নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন হলো এক কাপ গরম চা আর একটি জ্বলন্ত সিগারেটের মতো। গরম চা এক সময় জুড়িয়ে যাবে, সিগারেটের তামাকও পুড়ে শেষ হয়ে যাবে।

পয়গম্বর

The woods are lovely, dark and deep, But I have promises to keep, And miles to go before I sleep, And miles to go before I sleep.---Robert Frost

পয়গম্বর › বিস্তারিত পোস্টঃ

শেষ পর্যন্ত আমাদের ছাড়াছাড়ি হতে যাচ্ছে, আমার জন্যে দোয়া করবেন

১৪ ই এপ্রিল, ২০১১ সকাল ৯:৫৭

কলেজ জীবনে আমাদের প্রথম পরিচয়। তারপর এতগুলো বছর সুখে-দুখে আমরা কাছাকাছি ছিলাম। জীবনের খুব দু:সময়ে আমি তাকে কাছে পেয়েছি। তার দেহ বল্লরীর নেশায় বুঁদ হয়ে থেকেছি দিনের পর দিন। আমার এ অধর তার শরীর স্পর্শ করার জন্য অস্থির হয়ে থেকেছে কত রাত, কত দিন। কখনও একটি মুহুর্তের জন্যও তো চিন্তা করিনি যে তাকে একদিন ছাড়তে হবে, আমি নি:সঙ্গ হয়ে যাবো। কিন্তু সবই নিয়তির লিখন, খণ্ডানোর কেউ নেই।



হ্যাঁ, শেষ পর্যন্ত আমাদের ছাড়াছাড়ি হতে যাচ্ছে। এবং সেটা আজকে থেকেই। প্রতিটি মানুষই নিজের ভালো চায় এবং ভালো চাইবার বোধ থেকেই খারাপ হতে দূরে থাকার আকাঙ্খার জন্ম। আমিও এর ব্যাতিক্রম নই। আমিও চাই, সীমাহীন শারীরিক ব্যাধি যেন আমার শরীরে বাসা না বাঁধে। যে ক’টা দিন পৃথিবীর আলো বাতাস দেখার সৌভাগ্য আছে, সে দিনগুলো যেন রোগ-শোকহীন ভাবে মানুষের মতো মাথা উঁচু করে বাঁচতে পারি।



অবশেষে তাই সিদ্ধান্ত নিলাম, আজকে থেকেই আমি ’সিগারেট’কে ছেড়ে দেব এবং নিয়্যত করেছি জীবনে যে ক’টা দিন বেঁচে আছি, আর একটাও ধরাবোনা। অবশ্য যদ্দুর মনে পড়ে, এ ধরনের পণ নিজের সাথে নিজে করেছি এ পর্যন্ত একশত বত্রিশ বার। প্রতিবারই এক-দু’মাস পরেই আবার ধরে ফেলি। সর্বোচ্চ ৩ মাস পর্যন্ত না খেয়ে থেকেছি।



কিন্তু এইবার আপনারা সবাই সাক্ষী। এইবার আমি নিজের সাথে নিজেই লড়াইয়ে নেমেছি। যত কষ্টই হোক, সকালের প্রথম চা এর সাথে প্রথম সিগারেটটি আর ধরাবোনা, দুপুরে কিংবা রাতে খাবার পরে একটা সিগারেট জ্বালানোর অপ্রতিরোধ্য ইচ্ছাটিকে গলা টিপে মেরে ফেলবো। অফিসের কলিগ কিংবা বন্ধুবান্ধবদের সাথে আড্ডায় সিগারেটের প্যাকেটের দিকেই আর তাকাবোনা। আমাকে পারতেই হবে। আমি হারতে চাইনা কোন ভাবেই।



