![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সে আমারে ঠারে ঠারে ইশারায় কয়, এই চান্দের রাইতে তোমার হইছে গো সময়... ঘর ছাড়িয়া বাইর হও, ধর আমার হাত- তোমার জন্য আনছি গো আইজ চান্দেরও দাওয়াত...
সকালে বাবাকে বিমানবন্দর স্টেশনে গিয়ে ট্রেনে তুলে দিয়ে এলাম।
উনি নিজ এলাকায় যাচ্ছেন মুক্তিযোদ্ধা সংসদের ভোট দিতে।
ফেরার পথে একটা প্রশ্ন উঁকি দিচ্ছিল মনে।
এইমাত্র সামুতে সেফ স্ট্যাটাস পেয়ে সেটা সবার সাথে শেয়ার করতে চাই।
১৯৭১ এ আমার বাবা ছিলেন এইচএসসি পরীক্ষার্থী। ৯ ভাই ও ৭ বোনের মধ্যে তিনি ছিলেন বড়।
যুদ্ধ শুরু সাথে সাথে আমার বাবা পরিবারের সবাইকে নিয়ে হিলি-আমবাড়ি সীমান্ত পার হয়ে ভারতে চলে যান।
একমাস গেরিলা যুদ্ধের ট্রেনিং নিয়ে তিনি আবার নিজ ভুখন্ডে ঢুকে পড়েন এবং সম্মুখ যুদ্ধে অংশ নেন। একজন প্রকৃত মুক্তিযোদ্ধা হিসেবে মুক্তিযোদ্ধা সংসদ থানা কমান্ডে বাবার বীরত্বের কথা শুনে গর্বিত হয়েছি।
যাহোক, মূল কথায় আসি।
আমাদের গ্রামটি উক্ত থানার সবচেয়ে বড় গ্রাম। ১৯৭১ লোকসংখ্যা ছিল মাত্র ৩০০-৩৫০ জনের মত।
এর মধ্যে যুদ্ধে অংশ নেয়ার মত সুযোগ ও সামর্থ্য ছিল আমার ধারণা কমপক্ষে ৫০ জনের।
এর মধ্যে আমার বাবা ও তার চাচাতো ভাইয়েরাই ছিলেন প্রায় ২০ জন।
অথচ মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন আমার বাবা এবং তার একজন চাচাতো বড় ভাই সহ বড়জোড় ৫-৬ জন।
বাকী যাদের সামর্থ্য ছিল তারা হয় বেশিরভাগই পালিয়ে গিয়েছিলেন এবং দু একজন হয়ত পাকিস্তানী বাহিনীর দোসর হয়ে নিজেদের জান বাঁচিয়েছেন।
এখন আমরা ঢাকার একটি জনবহুল এলাকায় বসবাস করি।
আমাদের বাড়ির আশেপাশে বাবার বয়েসী অনেক 'আঙ্কেল'দের চিনি যাদের মধ্যে মুক্তিযোদ্ধার সংখ্যা শতকরা ৫ জনও হবে কিনা সন্দেহ।
ব্লগে দেখি, বিশেষ এক শ্রেণীর ব্লগার মুক্তিযুদ্ধ কিংবা যুদ্ধাপরাধীর বিচার নিয়ে কীবোর্ডে ঝড় তোলে। স্বাধীনতা যুদ্ধের বাস্তব ও জীবন্ত ইতিহাস বাদ দিয়ে রাজনৈতিক উদ্দেশ্যমূলক প্রচারণায় ব্যস্ত হয়।
আমার জিজ্ঞাসা, নিজের বাবার কাছে মুক্তিযুদ্ধ নিয়ে তাঁর অভিজ্ঞতা কথা কখনও জানতে চেয়েছেন? কখনও প্রশ্ন করেছেন, সুযোগ এবং সামর্থ্য থাকার সত্ত্বেও তিনি যুদ্ধে অংশ নিয়েছিলেন কিনা? তাঁর এলাকায় কারা কারা পাকিস্তানি বাহিনী দোসর তথা আল-বদর, রাজাকারদের হয়ে কাজ করেছে?
এভাবে যাদের বাবা-মা বেঁচে আছেন এবং কাছে আছেন, আমরা যদি প্রত্যেকে তাদের কাছ থেকে মুক্তিযুদ্ধকালীন অভিজ্ঞতা জেনে নিয়ে ব্লগে শেয়ার করি তাহলে বাংলা ব্লগিং জগতে এক ইতিহাস তৈরি হবে।
আমরা কি সবাই পারি না সেই ইতিহাসের অংশ হতে?
তখন রাজাকারদের সন্তানরা কি সামহোয়ার ইনে ব্লগিং করার সাহস পাবে?
