![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সীতার প্রেমে মুগ্ধ,
কে আমি,
রাম না রাবন?
দ্রৌপদীর বস্ত্র করছি হরণ
কে আমি,
পাণ্ডব নাকি দুঃশাসন?
বদলালে পাত্র,
বদলে যায় কর্ম।
বদলালে দৃষ্টি,
বদলে যায় দৃশ্যপট।
তবুও দেখি আমি
সবকিছু একভাবে,
ভাবনা, দৃষ্টি তাই
আমার বড় একপেশে।
২| ২৬ শে জুলাই, ২০১৫ সকাল ১১:৫১
মঞ্জু রানী সরকার বলেছেন: এটি সহজাত, তবে এই দৃষ্টিভংগী থেকে বেড়িয়ে আসতে হবে
©somewhere in net ltd.
১|
২৬ শে জুলাই, ২০১৫ সকাল ১১:৪৫
লেখোয়াড়. বলেছেন:
একপেশে, একা একা।
ভাল লাগল।