| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্পেলবাইন্ডার
সে আমারে ঠারে ঠারে ইশারায় কয়, এই চান্দের রাইতে তোমার হইছে গো সময়... ঘর ছাড়িয়া বাইর হও, ধর আমার হাত- তোমার জন্য আনছি গো আইজ চান্দেরও দাওয়াত...
২০০২-২০০৩ সালের কথা। আমার এক বন্ধুর (যিনি বর্তমানে জিপির কামলা) শখ ছিল দুইটা- এক. নিত্যনতুন মেয়ে পটানো
, দুই. অদ্ভুত আকৃতির মোবাইল সেট সংগ্রহ করা। প্রথম শখটার কথা বাদ দিই। ঐটা কারো কারো কাছে একটা শিল্প যেটা আমার মত অনেকে সারাজীবনে পারে না।
তবে ঐ বন্ধুর দ্বিতীয় শখটার বদৌলতে সেই সময় অনেক অপ্রচলিত মোবাইল সেট ব্যবহারের সুযোগ হয়েছে সেই সময়। সে কোন সেট এক সপ্তাহের বেশি পকেটে রাখতে পারত না। ফলে প্রায়ই আমাদের যাদের কাছে সেই সময় মোবাইল ছিল তাদের সাথে সেট অদল-বদল করত। এইভাবে কয়েকবার তার সাথে সেট বদল করে কিছু অদ্ভুত আকৃতির সেট ব্যবহার করেছি। যে তিনটা সেটের কথা মনে আছে সেগুলোর কথাই এখন বলব।
Motorola V70
![]()
এই সেটটার বিশেষত্ব ছিল এটার ডিসপ্লে অংশটি ঘড়ির কাটার মত ডান বা বায়ে ঘুরিয়ে সেটের ডায়ালপ্যাড ওপেন করতে হত। আরেকটা বৈশিষ্ট্য ছিল এর রির্ভাস ডিসপ্লে অর্থাৎ কালো ব্যাকগ্রাউন্ডে সাদা টেক্সট। অনেকটা আগের আমলের ক্যালকুলেটরের মত! ঐরকম কোন সেট এরপর দেখছি বলে মনে পড়ে না।
Panasonic GD55
![]()
![]()
ছবি দেখেই বুঝতে পারছেন সেটটার আকার কত ছোট! হাতের তালুতে এটে যেত সহজেই। এই সেটটা পকেটে রাখলে টের পাওয়া যেত না। তবে আকারে ছোট হলেও রিংটোনের জোর ছিল মাশাল্লাহ! এই সেটে একটা জনপ্রিয় হিন্দি গানের রিংটোন ছিল যেটা এখন মনে করতে পারছি না।
Ericsson R380
![]()
আমার ব্যবহার করা প্রথম টাচস্ত্রিন সেট। এই টাইপের সেট গুলোকে পিডিএ (পার্সোনাল ডিজিটাল অ্যাসিস্টেন্ট) বলা হয়। এই সেটটা পকেটে নিয়ে ঘুরতে প্রথমদিকে খুব ভাল লাগত। মনে হত পকেটে কম্পিউটার নিয়ে ঘুরছি। এটাতে স্টাইলাস দিয়ে মেসেজ লিখতে, মেমো লিখতে মজা লাগত। কয়েকদিন পরে অবশ্য শখ মিটে যায়। তখন এটাকে মনে হত একটা গাব্দা ওয়ারলেস সেটের মত। কারণ একে তো ওজন অনেক তার উপর একঘেয়ে মনোক্রোম ডিসপ্লে, মনোফোনিক রিংটোন। তবে উইকিপিডিয়ায় দেখলাম এই সেটটিকে প্রথম ‘স্মার্টফোন’ হিসেবে বিবেচনা করা হয়। আগে জানলে তো হাতছাড়া করতাম না। ৫০ বছর পর আমার নাতি ৫০ লাখ ডলারে অ্যান্টিক জিনিস হিসেবে বিক্রি করতে পারত।
পরে অবশ্য অনেককে এই সেটের উন্নত ভার্সন Sony Ericsson P900 ব্যবহার করতে দেখছিলাম।
আমার ঐ বন্ধুটি অবশ্য আনকমন সেট সংগ্রহ করতে গিয়ে ধরাও খেয়েছে কয়েকবার। একবার গুলিস্তানের স্টেডিয়াম মার্কেট থেকে এলজির একটা সেকেন্ডহ্যান্ড সেট নিয়ে বাসে ওঠার পর দেখে সেটি আর অন হয় না। পরে আমরা কয়েকজন মিলে গিয়ে ঐ বাটপার বিক্রেতার কাছ থেকে বহু কষ্টে আরেকটা সেট বদলে নিয়ে আসি।
