![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিখ্যাত হবার স্বপ্ন নেই।রঙিন তাসের ঘর পৃথিবীতে আমিও তোমাদের মতো খেলছি।কবিতা ভালোবাসি। সুখ-দুঃখ যাই আসুক স্বপ্ন বুনে যেতে চাই শেষ পর্যন্ত।গোপন বিরহের কিছু মিষ্টতা একান্ত করেই রাখতে চাই। কেহ যদি দেয় মোরে যাতনা,সে আমার প্রাপ্য অন্যরকম ভালোবাসা।
যদি ভালবাসো
প্রবীর দাস
বক্ষপিঞ্জরের জানালায় দাড়িয়ে তুমি
যে এলমেলো প্রকৃতি দেখছ,
সে আমারই দুনিয়া
বাতাস নেই,সুবাস নেই ভাবছ?
বিস্বাস কর সবি আছে,
মালি সুধু নেইকো বাগে।
সাজিয়ে দিতে পার আবার মাড়িয়ে যেতে পার,
যদি ভালবাসো আমায়
আপন হাতে গড়।
©somewhere in net ltd.