![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিখ্যাত হবার স্বপ্ন নেই।রঙিন তাসের ঘর পৃথিবীতে আমিও তোমাদের মতো খেলছি।কবিতা ভালোবাসি। সুখ-দুঃখ যাই আসুক স্বপ্ন বুনে যেতে চাই শেষ পর্যন্ত।গোপন বিরহের কিছু মিষ্টতা একান্ত করেই রাখতে চাই। কেহ যদি দেয় মোরে যাতনা,সে আমার প্রাপ্য অন্যরকম ভালোবাসা।
অবধারিত এক সত্যের নাম মৃত্যু,
এর নাকি অগণিত দরজা আছে।
কিছু মৃত্যু করুণ,ভয়াবহ!
আবার কিছু মৃত্যু আছে-
অসীম সুখের,গর্বের।
যেভাবেই হোক মৃত্যু,
বেঁচে কি আর থাকা যায়?
এদের কোনটিই আমাকে ছুতে পারেনি!
একটি ভিন্ন মৃত্যুর আলিঙনে,
মরেও বেঁচে আছি প্রেতাত্তা হয়ে।
জেনেরেখ মৃত্যু বাচিয়েও রাখে-
ভালোবাসার হিমঘরে।
২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:২০
প্রবীর দাস বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১|
০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:২১
জাফরুল মবীন বলেছেন: জেনেরেখ মৃত্যু বাচিয়েও রাখে-
ভালোবাসার হিমঘরে। -চমৎকার কথা!
শুভকামনা জানবেন কবি।