নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন হলো এক কাপ গরম চা আর একটি জ্বলন্ত সিগারেটের মতো। গরম চা এক সময় জুড়িয়ে যাবে, সিগারেটের তামাকও পুড়ে শেষ হয়ে যাবে।

পয়গম্বর

The woods are lovely, dark and deep, But I have promises to keep, And miles to go before I sleep, And miles to go before I sleep.---Robert Frost

পয়গম্বর › বিস্তারিত পোস্টঃ

টরন্টো শহরের স্ট্রীটকারের ইতিহাস

০৩ রা জুন, ২০১৮ ভোর ৬:১৪



আমাকে যদি জিজ্ঞেস করেন, টরন্টো শহরের যে কোন একটি ঐতিহ্যের কথা বলতে, আমি চোখ বন্ধ করে যে নামটি বলবো, সেটি হলো, 'স্ট্রীট কার'। হ্যাঁ বন্ধুরা, রাস্তার উপর দিয়ে ট্রেনের মতো করে চলা এই গাড়িটি টরন্টো শহরে দাপিয়ে বেড়াচ্ছে প্রায় দেড়শো বছরেরও বেশি সময় ধরে।

নিউইয়র্ক সিটি কিংবা টরন্টো'র সাবওয়ে ট্রেনগুলোতে আমার চড়তে খুব একটা ভালো লাগেনা। কারণ এগুলো অধিকাংশ সময় মাটির নিচ দিয়ে চলে। দম বন্ধ লাগে কেমন যেন। কিন্তু স্ট্রীট কারে চড়ে রাস্তার ওপর দিয়ে ট্রেনে চড়ে যাবার একটা চমৎকার অনুভূতি কাজ করে।

টরন্টো শহরে এই স্ট্রীট কারের উৎপত্তি হয়েছিল কিভাবে? তাহলে একটু ইতিহাস জানার প্রয়োজন আছে বৈকি!

সময়টা ছিল ১৮৬১ সাল। টরন্টো শহরের তখন প্রথম ঘোড়া-টানা স্ট্রীট কারের প্রচলন শুরু হয়। স্ট্রীট কার মূলত: চালু করা হয়েছিল বাসের ওপরে যাত্রীদের চাপ কমানোর জন্যেই। ওই সময়ে যে ঘোড়ায় টানা স্ট্রীট কার ছিল, সেগুলো মাত্র ছয়জন যাত্রী বহন করতো পারতো। শুরুর প্রথম থেকে ত্রিশ বছরের জন্যে Toronto Street Railway (TSR) নামের একটি প্রতিষ্ঠান এই দায়িত্ব পালন করতো। ১৮৯১ সাল পর্যন্ত তারা দায়িত্বে ছিল। এরপর পরবর্তী ত্রিশ বছরেরর জন্যে এই স্ট্রীটকারের দায়িত্ব নেয় Toronto Railway Company (TRC).

১৮৯১ থেকে ১৯২১ সাল পর্যন্ত Toronto Railway Company (TRC) যে স্ট্রীটকারগুলো রাস্তায় নামিয়েছিল, সেগুলো ইলেক্ট্রিসিটি চালিত ছিল। এই স্ট্রীটকারগুলোতে অনেক সেফটি ফিচার ছিল যা যাত্রীদের জীবনের জন্যে নিরাপদ ছিল।

১৯১২ থেকে ১৯২১ সাল পর্যন্ত TRC এর পাশাপাশি Toronto Civic Railways (TCR) নামের একটি এজেন্সিও স্ট্রীটকারের দায়িত্ব লাভ করে। শুরুতে তাদের মাত্র চারটা কার থাকলেও ১৯২০ সাল নাগাদ প্রায় সত্তুরটা স্ট্রীটকার এই এজেন্সি অপারেট করতো। প্রথম দিককার স্ট্রীটকারগুলো ওপেনডোর ছিল। কিন্তু TCR এর স্ট্রীটকারগুলো ক্লোজড এবং পারমানেন্ট ডোর সিস্টেম ছিল।