একটা গল্প দিয়ে শেষ করছি।



সিরাজী ভাই আমাদের অফিসের একজন সিনিয়র কলিগ। একটা সময় তিনি নিয়মিত ধূমপান করতেন। কিন্তু শুধুমাত্র মনের জোড়ে দীর্ঘ প্রায় একটি বছর সিগারেট স্পর্শ করেননি। হঠাৎ একদিন সিডনী শহরের নির্জন এক রাস্তা দিয়ে যাবার সময় তিনি দেখতে পেলেন, একটি আস্ত সিগারেট রাস্তার উপরে পড়ে আছে। এ দৃশ্য দেখে খুব ব্যাথিত হলেন সিরাজী ভাই। মনে মনে ভাবলেন, ”এমনিতেই সিগারেটের দাম এত বেশি, আর মানুষ অবহেলায় রাস্তায় সিগারেট ফেলে দেয়?” তারপর নিজের কষ্টকে সংবরণ করে রাস্তায় পড়ে থাকা সিগারেটটি নষ্ট হয়ে যাবে এই ভেবে সেটি নিজেই তুলে নিলেন। কিন্তু এখন? এটির সঠিক ব্যবহারের জন্যে তো আগুন প্রয়োজন। অতএব তিনি কাছের একটি ডিপার্টমেন্টাল স্টোর থেকে বেশ দাম দিয়ে একটা জিপ্পো লাইটার কিনে ফেললেন। তারপর সেই রাস্তার অধ:পতিত সিগারেটটি ধরিয়ে সেটিকে নষ্ট হয়ে যাওয়া থেকে উদ্ধার করলেন। সেই থেকে সিরাজী ভাই আবার নিয়মিত ধূমপায়ী।



সবাই ভালো থাকবেন। বাংলা নববর্ষ ১৪১৮ এর শুভেচ্ছা।

মন্তব্য ৬৯ টি রেটিং +১০/-০

মন্তব্য (৬৯) মন্তব্য লিখুন

১| ১৪ ই এপ্রিল, ২০১১ সকাল ১০:২১

বাংলাআশিক বলেছেন: হা হা হা হা হা হা

১৪ ই এপ্রিল, ২০১১ সকাল ১১:১৮

পয়গম্বর বলেছেন: :-B :-B :-B

২| ১৪ ই এপ্রিল, ২০১১ সকাল ১০:২১

আহমেদ আরিফ বলেছেন: প্রথমে ভাবছিলাম কি আর পোস্টে হইলো কি =p~ =p~ =p~ =p~ =p~

সিগারেট ছাড়ার ইচ্চার জয় হউক :)

১৪ ই এপ্রিল, ২০১১ সকাল ১১:১৯

পয়গম্বর বলেছেন: জয় হবেই। হতেই হবে। :D

৩| ১৪ ই এপ্রিল, ২০১১ সকাল ১০:৪৮

নিহত বলেছেন: আপনাকে অন্তরের অন্তঃস্থল থেকে কামনা করি আপনি আপনার এই বিধ্বংসী প্রেয়সী থেকে মুক্তি পান। :#> :)

১৪ ই এপ্রিল, ২০১১ সকাল ১১:২২

পয়গম্বর বলেছেন: আপনার সুকামনা আমার পথের পাথেয় হোক।

৪| ১৪ ই এপ্রিল, ২০১১ সকাল ১১:১৮

মাহমূদ হাসান বলেছেন: থ্যাংক ইউ!

১৪ ই এপ্রিল, ২০১১ সকাল ১১:২২

পয়গম্বর বলেছেন: welcome

৫| ১৪ ই এপ্রিল, ২০১১ সকাল ১১:২৪

অলস শরীফ বলেছেন: ভাই আমার অবস্থা একই করুন ! একবেলা খাবার না খেয়ে থাকতে পারি কিন্তু সিগারেট না টেনে থাকতে পারি না । কতবার যে সংকল্প করলাম আর সিগারেট টানব না কিন্তু পারিনি আজও। তাই একটা কথা আছে না কুত্তার লেজ কখনো সোজা হয় না , মনে হয় আমাকে দিয়ে হবে না।

১৪ ই এপ্রিল, ২০১১ সকাল ১১:৩৮

পয়গম্বর বলেছেন: হবে ভাই। আসেন আজকে থেকে আমি, আপনি, আমরা সবাই ছেড়ে দেই আমাদের এই বিধ্বংসী প্রেয়সীকে।

৬| ১৪ ই এপ্রিল, ২০১১ সকাল ১১:২৭

তোমোদাচি বলেছেন: এবার মিলিয়ে মোট ১৩৩ বার হলো...

