নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধূলোমাখা অভি

প্রবীর দাস

বিখ্যাত হবার স্বপ্ন নেই।রঙিন তাসের ঘর পৃথিবীতে আমিও তোমাদের মতো খেলছি।কবিতা ভালোবাসি। সুখ-দুঃখ যাই আসুক স্বপ্ন বুনে যেতে চাই শেষ পর্যন্ত।গোপন বিরহের কিছু মিষ্টতা একান্ত করেই রাখতে চাই। কেহ যদি দেয় মোরে যাতনা,সে আমার প্রাপ্য অন্যরকম ভালোবাসা।

প্রবীর দাস › বিস্তারিত পোস্টঃ

আমার নীড়

২৬ শে জুন, ২০১৩ রাত ২:২৩

আমার নীড়

প্রবীর দাস



তোমার ঐ মায়াবী মুখে দেখি পৃথিবীর রুপ

যেথা শুধু আদর আর সুখ,

হন্য হয়ে খুজেছি সব দিগন্ত

কোথাও নেই তোমার বিকল্প-স্বরুপ।

তোমার স্নেহ আমায় লালন করে

তোমার কষ্ট দেখলে হৃদয়ে রক্ত ঝরে,

তোমার রাগ অভিমান আমায় সংযত করে

অবাধ্য হলেও ফিরতে বাধ্য তোমার দ্বারে।

তোমার ত্যাগ আমায় শিক্ষা দেয়

উদার হতে, দূর করে সংশয়

তোমার দৃষ্টিতে যে অদম্য বাসনা উকি দেয়

আমায় তা জয়ী হবার প্রেরনা জোগায়।

তোমার একটু নম্র ডাকেই

আমার সকল কষ্ট দূরীভূত।

তোমার কোমল পরশে

সকল ব্যধি হারায় নিমিষে।

আমার যা কিছু সব তোমাতেই,

তোমার মহীমার কাছে আমি চিরঋণী।

তুমি চিরন্তন আমার ভূবনে,

তোমায় কখনো কষ্ট দিলে হই যেন নিঃশেষ।

তুমি আমৃত্যু পূজনীও,

ক্ষুদ্র একটি মৌলিক শব্দে তোমার উপমা হলেও

তুমি সবার উপরে,বিশালতায় অতুলনীয়,

তুমি 'মা' আমার অস্তিত্ত্বের অন্তীম সত্তা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.