![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাওলানা সাহেব তাহার অনুসারীদের দ্বীনের
শিক্ষা দিচ্ছেন - তোমরা বিধর্মীদের দেওয়া
খাবার খাবে না। অতপর, মাওলানা সাহেব
কুমিল্লার বিখ্যাত মাতৃ ভান্ডার থেকে রসমালাই
নিয়ে আসলেন ছেলে সন্তানের জন্য। তাহার
অনুসারীরা একমত পোষন করে মিস্টি ভান্ডার থেকে
জিলাপি নিয়ে গেলেন মিলাদ মাহফিল এর তাবারুক
এর জন্য
(কুমিল্লা শহরে মুসলিম কোন মিস্টির দোকান আছে
কিনা আমার জানা নেই) তাহলে উত্তর কি
দাঁড়ালো??
এলাকার মুরুব্বি মানুষটা মারা গেলেন, বেঁচে থাকা
অবস্থা বিভিন্ন সমস্যায় ওনাকে পাওয়া যেত,
মানুষের সুখে দুঃখে এগিয়ে আসতেন। মৃত্যুর পরে
কতিপয় অজ্ঞাত ব্যাক্তি কানের কাছে এসে বলে
বিধর্মীদের লাশ দেখা ঠিক না।
(বেঁচে থাকা অবস্থায় দেখা হলে কোন সমস্যা ছিল
না)
এতে কি বুঝে নেওয়া উচিত???
ছোটবেলা থেকে শুনে আসলাম কোরবানীর মাংসের
একভাগ থাকে প্রতিবেশীর। কথিত মাওলানা
সাহেবের হাদীস শুনে বাকরুদ্ধ হলাম "কোরানের
মাংস কোন বিধর্মীদের দেওয়া যাবে না, এটা
হারাম "।
কুরআন ও হাদিসে প্রতিবেশীর মর্যাদা ও অধিকার
স্পস্ট করে দেওয়া আছে।
[মাআরিফুল কুরআন : ২৪৯-২৫০; আউনুত তিরমিযী-১/২৪৩]
[মুসনাদে বায্যার-আউনুত তিরমিযী : ১/২৪৩]
এ হাদীস থেকে সুস্পষ্ট প্রতীয়মান হয় যে, একজন
প্রতিবেশী, সে অমুসলিম কিংবা অনাত্মীয় যেই
হোক না কেন, কেবল প্রতিবেশী হওয়ার সুবাদেই তার
কিছু প্রাপ্তি ও অধিকার রয়েছে। প্রতিবেশী বলতে
মুসলিম, কাফের, নেক বান্দা, ফাসেক, বন্ধু, শত্রু,
পরদেশী, স্বদেশী, উপকারী, ক্ষতিসাধনকারী,
আত্মীয়, অনাত্মীয়, নিকটতম বা তুলনামূলক একটু দূরের
প্রতিবেশী সবাই অন্তর্ভুক্ত।
রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)
জিলহজ মাসের ৯ তারিখ দুপুরের পর জাবালে রহমতে
দাঁড়িয়ে বৃহত্তম গণসমাবেশে জীবনের শেষ
দিকনির্দেশনা দেন। যদিও এই ভাষণের পূর্ণরূপ
সংরক্ষিত নেই। বুখারি শরিফে কিছু অংশ পাওয়া
যায়, যা নির্ভরযোগ্য সূত্র বিবেচনায় উদ্ধৃত হয়ে
থাকে।
সংশ্লিষ্ট হাদিসগুলো হলো_হাদিস নম্বর ১৬২৩,
১৬২৬ ও ৬৩৬১। ১৩টি গুরুত্বপূর্ণ বিষয়ে মধ্যে মহানবী
মুহাম্মাদ (সাঃ) (ধর্ম নিয়ে বাড়াবাড়ি সম্পর্কে
বলেছেন ) ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবে না।
এতদ্বিষয়ে সীমালঙ্ঘনের কারণে তোমাদের
পূর্ববর্তী বহু জাতি ধ্বংস হয়ে গেছে। মনে রেখো,
তোমাদের সবাইকেই আল্লাহর দরবারে উপস্থিত
হতে হবে। তাঁর কাছে এসব কথার জবাবদিহি করতে
হবে। সাবধান, তোমরা
খোদাদ্রোহী হয়ে পরস্পর রক্তপাতে লিপ্ত হয়ো না।
অথচ, কতিপয় ধর্ম বিশেষজ্ঞরা- নামাজ শেষে মন্দির
ভাংগে, কোরবানীর গরু ময়লা ফেলে মন্দিরে।
ওই সকল কতিপয় ধর্ম বিশেষজ্ঞদের জন্যই আমার ধর্ম
আজ প্রশ্নের মুখে।
©somewhere in net ltd.