২৬ শে জুন, ২০১০ রাত ১:২৮
স্পেলবাইন্ডার বলেছেন: সামহোয়ার ইনে ঠিক কতজন নিয়মিত ব্লগার আছে জানি না।
মাত্র পাঁচশ ব্লগারও যদি আমার এই আহবানে সাড়া দিয়ে নিজের বাবার কাছ থেকে মুক্তিযুদ্ধের অভিজ্ঞতা জেনে নিয়ে ব্লগে শেয়ার করেন সেটা সামহোয়ার ইনের জন্য একটি অনন্য অর্জন হবে আশা করি।
শত শত মানুষের মুক্তিযুদ্ধের বাস্তব অভিজ্ঞতা কত বিচিত্র হবে ভেবে দেখেছেন?
২| ২৬ শে জুন, ২০১০ রাত ১:১২
আবদুল্লাহ আল মনসুর বলেছেন:
আমরা কি সবাই পারি না সেই ইতিহাসের অংশ হতে?
......অবশ্যই পারি।।
২৬ শে জুন, ২০১০ রাত ২:০৩
স্পেলবাইন্ডার বলেছেন: ধন্যবাদ। কিন্তু এই আহবানে সাড়া পাওয়া যাবে না বোঝা যায়।
অনেকের কাছে এটা অপ্রিয় প্রসঙ্গ।
৩| ২৬ শে জুন, ২০১০ রাত ১:১৯
ডাইনী বুড়ী বলেছেন: osadharon post ... ++++++++
২৬ শে জুন, ২০১০ রাত ২:৪৫
স্পেলবাইন্ডার বলেছেন: ধন্যবাদ। আপনিও কাছের কারও মুক্তিযুদ্ধের অভিজ্ঞতা জেনে নিতে পারেন।
৪| ২৬ শে জুন, ২০১০ রাত ১:২১
আর.এইচ.সুমন বলেছেন: ভাই আমিও অনেক অজানা তথ্য আমার বাবার মুখে শুনেছি .. তিনিও একজন বীর মুক্তিযোদ্ধা .....
আমরা কি সবাই পারি না সেই ইতিহাসের অংশ হতে? ......
কেন পারবো না ....!!! আমাদের পারতে হবে.........
২৬ শে জুন, ২০১০ সকাল ৯:৩৭
স্পেলবাইন্ডার বলেছেন: আপনি অবশ্যই চেষ্টা করুন উনি যেন নিজের লড়াইয়ের কাহিনী লিখে রেখে যান। এটা আপনি এবং আপনার পরবর্তী প্রজন্মের জন্য একটি অমূল্য সম্পদ হিসেবে থেকে যাবে।
আমাদের দুর্ভাগ্য যে সব জায়গায় একাধিক পক্ষ এবং আপনাকে যে কোন একটি পক্ষ বেছে নিতে বাধ্য করা হবে।
দেশটাকে নোংরা রাজনীতির বলি করা হয়েছে।
হুজুগেপনা বাদ দিয়ে সুস্থ ও নিরপেক্ষ চিন্তা করতে চাই।
সহমতের জন্য অনেক ধন্যবাদ।
৫| ২৬ শে জুন, ২০১০ রাত ১:২২
কে এম খান বলেছেন: খুবই ভাল প্রস্তাব।
প্লাস পাইলেন ভাই...++++++++++
২৬ শে জুন, ২০১০ সকাল ৯:৫০
স্পেলবাইন্ডার বলেছেন: অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা...
৬| ২৬ শে জুন, ২০১০ রাত ১:২২
কথক পলাশ বলেছেন: পোস্টটা গত ২৬ মার্চ দিয়েছিলাম। আমার বাবার মুক্তিযুদ্ধ
২৬ শে জুন, ২০১০ রাত ২:০১
স্পেলবাইন্ডার বলেছেন: পড়লাম। এরকম অভিজ্ঞতার এ্কটি ই-বুক তৈরি করতে পারলে ভালই হত।
২৬ শে জুন, ২০১০ সকাল ৯:৫৮
স্পেলবাইন্ডার বলেছেন: অনেক ধন্যবাদ সাড়া দেয়ার জন্য।
৭| ২৬ শে জুন, ২০১০ রাত ১:২৩
শাহিদ কাপুর বলেছেন: +++++++++
সহমত
২৬ শে জুন, ২০১০ সকাল ১১:৩৬
স্পেলবাইন্ডার বলেছেন: অনেক ধন্যবাদ আমার মত নগণ্য ব্লগার আহবানে একমত হওয়ায়...
