নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বাঙালি, আমি মানুষ

বঙ্গপুত্র

আমি ৪০ পাওয়া ক্লাশের সেই ছাত্র যার বাবা ছেলে ৪০ পাওয়ার খুশী তে গাড়ি কিনে আনে। ভুল বুঝবেন না মোটেও। যা দেখবেন সব ফাপড়, আলগা পার্ট। আমি ভবঘুরে অথবা নষ্ট একটি ছেলে। মেধাবী কিংবা জিনিয়াস হওয়ার খেলায় আমি অংশ নেই না।

বঙ্গপুত্র › বিস্তারিত পোস্টঃ

মাননীয় বিচারক,আপনাকে বলছি

১৫ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৫৩

মাননীয় বিচারক,

আমার কুমারী বোনের সতীচ্ছদের করুন আর্তনাদ কি আপনার মনে তার জন্য একটুও সহানুভূতি জাগাতে পারেনি?

আমার যে মায়ের নগ্ন দেহ নিয়ে ওরা মেতেছিল নারকীয় উল্লাসে,সেই মায়ের জন্য কি আপনার একটুও সহানুভূতি হয়নি?

নব বিবাহিতা যে বঁধুর জিইয়ে রাখা সতীত্ব ওরা হরণ করেছিল তার জন্যও কি আপনার সহানুভূতি হয় নি?

আমার ভাইয়ের বীভৎস লাশ কি আপনার বিবেককে একটুও নাড়া দেয়নি?

ছেলে হারা জননীর প্রতি আপনি কি সহানুভূতি দেখালেন?

বৃদ্ধা নারীর বিকৃত স্তন ও যোনির বীভৎস ছবি কি আপনার কাছে একটুও সহানুভূতি পেতে পারে না?

বাড়ী গিয়ে নিশ্চয়ই আপনি আপনার স্ত্রী, কন্যা, মা এর সামনে যাবেন। কীভাবে তাদেরকে আপনি মুখ দেখাবেন?

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৩৬

তানজিয়া মোবারক মণীষা বলেছেন: লজ্জা থাকলে এই মুখ কেমনে দেখায় মানুষের সামনে...

১৫ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৩৯

বঙ্গপুত্র বলেছেন: ঠিক বুঝে উঠতে পারছি না। ভোটের রাজনীতির কাছে পরাজিত হল একাত্তরের শহীদ ও বীরঙ্গনারা। এ লজ্জা কোথায় রাখি?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.