১৯২১ সালে TRC এবং TCR এর দিন শেষ হয় এবং Toronto Transportation Commission (TTC) এর সূচনা ঘটে। ১৯২১ থেকে ১৯৬৫ সাল পর্যন্ত TRC এবং TCR এর কিছু স্ট্রীটকারের সাথে Peter Witt কোম্পানীর স্ট্রীটকার TTC এর বহরে যুক্ত হয়।

১৯৩৮ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত THE RED ROCKET এর সূচনা হয়।

১৯৭৭ সালে CANADIAN LIGHT RAIL VEHICLE (CLRV) এর সূচনা হলো যেগুলোতে এখন আমরা চড়ছি। রাশ আওয়ারে সর্বোচ্চ ১৩২ জন যাত্রী নিয়ে এই স্ট্রীটকারগুলো ছুটে চলতে পারে টরন্টোর রাস্তায়। বর্তমানে টরন্টো ট্রানজিট কমিশনের বহরে ১৯৫টি এ ধরণের স্ট্রীটকার রয়েছে।

১৯৮৭ সালে ARTICULATED LIGHT RAIL VEHICLE (ALRV) নামে আরও এক ধরণের স্ট্রীটকার রাস্তায় নামে যেগুলো আসলে দু'টি CLRV জোড়া দেয়া। এগুলোর এক একটিতে প্রায় ২০৫ জন যাত্রী চড়তে পারে।

২০১৪ সাল থেকে Bombardier Transportation কোম্পানীর যে স্ট্রীটকারগুলোতে আমরা চড়ছি, সেগুলো আসলেই বেশি জোস।

টরন্টো শহরের স্ট্রীটকারের কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করলাম যার অনেকগুলো আমার তোলা। আর পুরনো ছবিগুলো গুগল থেকে নেয়া।

সূত্র: ক্লিক করুন
ক্লিক করুন

ফেসবুকে আমি






























মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুন, ২০১৮ সকাল ৮:০৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সুন্দর লাগ‌লো। টর‌ন্টো নি‌য়ে আ‌রো লিখুন। ওখা‌নে বাংলা‌দে‌শের মানুষ কেমন আ‌ছে?

০৩ রা জুন, ২০১৮ সকাল ৮:১১

পয়গম্বর বলেছেন: মন্তব্যের জন্যে ধন্যবাদ। আমার ব্লগ/ ফেসবুকে মাঝে মাঝে টরন্টো অথবা কানাডা নিয়ে লেখা পাবেন। টরন্টোতে বাংলাদেশের মানুষ 'বাংলাদেশ' থেকে ভালো পরিবেশে আছে বলেই আমার বিশ্বাস।

২| ০৩ রা জুন, ২০১৮ সকাল ৯:০৫

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর পোষ্ট।
ছবি গুলোও ভালো লেগেছে।

০৪ ঠা জুন, ২০১৮ ভোর ৫:২২

পয়গম্বর বলেছেন: ধন্যবাদ।

৩| ০৩ রা জুন, ২০১৮ সকাল ৯:৩১

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: ভালো বিষয় নিয়ে লিখেছেন।
চমৎকার লাগল

০৪ ঠা জুন, ২০১৮ ভোর ৫:২১

পয়গম্বর বলেছেন: ধন্যবাদ।

৪| ০৩ রা জুন, ২০১৮ সকাল ১০:৩৪

লাবণ্য ২ বলেছেন: সুন্দর পোস্ট।

০৪ ঠা জুন, ২০১৮ ভোর ৫:২১

পয়গম্বর বলেছেন: ধন্যবাদ।

৫| ০৩ রা জুন, ২০১৮ সকাল ১১:০০

রাজীব নুর বলেছেন: এই রকম পোষ্ট আরও দিবেন প্লীজ।

০৪ ঠা জুন, ২০১৮ ভোর ৫:২০

পয়গম্বর বলেছেন: অবশ্যই চেষ্টা করবো।

৬| ০৩ রা জুন, ২০১৮ দুপুর ১:১৬

সম্রাট ইজ বেস্ট বলেছেন: চমৎকার পোস্ট!

০৪ ঠা জুন, ২০১৮ ভোর ৫:২০

পয়গম্বর বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.