৮| ২৬ শে জুন, ২০১০ রাত ১:২৩
ক্ষ বলেছেন: ব্লগে দেখি, এক শ্রেণীর ব্লগার মুক্তিযুদ্ধ কিংবা যুদ্ধাপরাধীর বিচার নিয়ে কীবোর্ডে ঝড় তোলে!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
২৬ শে জুন, ২০১০ দুপুর ১২:৪৭
স্পেলবাইন্ডার বলেছেন: প্লিজ, নিচের জবাবগুলো পড়ুন।
৯| ২৬ শে জুন, ২০১০ রাত ১:২৬
চিন্তিত তাপস পাল বলেছেন: আলেমের গরে জালেম হয়। মুক্তিযোদ্ধার গরে রাজাকার পয়দা হয়। এইটা অসাবাবিক গটনা না।
হঠাৎ বাপের সার্টিফেকেট লয়া বাহাদুরী চোদাইতে আইছ কেনো হে নিওরাজাকার? সেফ সাইডে থাকবার চাও? তূমার মত সুশীল ছাগু বহুত ুদছি
২৬ শে জুন, ২০১০ রাত ১:৩০
স্পেলবাইন্ডার বলেছেন: তুমি তোমার বৃত্তের ভিতর থাকো। বাপ যদি রাজাকার হয় তাইলে এখনই কানে ধরো।
১০| ২৬ শে জুন, ২০১০ রাত ১:২৮
~অন্ধ~ বলেছেন: আক্রমন শুরু হইয়া গেছে অলরেডী।
যাক আপনারেও রাজাকার বলা শুরু হয়ে গেছে কয়েকদিন ধরে।অবাক হই নাই ।কারণ ব্লগে এখন এইসব দুধভাত।
২৬ শে জুন, ২০১০ দুপুর ২:১৭
স্পেলবাইন্ডার বলেছেন: আমি কি ডরাই সখি ভিখেরী রাঘবে!
১১| ২৬ শে জুন, ২০১০ রাত ১:৩০
স্বল্পজ্ঞানী বলেছেন: তাপস পালরে কি করা দরকার !!!
২৬ শে জুন, ২০১০ দুপুর ২:৩৯
স্পেলবাইন্ডার বলেছেন: আপাতত একটা ভাল মাউথওয়াস কিনে দেন!
নোংরা দাঁতের দুর্গন্ধে ব্লগে টেকা যাচ্ছে না।
১২| ২৬ শে জুন, ২০১০ রাত ১:৩৩
'স্বপ্নবাজ' বলেছেন: +++++++
২৬ শে জুন, ২০১০ বিকাল ৩:১৬
স্পেলবাইন্ডার বলেছেন: ধন্যবাদ।
১৩| ২৬ শে জুন, ২০১০ রাত ১:৩৫
প্রচ্ছদ বলেছেন: একজন ছাগু বান্ধবের কাছ থেকে মুক্তিযুদ্ধের পোস্টের ডাক!!!
সত্যি সেলুকাস, কি বিচিত্র এই ছাগুসম্প্রদায়।
২৬ শে জুন, ২০১০ রাত ১:৩৭
স্পেলবাইন্ডার বলেছেন: স্বাগতম!
চাচা কি জীবিত আছেন?
সাথে থাকলে কাল সন্ধ্যায় চা খেতে খেতে একটু গল্প হয়ে যাক না।
১৪| ২৬ শে জুন, ২০১০ রাত ১:৩৬
'স্বপ্নবাজ' বলেছেন: চিন্তিত তাপস পালের বাপ মনে হয় নিশ্চিত রাজাকারের ছাওয়াল এমন নিকের পিছনে অন্য মানুষ
২৬ শে জুন, ২০১০ বিকাল ৩:৩১
স্পেলবাইন্ডার বলেছেন: এই সব নিকের জ্বালাপোড়া শুরু হওয়াটাই স্বাভাবিক।
১৫| ২৬ শে জুন, ২০১০ রাত ১:৪১
চিন্তিত তাপস পাল বলেছেন: খ্যা খ্যা খ্যা চেতছ ক্যা ? হারাদিন ব্লগের ছাগুগো গোয়া চাইটা এখন ভাব লও মুক্তিযোদ্ধার পোলা?
লাব নাই রে ছাগু
২৬ শে জুন, ২০১০ রাত ১:৫১
স্পেলবাইন্ডার বলেছেন: জনাব, আপনার বাবার মুক্তিযুদ্ধকালীন অভিজ্ঞতার বর্ণনা দিন।
ঐটাই ‘রাজাকার’ সন্তান চিহ্নিত করার সবচেয়ে ভাল পন্থা।
১৬| ২৬ শে জুন, ২০১০ রাত ১:৪৩
ক্ষ বলেছেন: আচ্ছা আপনি আপনের বাবার কাছে কি জানতে পারছেন ..সেইটা নিয়া একটা পোষ্ট দিয়েন. এতদিন কেনো দেন নাই সেটাতেই অবাক হলাম . ২০০৯ থেকে ব্লগিং করছেন মুক্তিযুদ্ধ নিয়া একটা পোষ্ট দেখলাম না আপনার . শুনলাম আপনে আরো আগে থেকে অন্য নিকে ব্লগিং করতেন . আপনার ব্লগিং জীবনে মুক্তিযুদ্ধের সপক্ষে কোনো পোষ্ট নাই কেন ? জাতি জানতে চায় ?
