![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিখ্যাত হবার স্বপ্ন নেই।রঙিন তাসের ঘর পৃথিবীতে আমিও তোমাদের মতো খেলছি।কবিতা ভালোবাসি। সুখ-দুঃখ যাই আসুক স্বপ্ন বুনে যেতে চাই শেষ পর্যন্ত।গোপন বিরহের কিছু মিষ্টতা একান্ত করেই রাখতে চাই। কেহ যদি দেয় মোরে যাতনা,সে আমার প্রাপ্য অন্যরকম ভালোবাসা।
ফাগুনের প্রথম দিনে
আপন বিরহ মনে,
বৃথা খুজি ছন্দ,
কোকিলের গানে।
তুমি নেই বলে-
নিথর প্রকৃতি ঘুমন্ত,
কুসুম কানন ভারাক্রান্ত,
রিক্ত ধরণীতে নেই বসন্ত।
হে প্রিয় বসন্ত,তোমার আগমনে
মেঘে ঢাকা শুন্য এই গগণে,
নেই কোনো আয়োজন,
প্রতীক্ষার যাতনায় কাটে প্রতিক্ষণ।
২| ১২ ই এপ্রিল, ২০১৪ রাত ১:১৩
প্রবীর দাস বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:৫৮
উদাস কিশোর বলেছেন: বসন্ত বিরহ ।
ভাল লাগা রইলো