নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I am the perfect version of me.....\n

Jack Sparrow

I am the perfect version of me.....

Jack Sparrow › বিস্তারিত পোস্টঃ

কিছু বইয়ের সন্ধান চাই।

১২ ই জানুয়ারি, ২০১৭ রাত ৩:২৪

#1 গ্রীক মিথ এর উপর বই, গ্রিক সভ্যতার শুরুর
কাহানি।
(নিক্স নামের এক পাখি বাস করতো মহাশূণ্যে। তার
কালো ডানা প্রতিনিধিত্ব করতো মহাশূণ্যের
সীমাহীন অন্ধকারকে। কিন্তু তার ডিমের রং ছিল
সোনালী। পাখিটি ভাবতো একদিন এই অসীম
শুন্যতা থাকবে না যখন তার এই ডিম ফুটে বাচ্চা বের
হবে, যে জ্বালবে আলো)
ঠিক এখান থেকেই হতে হবে।
#2 মিশরে প্রাচীন সভ্যতা।
(পৃথিবীর ইতিহাসে প্রাচীন সভ্যতাগুলোর অন্যতম
হচ্ছে মিশরীয় সভ্যতা৷ প্রায় ৫০০০ থেকে ৩০০০
খ্রিস্টপূর্বাব্দের মধ্যবর্তী সময়ে নীল নদের
তীরবর্তী মিশরে এই সভ্যতার বিকাশ ঘটে)
ঠিক ওই সময়ের।
#3 মহেঞ্জোদারো।
(সিন্ধু-সভ্যতার পতন থেকে শুরু করে। কেউ কেউ মনে
করেন সিন্ধু-সভ্যতা ধ্বংসের পেছনে ভূমিকা
প্রত্নতাত্ত্বিকরা নিশ্চিত যে ২৭৫০ খ্রিস্টপূর্বাব্দে
হরপ্পা ও মহেঞ্জোদারোতে প্রলয়ঙ্করী বন্যায় শহর
দুটো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।
সিন্ধু-সভ্যতা ধ্বংস হওয়ার আরেকটি কারণ হিসেবে
উল্লেখ করা হয়, জীবন জীবিকার প্রয়োজনে সিন্ধু
সভ্যতার অধিবাসীরা যেভাবে উদ্ভিদ ও প্রাণী
ধ্বংস করেছে একইভাবে তা উৎপাদনে মনোযোগ
দেয়নি। ফলে এককালে প্রচণ্ড
খাদ্য-সমস্যা দেখা দেয়। কিন্তু এসবই দুর্বল যুক্তির
ওপর ভিত্তি করে গড়ে উঠেছে বলে মনে করা হয়। তবে
উপরের কারণগুলির কোন একটি বা একাধিকের
সমন্বয়ে এ সভ্যতা যদি ধ্বংস হয়ে থাকে তবে তা
ঘটেছিলো একেবারে সভ্যতার চূড়ান্তে এসে)
কিছুটা বিস্তারিত সহকারে বইয়ের নাম গুলা
দিলাম। কেউ যদি আমাকে এই তিনটা বই এর সন্ধান
দিতে পারেন খুব কৃতজ্ঞ থাকবো।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.