২৬ শে জুন, ২০১০ রাত ১:৪৫
স্পেলবাইন্ডার বলেছেন: আমার আগের নিকে বাবার মুক্তিযুদ্ধ নিয়ে একটি পোস্ট ছিল। নিক ব্যান সেই সাথে পোস্টও গায়েব।
১৭| ২৬ শে জুন, ২০১০ রাত ১:৪৭
মোস্তাক খসরু বলেছেন: এখানেও বিপদ আছে। যদি তোমার বাবার মতো তারা মুক্তিযোদ্ধা না হয় তো তারা কি জবাব দেবে একবার ভেবে দেখেছ। আমি এমন ভুরি ভুরি মানুষকে দেখেছি যারা মুক্তিযুদ্ধ না করেও মুক্তিযোদ্ধা সেজে তারই পরবর্তি প্রজন্মকে ভুল শিক্ষা দিচ্ছে। এমন অনেক মুক্তিযোদ্ধাকেও দেখেছি যুদ্ধশেষে পাকিস্তানের বিয়োগ ব্যাথায় ভারতকে অযথাই গালমন্দ করেছে। ঐসব বর্ণচোরাদের বাস্তবতার করনে বাংলা আজ দ্বীখন্ডিত। বিএনপি মুসলিম বাংলার প্রতিনিধিত্ব করে আর বাকীটা মহাজোট ধর্মনিরপেক্ষতার কথা বলে।
কে কি বললো তাতে কিছু যায় আসে না। সত্য সব সমায় সুন্দর। এসো সত্য বলি ও সুন্দরের পুজা করি।
২৬ শে জুন, ২০১০ রাত ১:৫৬
স্পেলবাইন্ডার বলেছেন: ব্লগে মুক্তিযুদ্ধকে হাতিয়ার করে যারা ভিন্ন উদ্দেশ্য হাসিল করে তাদের চিহ্নিত করা এবং রাজাকার সন্তানদের বিতাড়িত করার এটা একটা ভাল পদ্ধতি হতে পারে।
১৮| ২৬ শে জুন, ২০১০ রাত ১:৫১
নাজির বলেছেন: +
২৬ শে জুন, ২০১০ বিকাল ৩:৫১
স্পেলবাইন্ডার বলেছেন: ধন্যবাদ।
১৯| ২৬ শে জুন, ২০১০ রাত ১:৫১
প্রচ্ছদ বলেছেন: বুঝিনাই সুন্দরী, এট্টু বুঝায় কও
২৬ শে জুন, ২০১০ রাত ২:১৩
স্পেলবাইন্ডার বলেছেন: বললাম, আপনার বাবার কাছ থেকে মুক্তিযুদ্ধকালীন অভিজ্ঞতা জেনে নিয়ে ব্লগে শেয়ার করুন।
এভাবে প্রত্যেক ব্লগার অন্তত একজন মানুষের মুক্তিযুদ্ধের অভিজ্ঞতা লিখুক।
২০| ২৬ শে জুন, ২০১০ রাত ১:৫৮
তৌফিকুর বলেছেন: কেউ+++ দিয়েছেন আবার কেউ ভাল ব্লেছেন।আর আমি বলব যারা আজকে দেশকে পরিচালনা করছেন তাদের বিবেককে প্রস্ন করতে কিন্তু কাজ হবেনা কোন তাদের বিবেকই নাই।সর্বপরি বলব যে আমি কি দিয়েছি আমার দেশকে এই প্রস্ন মাথায় রাখা উচিত
২৬ শে জুন, ২০১০ বিকাল ৪:০৬
স্পেলবাইন্ডার বলেছেন: একমত। অনেক ধন্যবাদ।
২১| ২৬ শে জুন, ২০১০ রাত ২:৫০
নাহোল বলেছেন: আমার বাপে যুদ্ধ ( সম্ভবত এত সাহসী ছিল না) করে নাই কিন্তু আমার দাদার বাড়িতে মুক্তিযোদ্ধারা লুকায় থাকত এবং আমার বাপ গ্রামের মানুষদের কাছ থিকা চাদা তুলে মুক্তিযোদ্ধাদের খাবারের ব্যবস্থা করত..
