের কাছে এমন একটি সাইবার অস্ত্র আছে, যা হ্যাকিং জগতে "মাস ডিফেসার গান" নামে পরিচিত।
আমরা আশা করছি মাস ডিফেসার গানের মাধ্যমে সাইবার যুদ্ধ শুরুর প্রথম ১৫ মিনিটের মধ্যেই ১০,০০০ ওয়েবসাইটে ডিফেস দিতে পারবো।
তিনি আরও জানান, বর্তমান পরিস্থিতি যে দিকে যাচ্ছে তা নিয়মিত হলে হয়তো এটিই হবে মুসলিম এবং অমুসলিম দেশগুলোর মধ্যে প্রথম সাইবার যুদ্ধ।
©somewhere in net ltd.