![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
The woods are lovely, dark and deep, But I have promises to keep, And miles to go before I sleep, And miles to go before I sleep.---Robert Frost
বাংলাদেশে থাকতে প্রতিবছর ঢাকা’র বাণিজ্যমেলাতে যাবই যাব। যখন স্টুডেন্ট ছিলাম, তখন বন্ধুরা মিলে যেতাম। আর যখন কর্মক্ষেত্রে ঢুকলাম, তখন অফিসের কলিগদের সাথেই নিয়মিত যাওয়া হতো। কানাডার টরন্টো শহরে আসার পর কানাডিয়ান বাণিজ্য মেলাতে যাবার সৌভাগ্য হবে, এটা কখনো ধারণায় ছিলনা।
সি.এন.ই
প্রতিবছর বেশ প্রচার-প্রচারণার মধ্য দিয়েই টরন্টো শহরের ’এক্সিবিশন প্লেস’-এ কানাডিয়ান ন্যাশনাল এক্সিবিশন মেলাটি লেবার ডে’ সহ টানা ১৮ দিন চলে। টরন্টোবাসীর কাছে এই মেলা CNE নামে ব্যাপক জনপ্রিয়। প্রতিবছর ডাউনটাউন টরন্টোর এই মেলায় প্রায় ১.৩ মিলিয়ন মানুষের সমাগম হয়। টিকিটের দামটা যদিও একটু চড়া। গেল বছর যাব যাব করেও ব্যস্ততার জন্যে যাওয়া হচ্ছিলনা। অবশেষে বন্ধু ড্যানি’র থেকে এক্সিবিশনে ঢোকার একটা ফ্রি পাস পেয়ে গেলাম। আর আমাকে পায় কে? সঙ্গী নাইকন ক্যামেরাটাকে কাঁধে ঝুলিয়ে রওনা হয়ে গেলাম মেলার উদ্দেশ্যে। আজ আপনাদের সাথে কানাডিয়ান ন্যাশনাল এক্সিবিশন মেলায় যাবার গল্পই করবো।
সি.এন.ই
সংক্ষিপ্ত ইতিহাস:
নর্থ আমেরিকার প্রথম ১০ টি বড় কৃষিমেলার মধ্যে টরন্টো ইন্ডাস্ট্রিয়াল এক্সিবিশন ছিল অন্যতম। ১৮৭৯ সালে এই মেলাটি প্রথম তার যাত্রা শুরু করে। শুরুতে টরন্টো ইন্ডাস্ট্রিয়াল এক্সিবিশন এমন একটি মিলনমেলা ছিল যেখানে কানাডার বিভিন্ন শ্রেণীর পেশাজীবি মানুষজন তাদের সব সুন্দর জিনিস, সাম্প্রতিক নতুন আবিষ্কার, ব্যবসা ও কৃষি পণ্য নিয়ে হাজির হতো। মেলাটি মূলত: কানাডিয়ান কৃষকদের উন্নতি এবং কৃষিবিজ্ঞানে অগ্রগতির জন্যে নিবেদিত ছিল।
প্রিন্স গেট - ১৯২৭ সালে তোলা ছবি
মিডওয়ে - ১৯৩৭ সালে তোলা ছবি
সি.এন.ই - ১৯১১ সালে তোলা ছবি
১৯১২ সালে এই মেলাটির নাম পরিবর্তন করে রাখা হলো কানাডিয়ান ন্যাশনাল এক্সিবিশন বা CNE. এই CNE এর মাধ্যমে বিভিন্ন সময়ে যারা পরিচিতি লাভ করেছে তারা হলেন:
১৮৮৩ সালে ইলেকট্রিক রেলওয়ে ট্রান্সপোর্টেশন
১৮৮৮ সালে টমাস আলভা এডিসনের ফনোগ্রাফ যন্ত্র
১৮৯০ সালে তারবিহীন টেলিফোন যন্ত্র
১৯২২ সালে রেডিও
১৯৩৯ সালে টেলিভিশন
১৯৪০ এবং ১৯৫০ সালে প্লাসটিক এবং সিনথেটিক
১৯৯২ সালে ভার্চুয়াল রিয়েলিটি
১৮৮৮ সালে টেলিফোন বিষয়ে বর্ণনা প্রদান চলছে