এখন আমার বাপে যুদ্ধ করে নাই দেইখা..আমি যুদ্ধাপরাধীর জন্য বিচার চেয়ে পোস্ট দিতে পারব না???
২৬ শে জুন, ২০১০ বিকাল ৪:১৯
স্পেলবাইন্ডার বলেছেন: ঐ লাইনটা পরে কোথায় বলা হয়েছে, যাদের বাবা মুক্তিযুদ্ধে অংশ নেননি তারা যুদ্ধাপরাধীদের বিচার চাইতে পারবে না?
যুদ্ধাপরাধীদের বিচার সবাই চায়। তাই বলে ব্লগে নোংরা ভাষা এবং গালাগালি করে সেটার পক্ষে জনমত তৈরি করা চেষ্টা নিচুঁ মানসিকতার বহিঃপ্রকাশ এবং এর উদ্দেশ্যও ভিন্ন।
২২| ২৬ শে জুন, ২০১০ রাত ২:৫৮
ইউনুস খান বলেছেন: আপনের আইডিয়াটা পছন্দ হইছে। আপনে ছাগু এইটা এখনো বিশ্বাস করিনা। সময়ের অপেক্ষায় রইলাম।
২৬ শে জুন, ২০১০ সন্ধ্যা ৭:০১
স্পেলবাইন্ডার বলেছেন: অনেক ধন্যবাদ। আপনার কাছ থেকে পজেটিভ চিন্তাই আশা করি।
২৩| ২৬ শে জুন, ২০১০ ভোর ৪:০১
ইকারুসের ডানা বলেছেন: প্রোফাইলে লেখা থাকে -
যে কোন দিন সামহোয়ার ইন থেকে বিদায় নিতে পারি।
শুভস্য শীঘ্রম !
যাও এখান থেকে , বাবা কাঠালপাতা শেষের পথে যে প্রায় !!!
২৬ শে জুন, ২০১০ ভোর ৪:০৮
স্পেলবাইন্ডার বলেছেন: নিচতলায় আগুন লেগে গেছে, না?
২৪| ২৬ শে জুন, ২০১০ ভোর ৫:২১
হাসান মাহবুব বলেছেন: ভালো কথা। খুবই ভালো কথা। তবে, ব্লগে দেখি, এক শ্রেণীর ব্লগার মুক্তিযুদ্ধ কিংবা যুদ্ধাপরাধীর বিচার নিয়ে কীবোর্ডে ঝড় তোলে। এই লাইন্টার মানে বুজিনাই। ঐ শ্রেণীর প্রতি খুব ক্ষোভ নাকি আপ্নার?
২৬ শে জুন, ২০১০ সকাল ৯:১৪
স্পেলবাইন্ডার বলেছেন: ঐ লাইনটা পরে কোথায় বলা হয়েছে, যাদের বাবা মুক্তিযুদ্ধে অংশ নেননি তারা যুদ্ধাপরাধীদের বিচার চাইতে পারবে না?
ঐ শ্রেণীর প্রতি ক্ষোভ কিভাবে বোঝা গেল?
পরিস্কার বাংলায় লেখা আছে সবকিছু।
তারপরও ঐ চিন্তাটা মাথায় আসা কি হুজুগেপনার লক্ষণ নয়?
আমার কি এই লেখাগুলো হিন্দি বা উর্দুতে ট্রান্সলেট করে দিতে হবে?
যুদ্ধাপরাধীদের বিচার সবাই চায়। তাই বলে ব্লগে নোংরা ভাষা এবং গালাগালি করে সেটার পক্ষে জনমত তৈরি করা চেষ্টা নিচুঁ মানসিকতার বহিঃপ্রকাশ এবং এর উদ্দেশ্যও ভিন্ন।
২৫| ২৬ শে জুন, ২০১০ ভোর ৫:২৮
অনন্ত দিগন্ত বলেছেন: ব্লগে দেখি, এক শ্রেণীর ব্লগার মুক্তিযুদ্ধ কিংবা যুদ্ধাপরাধীর বিচার নিয়ে কীবোর্ডে ঝড় তোলে।
তারা কি কিছু না জেনেই এই কাজ করে বলে মনে হয় ? কিসের ভিত্তিতে এই ধারনার জন্ম হয়েছে ?
