![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মন ফড়িংয়ের বেজায় তাড়া
উড়ে বেরায় সারাবেলা।
যতই বাঁধো শক্ত করে
দিচ্ছে উড়াল এক নিমিষেই।
করছো বারণ, "গোল করনা!",
ভাবছে সে আর থেমনা।
বইয়ে নদীর স্রোতধারা
করছে তোমায় বাস্তুহারা।
তোর জ্বালাতে আর পারিনা,
কেনরে তুই পোষ মানিসনা ?
চাই কি তোর, বলনা মোরে
শান্ত হবি সব হারালে ?
©somewhere in net ltd.