![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লিখার চাইতে পড়তে ভালবাসি, অনেক দিন যাবত ব্লগ পড়ি।
হটাৎ ইচ্ছে হলো, ছোটখাটো ভাবে লিখলেও পারি- তাই শুরু করে দিলাম।
ব্লগে একাউন্ট খোলা নিয়ে এমন বিব্রতকর কিছু উত্তরের সমুখে দাঁড়াতে হবে তা কখন চিন্তা করি নি। যদিও কিছু অবিশ্বাস্য রকমের এক্সপেরিয়েন্স হলো।
প্রথমে: আড্ডার মাঝে একদিন বন্ধুদের বললাম - দোস্ত ব্লগে একটা একাউন্ট খুলতে চাই কেমনে হবে??
তাদের উত্তরে সারমর্ম ছিল শুধুমাত্র আইনস্টাইন কিংবা স্টিফেন হকিং ছাড়া ব্লগে লিখালিখির বেপারটা হাস্যকর। ব্লগে মেধাবীরা লিখে, আমার মত ক্লাসে লাস্ট সিটে বসা ছেলেদের জন্য না।
দ্বিতীয়: আমার বন্ধু হেলাল, একটা সময় প্রেম করা, সিগারেট খাওয়া থেকে শুরু করে অনেক কিছুই করেছে। এখন তাবলিক করে, দাঁড়ি রেখে দিয়েছে।
ওর কাছে জানতে চাইলাম, দোস্ত ব্লগ জিনিসটা আসলে কি?
কেন জানি মনে হলো ইন্টারেষ্টিং কোন উত্তর পাওয়া যাবে।
- ব্লগার মানে নাস্তিক, নাস্তিকরা ব্লগে এটা সেটা লিখে।
ওর সাথে কথা না বাড়ানোটাই উত্তম মনে হলো।
শেষে বড় বোনের সাথে বেপার গুলা শেয়ার করতে গেলাম, বোন আরও অদ্ভুত উত্তর দিল।
- তুই আমাদের একটা মাত্র ভাই, এইসব ব্লগ কিছু করার দরকার নাই।
তোর একটা কিছু হয়ে গেলে আমাদের কি হবে!!
অতিতে অনেক ব্লগার খুন হইছে, তাদের খুনিদের শাস্তিতো দূরের কথা বিচারটাই শুরু করতে পারে নাই।
ব্লগ এবং ব্লগারের সংজ্ঞাটা আর বুঝা হলো না, শুধু বুঝলাম মানুষের মানুষিকতা।
বি: দ্রঃ আমার প্রথম পোস্ট, ভূল হলে ক্ষমার চোখে দেখবেন।
©somewhere in net ltd.