২৬ শে জুন, ২০১০ সন্ধ্যা ৭:১৫
স্পেলবাইন্ডার বলেছেন: হামা-কে দেয়া জবাবটি লক্ষ্য করুন।
২৬| ২৬ শে জুন, ২০১০ ভোর ৫:৩৮
আট আনা বলেছেন: আমি খুব কম ব্লগারকেই ইনডিভিজুয়্যালি ফলো করি, অনেক সময় পোস্ট পড়ার পরে ব্লগারের নামটাও দেখা হয়না। আপনার আগের অতীত ইতিহাস জানিনা তবে অনেকের কমেন্ট দেখে বুঝলাম সেটা হয়ত তেমন সুখকর নয়।
যাহোক, আপনার পিতা মুক্তিযোদ্ধা এটা জেনে অনেক ভাল লাগলো। আমার আব্বা বা চাচা বা মামা এরকম কেউই মুক্তিযোদ্ধা ছিলনা। দুঃখিত আপনার আর্কাইভে কোন কিছউ যোগ করতে পারলাম না।
আপনার উদ্যোগ খুব ভাল সন্দেহ নাই। তবে কয়েক জায়গায় ভাষার ব্যবহারে খটকা লাগে আপনার আসল উদ্দেশ্য নিয়ে।
"ব্লগে দেখি, এক শ্রেণীর ব্লগার মুক্তিযুদ্ধ কিংবা যুদ্ধাপরাধীর বিচার নিয়ে কীবোর্ডে ঝড় তোলে।" --- এটা দিয়ে কি বুঝালেন? আমার বাপ-চাচা কেউ যুদ্ধে যায়নাই, এইজন্য আমি যুদ্ধাপরাধীর বিচার চাইতে পারবো না!!!!
মাইনাস দিলাম।
২৬ শে জুন, ২০১০ রাত ১১:০৪
স্পেলবাইন্ডার বলেছেন: ধন্যবাদ।
২৭| ২৬ শে জুন, ২০১০ ভোর ৫:৪১
আট আনা বলেছেন: তখন রাজাকারদের সন্তানরা কি সামহোয়ার ইনে ব্লগিং করার সাহস পাবে?
=================
আর রাজাকারের সন্তান হলেই বা সমস্যা কি? কারো পিতা-মাতার অপরাধে সন্তানকে অপরাধী করছেন? আপনার যুক্তিতে মুগ্ধ।
২৮ শে জুন, ২০১০ রাত ১০:৫১
স্পেলবাইন্ডার বলেছেন: আর রাজাকারের সন্তান হলেই বা সমস্যা কি? কারো পিতা-মাতার অপরাধে সন্তানকে অপরাধী করছেন?
আপনি কি ব্লগে নতুন নাকি চোখ বন্ধ করে ব্লগিং করেন?
২৮| ২৬ শে জুন, ২০১০ ভোর ৫:৪৩
'লেনিন' বলেছেন: হঠাৎ করেই কীবোর্ড যুদ্ধের ব্যাপারটি তুলে আনা কেনো?
আমার বাবা মুক্তিযুদ্ধে যাননি। কিন্তু একমাত্র চাচা সশস্ত্র মুক্তিযোদ্ধা ছিলেন।
২৯| ২৬ শে জুন, ২০১০ সকাল ৭:১৯
আসকওয়ানমি বলেছেন: "ব্লগে দেখি, এক শ্রেণীর ব্লগার মুক্তিযুদ্ধ কিংবা যুদ্ধাপরাধীর বিচার নিয়ে কীবোর্ডে ঝড় তোলে।................কেমন জানি হয়ে গেল না ??
৩০| ২৬ শে জুন, ২০১০ সকাল ৭:৫৭
রাজসোহান বলেছেন: আপনার পোস্টে যথেস্ট আপত্তি আছে , আর আমার বাবা ওই সময় মুক্তি যুদ্ধে অংশ নেন নি , কারণ তার বয়স ছিলো ২ আর আমার দাদাও নেন নি কারণ তার আগেই মারা গিয়েছিলেন । আর আমার মায়েরা ভারত চলে গিয়েছিলো ।
৩১| ২৬ শে জুন, ২০১০ সকাল ৯:০৫
জুল ভার্ন বলেছেন: প্রিয় স্পেলবাইন্ডার, আপনার পোস্টের মর্মার্থের সাথে সহমত পোষন করছি। আমাদের দুর্ভাগ্য, আমরা আমাদের পরিবারের, নিকট আত্মীয় স্বজন যারা মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন-তাদের নিকট থেকে মুক্তি যুদ্ধ সম্পর্কে জানতে আগ্রহী নই। বরং আমরা পড়তে ভালবাসি সেই সব মুক্তিযুদ্ধের বই-যারা প্রত্যক্ষ কিম্বা পরোক্ষ ভাবেও মুক্তিযুদ্ধে অংশ না নিয়ে অনেকেই পাকবাহিনীর সাথে গোপনে সহায়তা করেছে কিম্বা পরওক্ষ ভাবে মুক্তি যুদ্ধের বিরোধীতা করেছে।
"ব্লগে দেখি, এক শ্রেণীর ব্লগার মুক্তিযুদ্ধ কিংবা যুদ্ধাপরাধীর বিচার নিয়ে কীবোর্ডে ঝড় তোলে"-আপনার পোস্টের এই লাইনটা সম্পর্কে আমার কিছু বলার আছে। আমার ধারনা-এটাই গণসচেতনতার অংশ। আমরা যারা মুক্তিযুদ্ধে সরাসরি দেখেছি এবং যারা দেখিনি-তাদের সকলের মধ্যেই যুদ্ধাপরাধীদের বিচার চাওয়াতেই প্রমানিত হয়-আমরা বেশীর ভাগ মানুষই "প্রকৃত যুদ্ধাপরাধীদের" বিচারের পক্ষে। সেই বিচার হতে হবে-সকল প্রকার রাজনৈতিক স্বার্থ, প্রতিহিংসার উর্ধে থেকে।
+
২৬ শে জুন, ২০১০ সকাল ৯:২০
স্পেলবাইন্ডার বলেছেন: প্রিয় জুলভার্ন। আপনি লেখার ঐ লাইনটি সহ শেষাংশ আবার পড়ুন।
আমি কোথাও বলেছি, যাদের বাবা মুক্তিযুদ্ধে অংশ নেন নাই তারা যুদ্ধাপরাধীদের বিচার চাইতে পারবে না?
