নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধূলোমাখা অভি

প্রবীর দাস

বিখ্যাত হবার স্বপ্ন নেই।রঙিন তাসের ঘর পৃথিবীতে আমিও তোমাদের মতো খেলছি।কবিতা ভালোবাসি। সুখ-দুঃখ যাই আসুক স্বপ্ন বুনে যেতে চাই শেষ পর্যন্ত।গোপন বিরহের কিছু মিষ্টতা একান্ত করেই রাখতে চাই। কেহ যদি দেয় মোরে যাতনা,সে আমার প্রাপ্য অন্যরকম ভালোবাসা।

প্রবীর দাস › বিস্তারিত পোস্টঃ

অজানা ব্যধি

১২ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:৩৮

ইদানিং কিছু ভালোলাগেনা

স্বপ্নেরাও ডানা মেলেনা।

ভাল লাগেনা শ্রাবণ,

মেঘে ঢাকা গগন।

প্রাণ নেই হাসিতে,

নিদ নেই আখিতে।

গোধুলির রং নেই,

মুখে কোনো ভাষা নেই।

মন নেই কোনো কাজে,

ভাবি শুধু আজেবাজে।

ডুবে থাকি শংকায়,

জানিনা কোন হতাশায়।

হেটে হেটে কোন পানে যাই?

পথের দেখা খুজে না পাই।

বাহিরে যাহা ঢেউ খেলে,

অন্তরে নাহি দেখা মেলে।

কি চাই,কেন চাই?

কারণ বিণে কষ্ট পাই।

কেউ পারেনা বলতে,

ঔষধ খুজি সারাতে।

সবাই কি তবে আমার মত,

রঙমঞ্চে নৃত্যরত?

অজানা যে ব্যধিতে,

ভুগছি আমি দিনেরাতে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.