১৪ ই এপ্রিল, ২০১১ সকাল ১১:৪৪

পয়গম্বর বলেছেন: /:) :-* :| :||

৭| ১৪ ই এপ্রিল, ২০১১ সকাল ১১:২৭

তোমোদাচি বলেছেন: এবার মিলিয়ে মোট ১৩৩ বার হলো...

৮| ১৪ ই এপ্রিল, ২০১১ সকাল ১১:৩০

বিষন্ন পথিক বলেছেন: ছাইড়েন্না, নিজেকে একা একা মনে হয়। থাক, আপনার জন্য শুভকামনা থাকল, দ্যান ছাইড়া, আল্লা ভরসা ! :((

১৪ ই এপ্রিল, ২০১১ সকাল ১১:৫৩

পয়গম্বর বলেছেন: আল্লাহ ভরসা। তিনিই সব কিছুর মালিক। আমিন।

৯| ১৪ ই এপ্রিল, ২০১১ সকাল ১১:৪১

ছাইরাছ হেলাল বলেছেন:

সামুর নেশার দিকেও একটু চোখ রাখবেন.....................।

১৪ ই এপ্রিল, ২০১১ সকাল ১১:৫১

পয়গম্বর বলেছেন: জ্ঞানী কথা বলেছেন জনাব। /:)

১০| ১৪ ই এপ্রিল, ২০১১ সকাল ১১:৪৩

ফাইরুজ বলেছেন: আশারাখি এবার সফল হবেন।শুভ নববর্ষ

১৪ ই এপ্রিল, ২০১১ সকাল ১১:৪৮

পয়গম্বর বলেছেন: ধন্যবাদ ফাইরুজ।

১১| ১৪ ই এপ্রিল, ২০১১ সকাল ১১:৫৪

আমি ছড়াকার বলেছেন:
তোমোদাচি বলেছেন: এবার মিলিয়ে মোট ১৩৩ বার হলো... খ্যাক খ্যাক :#) B-))

১৪ ই এপ্রিল, ২০১১ দুপুর ১২:২৬

পয়গম্বর বলেছেন: :| B:-) /:) :-*

১২| ১৪ ই এপ্রিল, ২০১১ সকাল ১১:৫৫

মো: মাসুদুর রাহ্‌মান বলেছেন: ধন্যবাদ ভাল একটা সিদ্ধান্ত নেয়ার জন্য।

আমার আব্বাজানও ৫০ বছর বয়সে এসে সিগারেট ত্যাগ করছে।

১৪ ই এপ্রিল, ২০১১ দুপুর ১২:০৪

পয়গম্বর বলেছেন: B:-) B:-) B:-) :| :| :| আমার বয়স এখন ১০০ হইছে।

১৩| ১৪ ই এপ্রিল, ২০১১ দুপুর ১২:০০

সত্যাশ্রয়ী বলেছেন:
আল্লাহ ভরসা। শুভ হোক এই সিগারেট বিচ্ছেদ।

১৪ ই এপ্রিল, ২০১১ দুপুর ১২:১৪

পয়গম্বর বলেছেন: বিচ্ছেদ সব সময়ই মধুর হয়। :|

১৪| ১৪ ই এপ্রিল, ২০১১ দুপুর ১২:০৩

বোকা ছেলে বলেছেন: আমিন! শুভদিনে শুভ কাজ করতে হয়। ধুমত্যাগ শুভ হোক।

১৪ ই এপ্রিল, ২০১১ দুপুর ১২:২১

পয়গম্বর বলেছেন: ধনবাদ জনাব।

১৫| ১৪ ই এপ্রিল, ২০১১ দুপুর ১২:৩২

লুথা বলেছেন:
আমার অনেক বন্ধুই এই জিনিস ১০০ বারের বেশি ছাডে আবার ধরছে... গ্যারান্টি দিলাম ৬ মাসের মাঝে আবার ধরবা...