ঐ লাইনটি যে বিশেষ শ্রেণীকে উদ্দেশ্য করে লিখেছি তারাই ভিন্ন অর্থ বের করে নিচ্ছে এবং অন্যেরা সেটাতে প্রভাবিত হয়েছে।
Click This Link
এরপরও আপনার যদি মনে হয় ঐ লাইনটি অপ্রাসঙ্গিক বা লেখার মূল উদ্দেশ্য নষ্ট করেছে তাহলে অবশ্যই মুছে দিব।
৩২| ২৬ শে জুন, ২০১০ সকাল ৯:২০
শয়তান বলেছেন: উদ্দেশ্যমুলক পোস্ট :-<
৩৩| ২৬ শে জুন, ২০১০ সকাল ১০:০০
সাজিদ বলেছেন: রাগিব ভাই উইকিতে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে একটা কাজ করছেন মনে হয়। সেখানে সবাই অংশগ্রহন করতে পারে। তবে এখানে এখনও কোন পোস্ট দেখি নাই। উনাকে অনুরোধ করেছিলেম এখানেও এ নিয়ে লিখার জন্য। অন্য একজন ব্লগার সম্ভবত লিখবেন এ নিয়ে। যাই হোক। সঠিক ইতিহাস লিপিবদ্ধ থাকা উচিৎ। ত্রিশনকু আংকেল যেভাবে লিখেছেন সেভাবে অনেকেই লিখতে পারে। বায়াসড আনবায়াসড মিলে একটা ভাল ডাটাবেজ হতে পারে সেটা।
৩৪| ২৬ শে জুন, ২০১০ সকাল ১০:১০
জর্জিস বলেছেন: আপনি আমার অনেক পোষ্টে কমেন্ট করেছেন.......আপনে ছাগু এইটা বিশ্বাস করিনা। দেখা যাক....
তবে পোষ্টের থিমের সাথে একমত
৩৫| ২৬ শে জুন, ২০১০ সকাল ১১:১৫
ধীবর বলেছেন: মুক্তিযুদ্ধ নিয়ে ব্লগে কিছু ঝড় তোলাদের নিয়ে লেখক যে সন্দেহ পোষন করেছেন, তা একেবারে অমুলক নয়। এর বিপরীতে "ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাই না" গোছের মন্তব্য করে বেশ কয়েকজন তাদের স্বরুপ দেখিয়েছেন। এরা মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে সুবিধাভোগকারি বৈত নয়। বিশেষ করে আওয়ামি লিগ এবং ভারতের প্রতি দাসসুলভ দুর্বলতা, এদেরকে মুক্তিযুদ্ধের মত একটি গৌরবজনক ইতিহাস নিয়ে লেখার যৌক্তিকতাকে ম্লান করে দেয়।
শ্রদ্ধেয় জুলভার্ন ভাই যেমন বললেন যে, আমরা কেন জানি না, নিকট আত্মীয়স্বজনের কাছ থেকে মুক্তিযুদ্ধের ইতিহাস শোনার চেয়ে অন্যের লেখা বই পড়ার উপরেই বেশি আস্থা রাখছি। এমন অদ্ভুত মানসিকতার কারণেই মুক্তিযুদ্ধের ধারে কাছে না থেকেও অনেকে মুক্তিযুদ্ধের তিসমার খাঁ হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করেছেন। তাতে মুক্তিযুদ্ধের ইতিহাসকেই বরং কলংকিত করা হয়েছে। একারনেই দেখি যে, ছাত্র যুবক কৃষক শ্রমিক আর মেহেনতি মানুষের অদম্য ইচ্ছাশক্তি আর প্রতিরোধের বদলে, কোন কোন লেখক আমি এই করেছি সেই করেছি বলে ব্যাক্তিগত কৃতিত্বকে প্রধান্য দিয়েই মুক্তিযুদ্ধের ইতিহাস রচনা করেছেন। কেউ বা পীর সাহেবের বগলতলে মুক্তিযুদ্ধের নয়মাস লুকিয়ে থেকে অনেক বছর পরে মুক্তিযুদ্ধ নিয়ে গল্প উপন্যাস রচনা করে বেশ নাম ডাক আর টুপাইস কামিয়ে ফেলেছেন।
