নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধূলোমাখা অভি

প্রবীর দাস

বিখ্যাত হবার স্বপ্ন নেই।রঙিন তাসের ঘর পৃথিবীতে আমিও তোমাদের মতো খেলছি।কবিতা ভালোবাসি। সুখ-দুঃখ যাই আসুক স্বপ্ন বুনে যেতে চাই শেষ পর্যন্ত।গোপন বিরহের কিছু মিষ্টতা একান্ত করেই রাখতে চাই। কেহ যদি দেয় মোরে যাতনা,সে আমার প্রাপ্য অন্যরকম ভালোবাসা।

প্রবীর দাস › বিস্তারিত পোস্টঃ

অতিমানবের অভিশাপ

১৬ ই আগস্ট, ২০১৩ রাত ২:৩৬

অতিমানবের অভিশাপ

প্রবীর দাস





আমি এক অতিমানব

মানবের মাঝে থেকেও,

নইলে কিভাবে বেচে আছি-

শুষ্ক পাতার মত ছিদ্রায়িত বক্ষে,

নষ্ট ঘড়ির মত হৎপিন্ড লয়ে,

শত আঘাত সয়েও?

চোখ দিয়ে অশ্রু ঝড়ে আমার,

দীর্ঘশ্বাশে বেদনার হাহাকার,

অতিমানবের কষ্টের বিদরণে

অভিশাপ লাগবে তোমার প্রাণে।

যদি এভারেষ্টের চুড়া থেকে ফেলে দিয়ে,

অথবা এক পেয়ালা বিষ পান করিয়ে,

মৃত্যু উপহার দিতে অতি যতনে-

ভালোবাসাও হারিয়ে যেত গোপনে।

তুমি কি আমায় অতিমানব ভেবেছিলে?

তাই কেড়ে নিয়ে সব হেসেছিলে,

মরেইতো যেতাম,

যদি মানব হতাম!

মরি নাই আমি অতিমানব,

যতদিন বাচবো অভিশাপ দেবো।

প্রহরের সকল আবর্তনে তুমি জ্বলবে,

তোমার সুন্দর মুখ কুকড়ে যাবে।

কোনো এক লম্পটের লালসা হবে তুমি,

কাদবে ভেবে কতটা ভালোবেসেছিলাম আমি।

অতিমানবের বেদনা যেমন বুঝলেনা,

অভিশাপের যাতনা তোমায় ছাড়বে না।

মানবীয় দুঃখ হলে দিতাম না অভিশাপ,

পাপীকে ক্ষমা করা নয়কি পাপ ?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.