![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ৪০ পাওয়া ক্লাশের সেই ছাত্র যার বাবা ছেলে ৪০ পাওয়ার খুশী তে গাড়ি কিনে আনে। ভুল বুঝবেন না মোটেও। যা দেখবেন সব ফাপড়, আলগা পার্ট। আমি ভবঘুরে অথবা নষ্ট একটি ছেলে। মেধাবী কিংবা জিনিয়াস হওয়ার খেলায় আমি অংশ নেই না।
বাংলাদেশের বর্তমান রাজনীতি এবং নেতা নেত্রীদের পূর্বপরিচয় এবং তাদের বর্তমান কর্মকাণ্ডের উপর ভিত্তি করে যে গানটি সায়ান গেয়েছেন তা আসলে চরম বাস্তবতা। অনেকেই বিষয়টা অন্য চোখে নিয়েছেন। কিন্তু সত্য কথা বলার মত সৎ সাহস সায়ান দেখিয়েছেন। গানটির কথা নিচে দেওয়া হল …
কি করেছে তোমার বাবা, কি করেছে স্বামী?
গল্প সেসব তোমার চেয়ে কম জানি না আমি,
তোমার যত কীর্তি কলাপ সেও তো আছে জানা,
ইচ্ছে করেই মুখ খুলি না বলতে ওসব মানা,
স্বামী, বাবার নাম ভাঙ্গিয়ে আর কত কাল খাবে?
এবার ওদের ঘুমোতে দাও আত্মা শান্তি পাবে,
তাদের প্রতি আমার সকল শ্রদ্ধা রেখে বলি,
খুব বেশি দিন আমার চোখে যায় না দেয়া ধুলি,
আমার মাথায় কাঠাল ভেঙ্গে খাওয়ার দিন তো শেষ,
নাম আমার জনগণ আমি বাংলাদেশ,
বৃক্ষের নাম দিয়ে কি ফলেই পরিচয়,
রাজারা মিছেই কেবল কথার খৈ ফুটায়,
কেবলই নিজের গীতে বিভোর হয়ে রয়,
দেবতা ফেরেস্তা সব ভুল কি তাদের হয়?
অপরের নিন্দা করেই ভাঙলে কেবল গলা,
নির্বাচনের আগে তোমার শতেক ছলা কলা,
কখনো শান্তি প্রীতি কখনো বিক্ষোভ,
আসলে তো জানি সবই সিংহাসনের লোভ,
আমায় দেখে ভাবছো বুঝি বুদ্ধু বোকা সোজা,
সময়ে টের পাব ঠিক আসলে কে রাজা?
আমার মাথায় কাঠাল ভেঙ্গে খাওয়ার দিন তো শেষ,
নাম আমার জনগণ আমি বাংলাদেশ।
বিস্তারিত এখানে
২| ১৩ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:০৮
খেয়া ঘাট বলেছেন: গানের লিংকটা দেন ,প্লিজ। গানটা শুনি।
৩| ১৩ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:১০
খেয়া ঘাট বলেছেন: ইউটিউবে পেয়েছি।
৪| ১৩ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:১৫
খেয়া ঘাট বলেছেন: উনার একটা গান ছিলো এরকম- যদি গণতন্ত্র দাও, তন্ত্র-মন্ত্র করে ওকে বন্দী করে রেখোনা- এই গানটা অনেক খুঁজলাম । কিন্তু পেলাম না।
৫| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ৮:২৪
আমার মন বলেছেন: +
৬| ১৫ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৩৭
বঙ্গপুত্র বলেছেন: এত্তগুলো সত্যি কথা বলার জন্য সায়ানকে ধন্যবাদ ..
©somewhere in net ltd.
১|
১৩ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:০৭
খেয়া ঘাট বলেছেন: আমার মাথায় কাঠাল ভেঙ্গে খাওয়ার দিন তো শেষ,
নাম আমার জনগণ আমি বাংলাদেশ।
ব্রিলিয়ান্ট।
+++++++++++++++++++++++++++++++++++++++++++
একগুচ্ছ প্লাস।