নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I am the perfect version of me.....\n

Jack Sparrow

I am the perfect version of me.....

Jack Sparrow › বিস্তারিত পোস্টঃ

আমেরিকা প্রেসিডেন্ট।

১১ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০১

ট্রাম্পের প্রথম দিনের কাল্পনিক ওভাল অফিসঃ
ট্রাম্পঃ আমাদের এক্ষুনি ISIS কে ধ্বংস করা উচিৎ,
এই মুহূর্তেই।
সিআইএঃ আমরা সেটা করতে পারবো না, স্যার।
আমরা টার্কি, সৌদি, কাতার এবং আরও অনেককে
সাথে নিয়ে একসাথে ISIS কে গড়ে তুলেছি।
ট্রাম্পঃ ডেমোক্র্যাটরা ওদের গড়ে তুলেছে।
সিআইএঃ না স্যার, আমরা (CIA) ওদের গড়ে তুলেছি।
ISIS কে আমাদের খুব দরকার। না হলে আমরা
ন্যাচারাল গ্যাস লবি থেকে ফান্ডিং হারাবো।
ট্রাম্পঃ তাহলে পাকিস্তানকে ফান্ডিং করা বন্ধ
করো। ওদেরকে নিয়ে ইন্ডিয়াকে ডিল করতে দাও।
সিআইএঃ সেটাও করা যাবে না স্যার।
ট্রাম্পঃ কেন?
সিআইএঃ ইন্ডিয়া তাহলে বেলুচিস্থানকে
পাকিস্থান থেকে আলাদা করে ফেলবে।
ট্রাম্পঃ করুক, আমার কিছু যায় আসে না।
সিআইএঃ তাহলে কাশ্মীরে শান্তি চলে আসবে।
তারা আমাদের অস্ত্র কেনা বন্ধ করে দেবে।
ইন্ডিয়া সুপার পাওয়ার হয়ে যাবে। ইন্ডিয়াকে
কাশ্মীরে ব্যস্ত রাখার জন্য আমাদের পাকিস্থানকে
ফান্ডিং করে যেতেই হবে।
ট্রাম্পঃ ওকে ওকে, তাহলে তালিবানকে ধ্বংস
করো।
সিআইএঃ স্যার, সেটাও করা পসিবল না। রাশিয়াকে
৮০'র দশকে চেক দিয়ে রাখতে আমরা তালিবানকে
সৃষ্টি করেছিলাম। এখন তারা পাকিস্থানকে ব্যস্ত
রেখেছে।
ট্রাম্পঃ আমাদের তাহলে মিডিল ইস্টের যেসব
সরকার টেরোরিস্টদের স্পন্সর করছে তাদেরকে ধ্বংস
করা উচিৎ। সৌদিকে দিয়ে শুরু করা যাক, কি বলো?
সিআইএঃ স্যার সেটা আরও অসম্ভব। আমরা ওইসব
সরকারকে ক্ষমতায় এনেছি, কারণ তাদের তেল
আমাদের দরকার। এসব সরকারকে ক্ষমতায় রাখতে
হবে, নাহলে দেশগুলিতে ডেমোক্রেসি চলে আসবে।
ডেমোক্রেসি চলে আসলে সর্বনাশ। তখন তাদের তেল
সব তাদের নিজস্ব ব্যবসায়ীদের হাতে চলে যাবে।
আমরা তেল হারাবো, স্যার।
ট্রাম্পঃ তাহলে চলো ইরান আক্রমণ করি।
সিআইএঃ সম্ভব না স্যার।
ট্রাম্পঃ কেন?
সিআইএঃ তাদের সাথে আমাদের আলোচনা চলছে।
ট্রাম্পঃ কিসের আলোচনা?
সিআইএঃ আমরা আগে তাদের স্টিলথ ড্রোনগুলি
ফিরিয়ে আনতে চাই। আমরা যদি এক্ষুনি তাদের
আক্রমণ করি, তাহলে রাশিয়া তাদেরকে সাহায্য
করবে এবং আমাদের সৈন্যদেরকে নিমেষে ধ্বংস
করে ফেলবে; যেমন সিরিয়াতে করেছিলো। তাছাড়া
ইসরাইলকে চেক দিয়ে রাখতে আমাদের ইরানকে
দরকার আছে।
ট্রাম্পঃ তাহলে ইরাককেই আবার আক্রমণ করা যাক।
সিআইএঃ স্যার, আমাদের বন্ধুরা (ISIS) অলরেডি
ইরাকের এক তৃতীয়াংশের দখল নিয়ে রেখেছে।
ট্রাম্পঃ পুরো ইরাক কেন নয়?
সিআইএঃ কারণ আমাদের ইরাকের শিয়া সরকারকে
দরকার ISIS কে চেক দিয়ে রাখার জন্য।
ট্রাম্পঃ ওকে ওকে, আমি কিন্তু মুসলিমদের
আমেরিকায় ঢোকা বন্ধ করতেছি।
সিআইএঃ স্যার, সেটা আপনি করতে পারবেন না।
ট্রাম্পঃ কেন?
সিআইএঃ তাহলে আমাদের দেশের স্থানীয় জনগণ
বেশী সাহসী হয়ে যাবে, তাদের মনে কোন ভয়
থাকবে না। তাদেরকে এত সাহসী হতে দেয়া যাবে
না, ভয়ে রাখতে হবে।
ট্রাম্পঃ আমি চাই সব অবৈধ ইমিগ্র্যান্টদের তাদের
দেশে ফেরত পাঠিয়ে দেয়া হোক।
সিআইএঃ ওরা চলে গেলে আপনার ওয়াল কে বানাবে,
স্যার? এতো কম মুল্যের শ্রমিক আর পাবেন কোথায়?
ট্রাম্পঃ তাহলে H1B ভিসাধারীদের অবৈধ করা
হোক।
সিআইএঃ স্যার, সম্ভব না।
ট্র্যাম্পঃ কেন? কেন? কেন?
সিআইএঃ তাহলে আমাদের হোয়াইট হাউজের
কাজগুলো পর্যন্তও ইন্ডিয়া থেকে কম মুল্যে
আউটসোর্স করতে হবে।
ট্র্যাম্পঃ তাহলে আমি প্রেসিন্ডেন্ট হইলাম কি
ফেলতে?
সিআইএঃ এনজয় করুন স্যার, হোয়াইট হাউজ এনজয়
করুন। বাকিটা আমরা দেখতেছি।
কালেক্টেড পোষ্ট (মূল লেখককে পেলে কমেন্টে
জানান, এত সুন্দর একটি লেখার লেখকের নাম জানতে
পারব না, এটা ঠিক না)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.