প্রথম বিশ্বযুদ্ধের সময় CNE এর স্থানটিকে মিলিটারি ক্যাম্প হিসেবে ব্যবহার করা হয়। ১৯১৪ সালের ৪ আগস্ট কানাডা প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণের পর CNE এর স্থানটি এক্সিবিশন ক্যাম্প হিসেবে পরিচিতি লাভ করে যেখানে যুদ্ধকালীন মিলিটারি ট্রেনিং এবং হাউজিং সেন্টার স্থাপিত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও CNE কে মিলিটারি রিক্রুটমেন্ট এবং ক্যাম্প হিসেবে ব্যবহার করা হয়। যুদ্ধের এই সময়গুলোতে মেলার কার্যক্রম বন্ধ ছিল।
মিলিটারি ক্যাম্প
ডাফরিন গেটের সৈনিকেরা
মিলিটারি শোকসভা
মিলিটারী ক্যাম্পে খাবার সময় তোলা ছবি
সামরিক সাঁজোয়া বাহিনী - ১৯১৫ সালে তোলা ছবি
আক্রমণরত সৈনিক
সৈনিকদের বাঙ্কার
কি কি আছে আধুনিক যুগের এই CNE মেলাতে?
১. এয়ার শো': ২০১৫ সালের ৫, ৬ এবং ৭ সেপ্টেম্বর এই এয়ার শো’ হবে
এয়ার শো'
এয়ার শো'
এয়ার শো'
এয়ার শো'
এয়ার শো'
২. পশুপাখির মেলা
৩. ক্যাসিনো
৪. রান্না এবং রাঁধুনীদের শো
৫. বাচ্চাদের রাইড এবং গেমস
৬. আন্তর্জাতিক পারফরমারদের শো
৭. লাইভ কনসার্ট
৮. প্যারেড
প্যারেড
প্যারেড
৯. খেলাধূলা
১০. ট্যালেন্ট শো'
আমার কাছে এই ট্যালেন্ট শো গুলোই বেশি আকর্ষণীয় মনে হয় যেখানে কানাডা-আমেরিকা সহ বিভিন্ন দেশের গুণী মানুষজন তাঁদের প্রতিভা প্রদর্শন করেন। গতবারের CNE তে আমি তাই আগে থেকেই ট্যালেন্ট শো’ গুলোর সময়সূচী দেখে নিয়ে আমার পছন্দের গুলো দেখেছি। এছাড়াও বিভিন্ন দেশের ব্যবসায়ীরা রকমারী পণ্যসমাহার নিয়ে মেলায় হাজির হন।
সি.এন.ই এর ভেতরে
সি.এন.ই এর ভেতরে
সি.এন.ই এর ভেতরে
সি.এন.ই এর ভেতরে
সি.এন.ই এর ভেতরে
কেবল কার
কেবল কার
২০১৪ সালের মেলাতে The Flying Wallendas দেখে আমি বিস্মিত হয়েছি:
The Flying Wallendas
The Flying Wallendas
The Flying Wallendas
The Flying Wallendas
২০১৫ সালের CNE চলবে ২১ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত। এবার গতবারের CNE তে আমার তোলা আরও কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করছি:
সুইং রাইড
মেলার ভেতরে
মেলার ভেতরে
মেলার ভেতরে
মেলার ভেতরে
মেরি গো রাউণ্ড
বাটার দিয়ে তৈরি মূর্তিগুলো আমার ভালো লেগেছে
মেলার ভেতরে
সি.এন.ই -এর ভেতরে
বাচ্চাদের রাইড
বাচ্চাদের রাইড
সি.এন.ই -এর ভেতরে
সি.এন.ই -এর ভেতরে
সি.এন.ই -এর ভেতরে
সূত্র:
http://theex.com/
http://www.cnearchives.com/
০৬ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:৩৮
পয়গম্বর বলেছেন: ধন্যবাদ জহিরুল ইসলাম ভাই।
২| ০৬ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৪৮
হাসান মাহবুব বলেছেন: +++
০৬ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:৩৯
পয়গম্বর বলেছেন: ব্লগে সাথে থাকার জন্যে ধন্যবাদ মাহবুব ভাই।