মুক্তিযুদ্ধ যেমন আমাদের আবেগের, শ্রদ্ধার ভালোবাসার, তেমনি বাস্তবতার নামও। শুধু সুম্মুখ সমরে বন্দুক হাতে যুদ্ধের মধ্যেই আমাদের স্বাধীনতা সংগ্রামকে আবদ্ধ করে খন্ডিত ইতিহাসই কেবল উপস্থাপন করা হবে। তাই লেখকের এই আহবানকে অন্তত যুক্তির বিচারে তুড়ি মেরে উড়িয়ে দেয়া যায় না।
৩৬| ২৬ শে জুন, ২০১০ সকাল ১১:৩৯
খালেদ মো: সাইফুল ইসলাম বলেছেন: প্লাস +++
৩৭| ২৬ শে জুন, ২০১০ দুপুর ১২:৩৪
রিপন উদ্দিন বলেছেন: সরাসরি প্রিয়তে।
৩৮| ২৬ শে জুন, ২০১০ দুপুর ১২:৩৪
স্পেলবাইন্ডার বলেছেন: প্রিয় ব্লগারদের পরামর্শে একটি লাইন যোগ করে এডিট করলাম।
৩৯| ২৬ শে জুন, ২০১০ দুপুর ১:৩৩
হতাশার স্বপ্ন বলেছেন: সেইরাম একখান পোষ্ট +++
৪০| ২৬ শে জুন, ২০১০ দুপুর ২:২১
জুল ভার্ন বলেছেন:
প্রিয় স্পেলবাইন্ডার, আপনি অবশ্যই কোথাও বলেননি-যাদের বাবা মুক্তিযুদ্ধে অংশ নেন নাই তারা যুদ্ধাপরাধীদের বিচার চাইতে পারবে না?
আমিও কিন্তু তেমন কথা বলিনি কিম্বা আমি আপনার ঐ লাইনটির সাথে কোনোই দ্বিমত পোষন করিনি। আমি শুধু আপনার ঐ লাইনটির সাথে ("ব্লগে দেখি, এক শ্রেণীর ব্লগার মুক্তিযুদ্ধ কিংবা যুদ্ধাপরাধীর বিচার নিয়ে কীবোর্ডে ঝড় তোলে")- আমার নিজস্ব মতামত সংযুক্ত করতে চেয়েছি। আশা করি এবার আপনি আমার বক্তব্য বুঝতে পেরেছেন।
৪১| ২৬ শে জুন, ২০১০ দুপুর ২:৪৮
তায়েফ আহমাদ বলেছেন: আগুন ধরিয়ে দিলেন বলে!
৪২| ২৬ শে জুন, ২০১০ রাত ৯:২৮
গরম কফি বলেছেন: আচ্ছা এটা চোখ এড়িয়ে গিয়েছিলো । প্রথম পাতায় স্বতন্ত্র পোস্ট দিয়ে আবার দেখার সুযোগ করে দেয়ায় ধন্যবাদ ।
("ব্লগে দেখি, এক শ্রেণীর ব্লগার মুক্তিযুদ্ধ কিংবা যুদ্ধাপরাধীর বিচার নিয়ে কীবোর্ডে ঝড় তোলে")-
শুধু মাত্র এই লাইন টা আপনার ব্লগীয় ক্যারিয়ারে ছিল লাগানোর জন্য যথেষ্ট ।
সময় বলে দেবে আপনি কি রকম । আপনি নজরে থাকলেন !
৪৩| ২৮ শে জুন, ২০১০ দুপুর ১২:০৩
দ্রীঘাংচু বলেছেন: আমার বাপে মুক্তি আছিলো না। অহন কন্দেহি আমার্কি রাজাকার্গো/ রাজাকারি চেত্নাধারীগো গাইল্পারা জায়েজ না নাজায়েজ?
©somewhere in net ltd.
১|
২৬ শে জুন, ২০১০ রাত ১:১২
আবদুল্লাহ আল মনসুর বলেছেন: +++