যদিও আমি এইসব ছাইপাশ টানি না

১৪ ই এপ্রিল, ২০১১ দুপুর ১২:৪৯

পয়গম্বর বলেছেন: দোয়া করেন ইনশাল্লাহ যেন না ধরি। নিজে ধূমপান মুক্ত থাকতে চাই এবং অন্যকে রাখতে চাই।

১৬| ১৪ ই এপ্রিল, ২০১১ দুপুর ১২:৩৭

সুহাস শিমন বলেছেন: শুভকামনা রইল। আশা করি পারবেন। আমিও চেষ্টা করছি, সাত-আট মাস হলো, এটাই এখন পর্যন্ত সবচেয়ে লম্বা বিরতি। তবে একটান, বা একটাই টাইপের প্রলোভন থেকে মুক্ত থাকাটাই সবচেয়ে কঠিন।

১৪ ই এপ্রিল, ২০১১ দুপুর ১২:৫৪

পয়গম্বর বলেছেন: একদম ঠিক বলেছেন, একটা টানও দেয়া যাবেনা।

১৭| ১৪ ই এপ্রিল, ২০১১ দুপুর ১২:৪৯

অবসর.কম বলেছেন: শুভ কামনা রইল।

১৪ ই এপ্রিল, ২০১১ দুপুর ১২:৫৬

পয়গম্বর বলেছেন: আপনার জন্যেও শুভকামনা ও শুভ বাংলা নববর্ষ। :-B

১৮| ১৪ ই এপ্রিল, ২০১১ দুপুর ১২:৫৬

আরিফইসলাম বলেছেন: শুভ হোক এই সিগারেট বিচ্ছেদ। আশারাখি এবার সফল হবেন। শুভ নববর্ষ।

১৪ ই এপ্রিল, ২০১১ দুপুর ১২:৫৭

পয়গম্বর বলেছেন: ধন্যবাদ। আপনাদের অনুপ্রেরণাই আমাকে সিগারেট ছাড়তে উতসাহিত করবে।

১৯| ১৪ ই এপ্রিল, ২০১১ দুপুর ১২:৫৭

মাহবু১৫৪ বলেছেন: শুরু টা দারূণ লেগেছে। :) :) :) :)

১৪ ই এপ্রিল, ২০১১ দুপুর ১:০১

পয়গম্বর বলেছেন: দারুণ ভাবেই শুরুটা করেছি যে! ;)

২০| ১৪ ই এপ্রিল, ২০১১ দুপুর ১:০০

আমি শুভ্র বলেছেন: কেন ছেড়ে দেবেন

১৪ ই এপ্রিল, ২০১১ দুপুর ১:০২

পয়গম্বর বলেছেন: কেন ছেড়ে দেবনা?

২১| ১৪ ই এপ্রিল, ২০১১ দুপুর ১:২১

আইজউদদীন বলেছেন: পরথম ভুই খাইছিলাম......ছাড়েন অনেক টেকা জমাইবার পারবেন :(( :(( :((

১৪ ই এপ্রিল, ২০১১ দুপুর ১:২৫

পয়গম্বর বলেছেন: কষ্টে আছে আইজউদ্দিন।

২২| ১৪ ই এপ্রিল, ২০১১ দুপুর ১:৩৪

ইনকগনিটো বলেছেন: অধূমপায়ীদের পৃথিবীতে স্বাগতম ।আপনার জন্য রইল অনেক শুভকামনা ,পয়গম্বর ভাইয়া ।

