| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
The woods are lovely, dark and deep, But I have promises to keep, And miles to go before I sleep, And miles to go before I sleep.---Robert Frost
যেকোন শুভকাজ করার আগেই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আজ জীবনের খুব গুরুত্বপূর্ণ অধ্যায়ে দাঁড়িয়ে সিদ্ধান্ত নিলাম, শুভ কাজ যখন করবোই, তখন আর দেরী কেন?
বিষয়টা তাহলে খুলেই বলি:
ধানমণ্ডিতে অভিজাত এলাকায় একটি ফার্মেসী/ওষুধের দোকান দেবার নিয়্যত করেছি। দোকানের একটা ফাটাফাটি পজেশন নেয়া আছে। দোকানটি প্রতিদিন ২৪ ঘন্টা ডে-নাইট চালু রাখতে চাচ্ছি। বাড়িওয়ালাকে এডভান্স দিতে হবেনা কোন। মাসিক ভাড়া ১৫ হাজার টাকা। এখন যেসকল বিষয়গুলোতে একটু দ্বিধায় আছি এবং আপনাদের সুচিন্তিত মতামত প্রার্থনা করছি:
১. ওষুধের দোকন/ড্রাগ স্টোর দেবার জন্য বাংলাদেশ সরকারের কোন কোন নিয়ম অনুসরণ করতে হবে? অর্থাৎ কি কি কাগজপত্র প্রস্তুত করতে হবে?
২. আনুমানিক কত মূলধন নিয়ে নামলে ভাল হয়?
৩. ভবিষ্যতে এই ধরনের ব্যবসায় কি ধরনের সমস্যার সম্মুখীন হতে পারি?
৪. দোকানের জন্য একটা ফাটাফাটি নাম কি আপনারা আমাকে দিতে পারেন?
ফার্মেসীটা চালু হয়ে গেলে আপনারা সবাই অবশ্যই আমার এখান থেকেই ওষুধ নিবেন আশা করছি।
আর সামু'র রেফারেন্স দিলে তো নিশ্চিত ডিসকাউন্ট।
সবার সু-স্বাস্থ্য কামনা করছি।
১০ ই এপ্রিল, ২০১১ সকাল ৯:১৯
পয়গম্বর বলেছেন:
ভাই, আপ্নে একটা চালু নাম দিয়া দেন। ওইডাই রাখুম, কচম কইতাচি।
২|
১০ ই এপ্রিল, ২০১১ সকাল ৯:২৮
মিঠাপুর বলেছেন: সুইটডেল ফার্মেসি........
শুভকামনা।
আইলে ফ্রিতে একটা সিভিট খাইতে দিবেন?
১০ ই এপ্রিল, ২০১১ সকাল ১০:৩১
পয়গম্বর বলেছেন: ভাবীর লাইগাও একটা দিয়া দিমু ।
৩|
১০ ই এপ্রিল, ২০১১ সকাল ৯:২৯
রাইসুল জুহালা বলেছেন: আপনি একটা শুভ কাজ শুরু করতে যাচ্ছেন, আমি কোন নেগেটিভ কথা বলে ভয় দেখাতে চাই না। বরং আন্তরিক শুভকামনা রইল। কিন্তু আপনার প্রথম তিনটা প্রশ্ন পড়ে মনে হল যে ফার্মেসীর ব্যবসাটা সম্বন্ধে আপনার তেমন কোন ধারনা নাই। যেকোন ব্যবসা করতে হলে সবার আগে এই ব্যবসাটা খুব কাছ থেকে বেশ কিছুদিন (অন্তত বছর খানেক) দেখা খুব জরুরী। শুধু লোকেশন ভাল বা ওই এলাকায় অন্য কোন ফার্মেসীর ব্যবসা নাই, এসব ফ্যাক্টরই আপনার ব্যবসা সফল করার জন্য যথেষ্ট নয়। তাই সাবধান। আর আপনি যদি মনে করেন যে খুব অভিজ্ঞ দুচারজন কর্মচারী রাখবেন, তাহলে আরও বড় ধরা খাবেন। ব্যবসাটা আপনাকেই জানতে হবে, কর্মচারী জানলে হবে না। যেকোন ডাক্তারের প্রেসক্রিপশনের জঘন্য হাতের লেখা পড়ে মোটামুটি ওষুধের নাম উদ্ধার করতে পারবেন তো? যদি না পারেন, এখনই এই