![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিখ্যাত হবার স্বপ্ন নেই।রঙিন তাসের ঘর পৃথিবীতে আমিও তোমাদের মতো খেলছি।কবিতা ভালোবাসি। সুখ-দুঃখ যাই আসুক স্বপ্ন বুনে যেতে চাই শেষ পর্যন্ত।গোপন বিরহের কিছু মিষ্টতা একান্ত করেই রাখতে চাই। কেহ যদি দেয় মোরে যাতনা,সে আমার প্রাপ্য অন্যরকম ভালোবাসা।
মা-বাবা ঢাকা এসেছেন আজ ভোরে। আমাদের দেখতে। আমরা বাড়ি যাইনা দীর্ঘদিন। কারণ যাওয়া-আসাতে অনেক ভোগান্তি। স্বপ্নের পদ্মাসেতুর কাজ এখনো চলমান। অল্পস্বল্প ছুটি নিয়ে বাড়িতে যেতে তারাই বারণ করেন। মা-বাবা, বাড়ির গাছের কাঁঠাল, কামরাঙা, লেবু, কলা ইত্যাদি ফল নিয়ে এসেছেন সঙে। ভোর ৬ টায় ঘরে ঢুকতেই প্রণাম দিয়ে তাদের মুখ ভালো করে দেখলাম। সারারাত লঞ্চে করে জার্নি করে এসেছেন। চোখেমুখে ক্লান্তি ছিল স্পষ্ট তবে তা উচ্ছ্বাসের নিচে চাপা পড়ে গিয়েছে।
আমি: তোমাদের কষ্ট হয়নি আসতে?
মা: তোমার ঘুম ভেঙে গেলো আমরা আসাতে।
আমি: কিছু না বলে মাকে বললাম কি কি এনেছো দাও, খাবো।
মা নিজ হাতে কাঁঠাল খুলে দিচ্ছেন আর আমি খাচ্ছি।বাবা তার নাতি মানে আমার ১১ মাস বয়েসি ভাতিজাকে নিয়ে ব্যস্ত।
পুরো ঘরটাকে মনে হচ্ছে একটি সুখের স্বর্গ।
আমি অফিসে যেতে যেতে ভাবছি বিধাতা মা-বাবাকে কীভাবে গড়েছেন, আমি কী পারব তাদের প্রাপ্য প্রতিদান দিতে, আরো নানাবিধ কথা।
অফিসের এক কলিগ আজ কথায় কথায় বললেন তার মা যতদিন বাসায় থাকেন ততদিন বাসাটা একটা শান্তির নীড়।আর তিনি চলে গেলেই রাবনের চিতা। তিনি প্রশ্ন ছুড়লেন "মানুষ মা-বাবাকে বৃদ্ধাশ্রমে দেয় কেন?" আমি উত্তর পেলাম না। শুধু বললাম যারা এরকম পাপ করে তাদের ঈশ্বর ক্ষমা করেন না।
অফিস থেকে বাসার কাছে এসে উপরে তাকাতেই দেখি মা বেলকনিতে দাঁড়িয়ে। কলিং বেল বাজানোর আগেই মা দরজা খুলে দাঁড়িয়ে। মাকে জিজ্ঞেস করলাম তার শরীর ভালো কিনা।
মা: "আমি পৃথিবীর সবচেয়ে সুস্থ্য মানুষ।"
সোফায় বসে ব্যাগ থেকে আমার চাকুরীর প্রথম বেতনের টাকার খামটা মায়ের হাতে দিলাম। মা গিয়ে বাবার হাতে দিলেন। তারা একে অন্যের চোখে তাকিয়ে কোন কথা না বলে হাসলেন। আমি সে হাসি দেখে ভেজা চোখে আমার রুমে চলে আসলাম। আমি ভাগ্যবান আমার সরকারি চাকুরীর প্রথম বেতন মা-বাবার হাতে দিতে পেরেছি। আমি আজ সবচেয়ে সুখী। আমি ভাগ্যবান যে আমার মা-বাবা দু'জনেই সুস্থ আছেন।
২| ২৩ শে জুন, ২০২০ রাত ৯:১৯
সাড়ে চুয়াত্তর বলেছেন: নতুন চাকরীর জন্য অভিনন্দন।
৩| ২৩ শে জুন, ২০২০ রাত ৯:১৯
রাজীব নুর বলেছেন: আমার প্রথম বেতনের টাকা বাবা মাকে দিয়েছি। তারা বলেছেন ধন্যবাদ। এবং আমাকে ফিরিয়ে দিয়েছেন। আমার বাপ বলেছেন, আমি কোনো দিন আমার ছেলে মেয়েদের কাছ থেকে টাকা নিব না। শারা জীবন দিয়ে যাব।
৪| ২৩ শে জুন, ২০২০ রাত ১১:১৪
নেওয়াজ আলি বলেছেন: অভিনন্দন আপনাকে ।
৫| ২৩ শে জুন, ২০২০ রাত ১১:১৮
মোহাম্মদ গোফরান বলেছেন: বাবা-মাকে নিয়ে সবসময় হাসি-খুশি থাকুন।
শুভ কামনা।
৬| ২৩ শে জুন, ২০২০ রাত ১১:৪৬
অসিত কর্মকার সুজন বলেছেন: জাগতিক সব কষ্ট ভুলে থাকার একমাত্র অবলম্বন।শুভকামনা রইলো ।
৭| ২৪ শে জুন, ২০২০ রাত ১২:৩৭
সুম৯৫৩২ বলেছেন: খুবই ভাল লাগছে পোস্টটি পড়ে। আসলে প্রথম বেতন যখন মা-বাবার হাতে দেওয়া হয় তখন তাদের যে খুশি হয় সেটা ভাষায় বোঝানো যায় না। কেউ অনলাইনে কাজ শিখতে চাইলে নিচের লিংকে ক্লিক করুন : http://www.outsourcinghelp.net/video/
৮| ২৪ শে জুন, ২০২০ দুপুর ১২:১৬
পদ্মপুকুর বলেছেন: ইসলামে বলা হয়েছে- যদি বাবা মা সন্তানের উপর সন্তষ্ট না থাকেন, তাহলে সে সন্তানের পরকালে মুক্তি পাওয়া কঠিন হয়ে যাবে।
বাবা মাকে নিয়ে আপনার অনুভূতি ভালো লাগলো। প্রগতির রোশনাইয়ে আমরা আমাদের সাশ্বত সম্পর্কগুলোকে অস্বীকার করতে শিখছি, গ্রহণ করে নিচ্ছি অবলীলায়, তাই যে বৃদ্ধাশ্রম এক সময় অলীক ছিলো, ঢাকা শহরে আজ তার বিস্তার অলিতেগলিতে। এই বেহায়াপনার মধ্যেও আপনার বাবা মাকে নিয়ে ভালোবাসাটা টিকে থাকুক, ছড়িয়ে যাক সবার মধ্যে।
ভালো থাকুন।
©somewhere in net ltd.
১|
২৩ শে জুন, ২০২০ রাত ৮:৩৫
লাবনী আক্তার বলেছেন: সব সন্তানরা জীবনের প্রথম বেতন বাবা মা কে দেয় কিনা জানিনা। আপনি দিয়েছেন নিশ্চয় আপনার মা বাবা খুশি হয়েছেন অনেক।
আপনার মা বাবার দীর্ঘায়ু কামনা করছি।