![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পঁচা গলা গন্ধটা আশেপাশে কোথাও হতে আসছে।
এহ হে, পা মাড়াইনিতো এঁদো ডোবাতে ?
নাহ্ তো, বড্ড বেঁচে গেছি !
তবে, আসছে তা কোথা হতে ?
একদম পঁচাগলা লাশের মত।
ফরমালিনেও বাঁচাতে পারেনি
নিশ্চিত পচনের হাত হতে।
তবে, আসছে তা কোথা হতে ?
আমার আশেপাশেই গন্ধটা তীব্র!
আমাকে ঘিরেই তার ব্যাপ্তি !
আসছে কি আমার ভেতর থেকে? যদি তা না হয়
তবে, আসছে তা কোথা হতে ?
২| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:২৩
তানভীর হোসেন পরশ বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
আমার আশেপাশেই গন্ধটা তীব্র!
আমাকে ঘিরেই তার ব্যাপ্তি !
আসছে কি আমার ভেতর থেকে?
ভালো লাগলো।