ব্যবসা শুরু না করাই ভাল। ভুলভাল ওষুধ দিলে বা কাস্টমারের সামনে ঠিকমত প্রেসক্রিপশন না পড়তে পারলে সর্বনাশ হবে। যেচে পরে অনেকগুলি উপদেশ দিলাম, আশা করি মনে কিছু নিবেন না। আপনার প্রশ্নগুলি পড়ে মনে হল, কথাগুলি আপনাকে বলা উচিত। বাই দ্য ওয়ে, আমি নিজে কখনও সরাসরি এই ব্যবসা করি নাই। কিন্তু আমার বাবার ছিল বছর বিশেক আগে, মাঝে মাঝে যেতাম। তাই কিছু বেসিক নলেজ আছে আর কি। বাবা ড্রাগ লাইসেন্স কিভাবে পেয়েছিলেন, জানি না কারন সেটা আমার জন্মেরও আগে।
আবারও শুভকামনা।
১০ ই এপ্রিল, ২০১১ সকাল ১০:৩২
পয়গম্বর বলেছেন: রাইসুল ভাই, অনেক ধন্যবাদ আপনার মতামতের জন্য। আপনার সাথে খুব শীঘ্রই যোগাযোগ করতে ইচ্ছুক আমি।
৪|
১০ ই এপ্রিল, ২০১১ সকাল ৯:৩২
আরিফইসলাম বলেছেন: শুভ কামনা রইল জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের প্রতি। মতামত দিতে পারলাম না, তবে নাম দিলাম "সামু ফার্মেসী"
১০ ই এপ্রিল, ২০১১ সকাল ১০:৩৩
পয়গম্বর বলেছেন: নামটা জব্বর হইছে।
৫|
১০ ই এপ্রিল, ২০১১ সকাল ৯:৩৫
মোজাম্মেল মাহমুদ বলেছেন: দোয়া রইলো,
মতামত: ১ও ৪, কাগজপত্র বলতে দোকানের নাম "বিসমিল্লাহ ফার্মেসী" রেখে এ নামে একটা লাইসেন্স করতে পারেন । আর তেমন একটা কাগজ পত্রের দরকার হয় না । শুধুমাত্র নিষিদ্ধ ওষুধ রাখা থেকে বিরত থাকবেন । অবশ্যই এর পূর্বে দোকানের মালিকের সাথে চুক্তিনামা করতে ভুলবেন না ।
মতামত ২, মূলধন ৬ থেকে ৭ লাখ দিয়ে শুরু করতে পারেন ।
মতামত ৩, ভবিষ্যতে এই ধরনের ব্যবসায় সমস্যা নয় বরং সাফল্য বয়ে আনবে, অবশ্যই এটা নির্ভর করবে আপনার পরিচালনার উপর ।
আর দোকানে কর্মীর প্রয়োজন হলে আমাকে contack করতে পারেন ।
১০ ই এপ্রিল, ২০১১ সকাল ১০:৩৫
পয়গম্বর বলেছেন: কর্মচারীর জন্য অবশ্যই যোগাযোগ করবো। কিন্তু ড্রাগ লাইসেন্স যেটা করতে হবে, সে সম্পর্কে একটা সুনির্দিষ্ট গাইড লাইন দিতে পারলে উপকৃত হতাম।
৬|
১০ ই এপ্রিল, ২০১১ সকাল ৯:৩৮
মান্ুষ মরণশীল বলেছেন: সহমত @ রাইসুল জুহালা ,
নাম= মেডিসিন+ লাইফ= "মেডিলাইফ" রাখতে পারেন।
"মেডিলাইফ" নাম হলে জানাইয়েন
[email protected]
১০ ই এপ্রিল, ২০১১ সকাল ১০:৩৬
পয়গম্বর বলেছেন: নামটা পছন্দ হয়েছে। ধন্যবাদ আপনাকে।
৭|
১০ ই এপ্রিল, ২০১১ সকাল ৯:৩৯
চলমান কলম বলেছেন: আর সামু'র রেফারেন্স দিলে তো নিশ্চিত ডিসকাউন্ট।
মোজাম্মেল মাহমুদ বলেছেন আর দোকানে কর্মীর প্রয়োজন হলে আমাকে contack করতে পারেন ।
১০ ই এপ্রিল, ২০১১ সকাল ১০:৩৬
পয়গম্বর বলেছেন:
৮|
১০ ই এপ্রিল, ২০১১ সকাল ৯:৫০
কাঙাল বলেছেন: পয়গম্বর যাহা করিবে তাহাই শুভ
১০ ই এপ্রিল, ২০১১ সকাল ১০:৩৭
পয়গম্বর বলেছেন: আপনাদের সহযোগীতা নিয়েই কোন ভাল উদ্যোগ নিতে চাই।
৯|