৩| ০৬ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:৩৫
সুমন কর বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ। গুড পোস্ট।
০৬ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:৪৪
পয়গম্বর বলেছেন: আপনাকেও ধন্যবাদ
৪| ০৭ ই এপ্রিল, ২০১৫ রাত ১:৫৭
আমি কাল্পনিক সজল বলেছেন: অনেক সুন্দর। দেখে ভালো লাগলো। শেয়ার করার জন্য ধন্যবাদ।
০৭ ই এপ্রিল, ২০১৫ ভোর ৪:০৮
পয়গম্বর বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
৫| ০৭ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:১০
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
মেলায় ঘুরা চমৎকার হইছে। আনন্দও পাইছি খুব।
ধন্যবাদ ভ্রাতা।
০৭ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:৫২
পয়গম্বর বলেছেন: আপনাকে সাথে নিয়ে ঘুরতে পেরে আমিও আনন্দিত।
৬| ০৭ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:২২
সোহানী বলেছেন: ও মাই গড... দারুন তো... আমার বাচ্চারা তো পাগল হয়ে যাবে দেখে...... কবে হয় মেলাটি????
০৭ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:১২
পয়গম্বর বলেছেন: মাথা খারাপের মতোই অবস্থা। মানুষ আর মানুষ! আমি সকালে গিয়ে ফিরেছি একেবারে সন্ধ্যায়। হাঁটতে হাঁটতে পা ব্যাথা করছিল। গতবার ওপেনিং দিনটা সবার জন্যে উন্মুক্ত ছিল অর্থাৎ এন্ট্রি ফি ছিলনা। তবে রাইডে চড়ার ফি দিতে হবে। আর নির্দিষ্ট কয়েকটি সাবওয়ে স্টেশন থেকে ফ্রি শাটল বাস সার্ভিস আছে সি.এন.ই পর্যন্ত (যেমন, ডানডাস ওয়েস্ট, ইউনিয়ন সাবওয়ে)
এ বছর আগস্ট ২১ থেকে সেপ্টেম্বর এর ৭ তারিখ পর্যন্ত এই মেলাটি চলবে। আমি এবার ঠিক করেছি প্রতিদিন যাবো একবার করে। প্রতিদিন নতুন নতুন আকর্ষণ। তবে খাবার আর পানির দাম অনেক সাথে করে খাবার আর পানি নিয়ে যাওয়াটা বুদ্ধিমানের কাজ। আপনার বাচ্চারা রাইডগুলো খুব এনজয় করবে - এতে সন্দেহ নেই।
যাবার আগে সি.এন.ই ওয়েবসাইট থেকে প্রতিদিনের আকর্ষণীয় বিষয়গুলো দেখে গেলে সময় অনুযায়ী প্রতিটি ইভেন্ট উপভোগ করতে পারবেন।
৭| ১৫ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:১৯
দেশ প্রেমিক বাঙালী বলেছেন:
১৬ ই এপ্রিল, ২০১৫ রাত ৩:৩৭
পয়গম্বর বলেছেন: দেশ প্রেমিক বাঙালী ভাই: ধন্যবাদ।
৮| ২১ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৪:১৮
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ভাইয়া আমি রাতে বেলায় জানতে পারলে আরো বেশি ভালো হতো। আমি আপনার ম্যাসেজ দেখেছি সকাল বেলায়। আমি তো ঐ নাম্বারে কয়েকবার ফোন দিয়েছি, কিন্তু ফোনে পাচ্ছি না। ফোন ধরছেন না। আপনি কাইন্ডি আমার ফেসবুকে একটা ম্যাসেজ দিয়ে দিন। অথবা আমার ইমেইল ঠিকানা [email protected] মেইল করলেই আমি আপনাকে আমার নাম্বার দিয়ে দিব। প্রয়োজনে তিনি আমার সাথে যেন যোগাযোগ করতে পারেন।