১৪ ই এপ্রিল, ২০১১ দুপুর ১:৩৭

পয়গম্বর বলেছেন: অনেক অনুপ্রেরণা পেলাম আপনার এই একটি কথাতেই। আপনাকেও ধন্যবাদ।

২৩| ১৪ ই এপ্রিল, ২০১১ বিকাল ৩:৩৫

মোঃ তৈমুর রেজা বলেছেন: বহু চেষ্টা করেও ফলাফল শূন্য...সবোর্চ্চ এক মাস না খেয়ে থেকেছি...মনে হয় না আর পারব..কঠিন স্মোকার তাই...আগে ভাবতাম আমি সিগারেট খাই কিন্তু এখন বুজি সিগারেট আমাকে খায়...আপনার প্রতি শুভ কামনা রইল।

১৪ ই এপ্রিল, ২০১১ বিকাল ৪:৫০

পয়গম্বর বলেছেন: ধন্যবাদ।

২৪| ১৪ ই এপ্রিল, ২০১১ বিকাল ৩:৪৫

আমি সুখ পাখি বলেছেন: আমি অনেক বার ছেড়ে দিয়েছিলাম কিন্তু কোনবারই সফল হতে পারনি।আপনার জন্য শুভকামনা।

১৪ ই এপ্রিল, ২০১১ বিকাল ৪:৫৩

পয়গম্বর বলেছেন: জ্বি, ধন্যবাদ।

২৫| ১৪ ই এপ্রিল, ২০১১ বিকাল ৪:০৭

নীল_পদ্ম বলেছেন: আমিও বিচ্ছেদ চাই। অনেকবার আলাদা থেকেছি, আবেদনও করেছি বিচ্ছেদের, লাভ হয়নি।

(সিগারেট ছাড়ার প্রথম শর্ত হচ্ছে মাগনা পাইলেও না টানা। উদাহরণঃ আপনার কলিগ সিরাজী ভাই। আর তাছাড়া আপনার বন্ধ-বান্ধব যারা এখনও সিগারেট ছাড়ে নাই, তাড়া সুযোগ পাইলেই আপনাকে অফার করবে দু-এক টান দেবার জন্য। ভুলেও টানতে যাবেন না।)

আপনার জন্য শুভকামনা।

১৪ ই এপ্রিল, ২০১১ বিকাল ৪:৫৪

পয়গম্বর বলেছেন: আপনার জন্যেও শুভকামনা রইল।

২৬| ১৪ ই এপ্রিল, ২০১১ বিকাল ৪:১২

রাতুল রেজা বলেছেন: বিচ্ছেদ তা যাতে স্থায়ী হয় সেই আশা করছি ;)

১৪ ই এপ্রিল, ২০১১ বিকাল ৪:৫৪

পয়গম্বর বলেছেন: আপনার আশা যেন সফল হয়।

২৭| ১৪ ই এপ্রিল, ২০১১ বিকাল ৪:২৯

হিবিজিবি বলেছেন: আপনার সিরাজী ভাইয়ের কাহিনীটা পড়ে হাসতে হাসতে শেষ!!!! অনেক চেষ্টা করেও হচ্ছেনা ভাই......I’m not really a heavy smoker any more. I only get through two lighters a day now.
আপনার বিচ্ছেদ কামনা করছি।

১৪ ই এপ্রিল, ২০১১ বিকাল ৪:৫৬

পয়গম্বর বলেছেন: ধন্যবাদ জনাব।

২৮| ১৪ ই এপ্রিল, ২০১১ বিকাল ৪:৪৭

মাইশাআক্তার বলেছেন: হা হা হা ' ওকে ' তাড়াতাড়ি ছেড়ে দিন। শুভকামনা রইল আর নববর্ষের শুভেচ্ছা :)