১০ ই এপ্রিল, ২০১১ সকাল ১০:০২
মেনন আহমেদ বলেছেন: (১) প্রথমে আপনাকে ড্রাগ লাইসেন্স করাতে হবে আর সেটা একটা জটিল প্রক্রিয়া (অনেক ঝামেলা)।
(২) সর্বনিম্ন ৪/৫ সর্বচ্চো ১০/১২লক্ষ।
(৩) যদি আপনি অবৈধ কিছুতে না জড়িয়ে যান তো ভবিষ্যতে কোন প্রকার সমস্যার সম্মুখীন হতে হবেনা আপনাকে(নিয়মিত লাইসেন্স নবায়ন করবেন)।
(৪) নাম দিতে পারেন নিজের পছন্দের কোন নাম তাতে বেশী প্রশান্তি পাবেন। (৭১ মেডিকেল অথবা রুপ মেডিকেল যদি পছন্দ হয়)
চালু করলে জানাবেন ০১৭১১২৫১৫১০ ঔষধ কিনতে যাবো।
১০ ই এপ্রিল, ২০১১ সকাল ১০:৪০
পয়গম্বর বলেছেন: অনেক উপকার করলেন ভাই। আমি আপনার নম্বরটি নোট করে রাখলাম (ধরে নিচ্ছি আপনি RAB এর নম্বর দিয়ে আমাকে ডলা দিতে চাচ্ছেন না।)
১০|
১০ ই এপ্রিল, ২০১১ সকাল ১০:০৯
এস এইচ খান বলেছেন: শুভ কামনা রইল। চালু করুন, একদিন দেখতে যাব।
১০ ই এপ্রিল, ২০১১ সকাল ১০:৪২
পয়গম্বর বলেছেন: চা এর দাওয়াত রইলো অগ্রিম।
১১|
১০ ই এপ্রিল, ২০১১ সকাল ১০:২১
কানন শাহ বলেছেন: বালা খবর দেহি
আসুমনে
১০ ই এপ্রিল, ২০১১ সকাল ১০:৪৩
পয়গম্বর বলেছেন: আসতেই হপে।
১২|
১০ ই এপ্রিল, ২০১১ সকাল ১০:৩৮
এ কে এম ওয়াছিয়ুন হালিম বলেছেন:
ফার্মেসির নাম দিতে পারেন 'পয়গম্বর মেডিকো' অথবা 'নিরাময় মেডিকো'
আর পূর্ব অভিজ্ঞতা ছাড়া মেডিসিন ব্যবসা করা ঝুঁকিপূর্ণ।
অভিজ্ঞতা বলতে ঔষধের সাথে কাজ করা প্লাস প্যারামেডিক কোর্স করা থাকলে আপ্নেরে ঠেকায় কে!!! প্যারামেডিক কোর্সটা খুব কাজের।
শুভ কামনা রইল।
১০ ই এপ্রিল, ২০১১ সকাল ১০:৪৩
পয়গম্বর বলেছেন: খুব সুন্দর একটা মতামত দিয়েছেন। ধন্যবাদ আপনাকে।
১৩|
১০ ই এপ্রিল, ২০১১ সকাল ১১:১৭
ওরাকল বলেছেন: আপনার একটা ড্রাগ-লাইসেন্স লাগবে। আর নিয়ম অনুযায়ী নূন্যতম একজন ফার্মাসিস্ট । ইচ্ছে করলে আপনি নিজেও ঐ কোর্সটি করে ফেলতে পারেন। আর সবচেয়ে ভাল হয় নিজে ব্যাবসা শুরুর আগে অন্য কোন ঔষধের দেকানে ২-৪ মাস কাজ করার অভিগ্যতা নিতে পারলে।
১০ ই এপ্রিল, ২০১১ সকাল ১১:২০
পয়গম্বর বলেছেন: ড্রাগ লাইসেন্স তোলার নিয়মটা জানালে উপকৃত হতাম।
১৪|
১০ ই এপ্রিল, ২০১১ সকাল ১১:১৮
অতি সাধারণ মানুষ বলেছেন: ফার্মেসীটা চালু হয়ে গেলে আপনারা সবাই অবশ্যই আমার এখান থেকেই ওষুধ নিবেন আশা করছি
পয়গম্বর এইটা কেমন দোয়া করলো ?
দোয়া করেন যাতে ওষুধের কাম না লাগে
১০ ই এপ্রিল, ২০১১ সকাল ১১:২২
পয়গম্বর বলেছেন: 'ওষুধ' বলতে আমি 'জন্ম নিয়ন্ত্রণ বিষয়ক' ওষুধের কথা বুঝাইছি।
১৫|
১০ ই এপ্রিল, ২০১১ সকাল ১১:১৯
শায়েরী বলেছেন: Addrs ta diyen
১০ ই এপ্রিল, ২০১১ দুপুর ১:০৩
পয়গম্বর বলেছেন: অবশ্যই দিব। অবশ্যই আসবেন।
১৬|
১০ ই এপ্রিল, ২০১১ দুপুর ১:২৪
জয়িতা বলেছেন: সামু ফার্মেসী..........