১১ ই মে, ২০১৫ সকাল ৮:৩৬
পয়গম্বর বলেছেন: সামহোয়্যার ইন এর নতুন ভার্সনে ঠিক বুঝে উঠতে পারছিনা কিভাবে নতুন পোস্ট দেবো অথবা 'বিজয়' ব্যবহার করে মন্তব্যের উত্তর দেবো। আমি সাধারণত এম.এস ওয়ার্ডে লিখে ব্লগে কপি পেস্ট করতাম। পরবর্তীতে লেখাগুলো বিজয়ে রূপান্তর করে নিতাম। এখন সেই অপশনটাও খুঁজে পাচ্ছিনা। আর আমার কোন ব্লগে কে কে মন্তব্য করছেন, সেটা আমি বুঝতে পারিনা, অর্থাৎ কেউ মন্তব্য করলেও মন্তব্যের ঘরে শূন্য দেখায় - এটাও একটা বড় সমস্যা আমার জন্যে।
যাইহোক, আপনার প্রচেষ্টার জন্যে আন্তরিক ধন্যবাদ। সেই রোগী ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহে ওয়া...)
৯| ২১ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৪:২৩
মনিরা সুলতানা বলেছেন: এলাহি কারবার দেখি..
ইতিহাস সহ অনেক কিছু জানলাম ধন্যবাদ শেয়ার করার জন্য
১১ ই মে, ২০১৫ সকাল ৮:৪১
পয়গম্বর বলেছেন: মন্তব্যের জন্যে ধন্যবাদ মনিরা
১০| ২২ শে এপ্রিল, ২০১৫ সকাল ৯:৫৭
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুবই দুঃখিত ভাইয়া। কাজ হলো না।
১১ ই মে, ২০১৫ সকাল ৮:৪১
পয়গম্বর বলেছেন:
১১| ২২ শে এপ্রিল, ২০১৫ সকাল ১০:৪৩
আরজু পনি বলেছেন:
বেশ লাগলো...
আপনার সাথে মেলায় ঘুরলাম...এবার আইসক্রিম খাওয়ান
১১ ই মে, ২০১৫ সকাল ৮:৪০
পয়গম্বর বলেছেন: আমার কোন ব্লগে কে কে মন্তব্য করছেন, সেটা আমি বুঝতে পারিনা, অর্থাৎ কেউ মন্তব্য করলেও মন্তব্যের ঘরে শূন্য দেখায়। মন্তব্যের জন্যে আরজুপনিকে ধন্যবাদ। তবে অনিচ্ছাকৃতভাবে দেরীতে মন্তব্যের উত্তর দেবার জন্যে দু:খ প্রকাশ করছি।
১২| ১১ ই মে, ২০১৫ সকাল ৮:৫৩
আরজু পনি বলেছেন:
একদম উপরে আপনার নামের পাশে দেখুন নোটিফিকেশন দেয়া আছে। সেখানে ক্লিক করলেই বুঝবেন কে আপনার পোস্টে মন্তব্য করলো বা কে তার নিজের পোস্টে আপনার মন্তব্যের জবাব দিলো ।
দেরী হতেই পারে ...ব্যস্ততা থাকতেই পারে। ব্যাপার না।
১১ ই মে, ২০১৫ সকাল ৯:১৯
পয়গম্বর বলেছেন: ব্লগের নতুন এই আউটলুকে 'ইউজড টু' হতে একটু সময় লাগবে। একটা পোস্ট দেবার জন্যে চেষ্টা করছি। কিন্তু এখনও খুঁজে পাইনি যে, এম.এস ওয়ার্ডের বিজয়ে লেখা বাংলাকে ব্লগে পোস্ট করবো কিভাবে
©somewhere in net ltd.
১|
০৬ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৩৭
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: +++++