২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৭
স্পেলবাইন্ডার বলেছেন: আপনি সম্ভবত পোস্টটা ঠিকমত পড়েন নাই। সেট ব্যবহার করা মানেই কেনা নয়। তাছাড়া ৫-৬ হাজার টাকায় সেকেন্ড হ্যান্ড হিসেবে এগুলো হাত বদল হত। অবশ্য ঐ সময় প্রতিমাসে টিউশনি করে ৮-১০ হাজার টাকা কামাইতাম। ![]()
ধন্যবাদ।
আমার বাপ বড়লোক না তবে বড় মনের মানুষ।
২|
২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৫
কামরুল ইসলাম (সুমন) বলেছেন: বোকামন বলেছেন: আপনাকে খুবই বড়লোকের পুত্র মনে হইতাছে
২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৫
স্পেলবাইন্ডার বলেছেন: লেখক বলেছেন: আপনি সম্ভবত পোস্টটা ঠিকমত পড়েন নাই। সেট ব্যবহার করা মানেই কেনা নয়। তাছাড়া ৫-৬ হাজার টাকায় সেকেন্ড হ্যান্ড হিসেবে এগুলো হাত বদল হত। অবশ্য ঐ সময় প্রতিমাসে টিউশনি করে ৮-১০ হাজার টাকা কামাইতাম। ![]()
ধন্যবাদ।
আমার বাপ বড়লোক না তবে বড় মনের মানুষ।
৩|
২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪০
রূম্মান বলেছেন: আমার আছে সিমেন্স A 52
Click This Link
২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৭
স্পেলবাইন্ডার বলেছেন: আমার প্রথম সেট সিমেন্স সি২৮
৪|
২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৯
দরবেশবাবা বলেছেন: এখন আর এগুলো রেখে কি করবেন। তারচেয়ে বরং জাদুঘরে পাঠিয়ে দেন। নাতিপুতিরা জাদুঘরে গিয়ে প্রথম প্রজন্মের মোবাইল কেমন ছিল তা দেখে আসবে।
৩০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১২
স্পেলবাইন্ডার বলেছেন: ভাই, ১০ বছর আগের সেট কি থাকে?
৫|
২৯ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩০
নক্শী কাঁথার মাঠ বলেছেন: আমি একটা ব্র্যান্ড নিউ নোকিয়া ৩৩১০ সেট খুঁজতেছি শুধুমাত্র কালেকশনে রাখার জন্য... আর কোনদিন পাওয়া যাবে বলে মনে হয়না... পুরানো ইউজ করা সেট অবশ্য পাওয়া যায়, কিন্তু ওগুলো কালেকশনে রেখে কোন মজা নেই।
৩০ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩
স্পেলবাইন্ডার বলেছেন: খুঁজে পেলে আপনার পোস্টে জানিয়ে দিব। ![]()
৬|
২৯ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫২
ধানের চাষী বলেছেন: panasonic এর পিচ্চি সেটটার কথা মনে আছে, পেপারে মনে হয় advertise দিতো একসময়, বাকিগুলা চিনি না, siemens A-70 ছিল আমার প্রথম, এখন symphony ব্যবহার করি
৩০ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫০
স্পেলবাইন্ডার বলেছেন: খুব ভাল। ধন্যবাদ এবং শুভেচ্ছা!
©somewhere in net ltd.
১|
২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৭
বোকামন বলেছেন: আপনাকে খুবই বড়লোকের পুত্র মনে হইতাছে