১০ ই এপ্রিল, ২০১১ দুপুর ১:৩৬
পয়গম্বর বলেছেন:
১৭|
১০ ই এপ্রিল, ২০১১ দুপুর ১:৩১
আন্ধার রাত বলেছেন: লাগবে...
১. ট্রেড লাইসেন্স
২. ড্রাগ লাইসেন্স
৩. ফার্মাসিষ্ট
৪. অভিজ্ঞতা
৫. কাস্টমারের সাথে নম্র ব্যবহার
৬. ধৈর্য্য
৭. ৬/৭ লক্ষ টাকা
ট্রেড লাইসেন্স দেয় সিটি কর্পোরেশন
ড্রাগ লাইসেন্স দেয় সম্ভবত: ড্রাগ অফিস
ফার্মেসীর নাম দিতে পারেন "কিউর ফার্মেসী"
(CURE PHARMACY)
১০ ই এপ্রিল, ২০১১ দুপুর ১:৩৭
পয়গম্বর বলেছেন: জটিল। আমি আজকেই আপনের কথা মতো কাজ শুরু করতাছি। কদমবুচি করলাম আপনেরে।
১৮|
১০ ই এপ্রিল, ২০১১ দুপুর ১:৪৫
আমি সুখ পাখি বলেছেন: শুভকামনা রইলো।
১০ ই এপ্রিল, ২০১১ দুপুর ১:৫২
পয়গম্বর বলেছেন: ধন্যবাদ জনাব।
১৯|
১০ ই এপ্রিল, ২০১১ বিকাল ৩:২৪
এ কে এম ওয়াছিয়ুন হালিম বলেছেন: অতি সাধারণ মানুষ বলেছেন: ফার্মেসীটা চালু হয়ে গেলে আপনারা সবাই অবশ্যই আমার এখান থেকেই ওষুধ নিবেন আশা করছি
পয়গম্বর এইটা কেমন দোয়া করলো ? B:-)
দোয়া করেন যাতে ওষুধের কাম না লাগে /![]()
১০ ই এপ্রিল, ২০১১ সকাল ১১:২২
লেখক বলেছেন: 'ওষুধ' বলতে আমি 'জন্ম নিয়ন্ত্রণ বিষয়ক' ওষুধের কথা বুঝাইছি।
হাসতে হাসতে কাইত হাহাহা---
১০ ই এপ্রিল, ২০১১ বিকাল ৪:১৭
পয়গম্বর বলেছেন: খাড়ান,
আমিও হাইসা লইতাছি।
২০|
১০ ই এপ্রিল, ২০১১ বিকাল ৪:০১
নাযীর আহমদ বলেছেন: রাইসুল ভাইর সাথে একমত। একটা কাজ সবার আগে আপানার করলে ভাল হতো ''ফার্মেসি কোর্স'' যদি করতে পারতেন তাহলে অনেক ভাল হতো। আমার একজন পরিচিত ভাই আগে এক দোকানে বছর খানিক জব করে পাশা-পাশি ঐ কোর্স করে এখন মাশাল্লাহ অনেক বড় ব্যবাসায়ি। লাইসেন্স এর ব্যাপারটা আমি জানার চেস্টা করব। শুভ কামনা থাকলো ।
১০ ই এপ্রিল, ২০১১ বিকাল ৪:১৮
পয়গম্বর বলেছেন: ভাই, ধন্যবাদ দিয়া আপ্নেরে ছোট করতে চাইনা।
লাইসেন্স এর ব্যাপারটা জানার অপেক্ষায় রইলাম। ![]()
২১|
১০ ই এপ্রিল, ২০১১ বিকাল ৪:১৯
স্বার্থত্তা বলেছেন: শুভ কামনা।
১০ ই এপ্রিল, ২০১১ বিকাল ৪:৪১
পয়গম্বর বলেছেন: ধইন্যা পাতা।
২২|
১১ ই এপ্রিল, ২০১১ রাত ১২:৩০
সেলিম তাহের বলেছেন: যেইখানেই দোকান দাও না কেন মামু, মাসিক তোলা তুলতে আমুনে। নাইলে...খারাও,ক্ষুরে একটু ধার দিয়া নেই
১১ ই এপ্রিল, ২০১১ রাত ১২:৩৩
পয়গম্বর বলেছেন: আমিও লাদেনরে খবর দিতাছি।
©somewhere in net ltd.
১|
১০ ই এপ্রিল, ২০১১ সকাল ৯:১৭
ইলুসন বলেছেন: দোকানের নাম কন চিনা রাখি।