১৪ ই এপ্রিল, ২০১১ বিকাল ৪:৫৮

পয়গম্বর বলেছেন: ও খে বস্

২৯| ১৪ ই এপ্রিল, ২০১১ বিকাল ৫:০৪

নীল মানব বলেছেন: (সিগারেট ছাড়ার প্রথম শর্ত হচ্ছে মাগনা পাইলেও না টানা। উদাহরণঃ আপনার কলিগ সিরাজী ভাই। আর তাছাড়া আপনার বন্ধ-বান্ধব যারা এখনও সিগারেট ছাড়ে নাই, তাড়া সুযোগ পাইলেই আপনাকে অফার করবে দু-এক টান দেবার জন্য। ভুলেও টানতে যাবেন না।)

আমি তিন বছর হলো ছেড়েছি..... পুরোটাই নিজের মনের জোর.....আর কিছু না....

১৫ ই এপ্রিল, ২০১১ ভোর ৬:৫৯

পয়গম্বর বলেছেন: পুরাটাই মনের জোর।

৩০| ১৪ ই এপ্রিল, ২০১১ রাত ৯:৩৮

ইলুসন বলেছেন: আশা করি সিগারেট থেকে বেচে থাকতে পারবেন।

১৪ ই এপ্রিল, ২০১১ রাত ৯:৪৭

পয়গম্বর বলেছেন: সকাল থেকে এখনও একটাও খাইনাই। :|

৩১| ১৫ ই এপ্রিল, ২০১১ সকাল ১০:১৯

শব্দহীন জোছনা বলেছেন: সিগারেট খাইটাম মুন চায় কিনটু খাইটাম পারি না :( :( আপনাগো সিগ্রেট ধরন আর ছাড়ন দেইখা সাহসে কুলায় না ।কি করি কোন ছে /:) /:) তয় মাশালাহ আপনে লেকছেন জোশ। শুরুতে তো বুজপার পারি নাই। :) :)

তো যাই হোক ভাল থাকবেন আর বার বার সেগ্রেট ছাড়বেন ;) ;) ; অনেক অনেক শুভকামনা রইল আপনার প্রতি।

১৬ ই এপ্রিল, ২০১১ সকাল ৭:৫৯

পয়গম্বর বলেছেন: ১৪, ১৫ এপ্রিল - এই দুইদিন একটাও সিগারেট ধরাই নাই। নিম্নে ১৮-২০ টা সিগারেট পুড়তো এই দুই দিন। আজকের দিনটা শুরু হলো। আশা করছি আজকেও সিদ্ধান্তে অটুট থাকবো।

৩২| ১৫ ই এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৬:৩৩

তৌফিক জোয়ার্দার বলেছেন: দাদু: সিগারেট খুব খারাপ। ওটা মানুষের অনেক ক্ষতির কারণ।
নাতি: ঠিক ঠিক। তাইতো ওটাকে পোড়াতে যাচ্ছি।

১৫ ই এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৭:৩৫

পয়গম্বর বলেছেন: =p~ =p~ =p~ =p~

৩৩| ২৪ শে জুন, ২০১১ সন্ধ্যা ৬:৫০

হাম্বা বলেছেন: :-*

৩৪| ২৪ শে জুন, ২০১১ সন্ধ্যা ৭:১২

নষ্ট কবি বলেছেন: :( :( :(

২৪ শে জুন, ২০১১ সন্ধ্যা ৭:২২

পয়গম্বর বলেছেন: :D :) B-) ;)

৩৫| ২৪ শে জুন, ২০১১ সন্ধ্যা ৭:২৭

মনে নাই বলেছেন: শুভ কামনা থাকলো। ভালোভাবে চাইলে কোন কিছুই অসম্ভব নয়।

২৪ শে জুন, ২০১১ সন্ধ্যা ৭:৪৭

পয়গম্বর বলেছেন: ধইন্যা।

৩৬| ২৪ শে জুন, ২০১১ সন্ধ্যা ৭:৫৪

মেঘলা আকাশ ও বিষন্ন মন বলেছেন: বেষ্ট অফ লাক। :) :)

২৪ শে জুন, ২০১১ রাত ৮:০৪

পয়গম্বর বলেছেন: B-) !:#P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.