![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিখ্যাত হবার স্বপ্ন নেই।রঙিন তাসের ঘর পৃথিবীতে আমিও তোমাদের মতো খেলছি।কবিতা ভালোবাসি। সুখ-দুঃখ যাই আসুক স্বপ্ন বুনে যেতে চাই শেষ পর্যন্ত।গোপন বিরহের কিছু মিষ্টতা একান্ত করেই রাখতে চাই। কেহ যদি দেয় মোরে যাতনা,সে আমার প্রাপ্য অন্যরকম ভালোবাসা।
যখন তোমায় ভাবি
প্রবীর দাস
তোমায় ভুলে গেছি
একদমই ভুলে গেছি,
তোমার কথাই রেখেছি-
এখন আর আমি ভাবিনা তোমায়।
মুঠফোন থেকে তোমার সব বার্তা,
এমনকি সেই ছবিগুলো-
যেগুলো আমর সাথে কথা বলতো,
দুষ্টুমি করতো জীবন্ত মানুষের মতো,
মধ্যরাতে কিংবা অলস সময়ে।
নিমিষেই মুছে দিয়েছি সবগুলো!
আর ভাববো কি করে?
ভাবি শুধু দুটি ক্ষনে-
যখন চোখ মেলে রাখি,
আর যখন চোখ বন্ধ করে থাকি।
এছাড়া আর কোন সময় নয়,
ভুলও ভাবিনা তোমায়।
আমি চাইলেও পারিনা
বিধাতার কালকে বাড়াতে বা কমাতে,
তাই ভুলে থাকি,
ভুলে থাকতে হয় জোরকরে।
©somewhere in net ltd.