নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একাকী বিকেলগুলো
এখুনি গড়াবে সাঁঝে, জড়াবে অন্ধকার,
মায়াহরিণী হারাবে পথ তার!
মরিচীকা দয়া করো,
এক টুকরো মশাল জ্বালো
মায়া বনহরিণী ফিরে পাক আর একটিবার,
একটিবার আর, আলোকিত অতীতের দ্বার..
স্তব্ধ বিকেলগুলো বড্ড একা,
মেয়েটার একাকী আকাশ জুড়ে
ওড়ে গাঙ্গচিল;
পোড়ে অন্তরে শ্বশানের দাহ ধিকিধিকি,
ঝিকিমিকি জ্বলে সেথা সোনালী বিকেল,
আলো ঝিলমিল...
স্মৃতিগুলো বড় নিষ্ঠুর, দয়ামায়াহীন,
কাঁদতে গিয়েও হেসে ফেলে মেয়েটা,
ভেসে যায় সুদূরের তানে;
তারপরই জেনে যায়,
মন তার কেঁদে যায়,
এ হবার নয়...
তবুও সে নেশাগ্রস্থ হরিণীর মত,
মৃগনাভ উন্মাদনায়,
এক ছুটে ছুটে যায়,
তিল তিল লুটে যায় ,
অতীতের মায়া,
ফেলে আসা ছায়াপথ, দূর বহুদূর ...
অচ্ছুৎ, অস্পৃশ্যা,
মন, হয়ে ওঠে বিদ্রোহী ক্ষন,
বুড়ো আঙ্গুল দেখিয়ে হাসে
ছায়া দেয়ালের পাশে;
ভেংচি কাঁটে আলগোছে একা
হেলে পড়া রোদ্দুর, ভাগ্যের কাছে...
একাকী বিকেলগুলো
এখুনি গড়াবে সাঁঝে, জড়াবে অন্ধকারে,
মায়াহরিণী হারাবে তার পথ!
৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৫১
স্পর্শিয়া বলেছেন: ধন্যবাদ রুদ্র রাখাল।
২| ৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:১২
রাবেয়া রাহীম বলেছেন: মায়া বনহরিণী ফিরে পাক আর একটিবার,
আলোকিত অতীতের দ্বার...
অন্ধকার দূর হয়ে আলো আসুক সবার জীবনে। ভাল লাগলো মন খারাপের কবিতা ।
৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:২২
স্পর্শিয়া বলেছেন: ধন্যবাদ রাবেয়া রাহীম।
৩| ৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:২৮
ইনফেকটেড মাশরুম বলেছেন: মরিচীকা দয়া করো,
এক টুকরো মশাল জ্বালো,
মায়া বনহরিণী ফিরে পাক আর একটিবার,
একটিবার আর...
আলোকিত অতীতের দ্বার...
দারুন...
প্রথম অংশটা তেমন না টানলেও শেষ দু প্যারা ভীষন ভালো... মানে, একদম অল্প কিছু কবিতা বাদে কোন কবিতাই তো আদ্যপান্ত অসাধারন হয় না, কিছু অংশ দারুন হয় মাঝে মাঝে, এই অংশটা দারুন... বিষাদ গেঁথে বসলো...
শুভকামনা রইলো...
৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৩১
স্পর্শিয়া বলেছেন: ধন্যবাদ ইনফেক্টেড মাশরুম।
প্রথম প্যারাটা কেমন হলে ভালো হত? আসলে কোনো প্যারাই আমার ঠিক তেমন যা লিখতে চেয়েছি হয়নি মনে হয়েছে।
৪| ৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:২৯
ইনফেকটেড মাশরুম বলেছেন: টানে বানান তানে লিখেছেন, টাইপো... চোখে লাগছে...
৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৩২
স্পর্শিয়া বলেছেন: না তানই লিখেছি। সুরের তান। ধন্যবাদ মনোযোগ দিয়ে পড়বার জন্য।
৫| ৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৩৮
ইনফেকটেড মাশরুম বলেছেন: কেমন করলে ভাল হতো সেটা তো বলা সম্ভব না। একেকজনের ভাললাগা একেকরকম, তবে কোট করা অংশটা ছুয়ে গেছে...
আর তানের ব্যাপারটা ধরতেই পারি নি। এখানেই চিন্তার পার্থক্য...
আমার বিস্ময় ছিঁড়েফুঁড়ে গেছে সে বহুদিন হলো,
রিফুওয়ালা নেই, ছাতাসারাইও আসেনা আর!
বহুদিন হলো কোনো মেঘ আসেনি এ শহরে
সহসা পেছন থেকে দুচোখে হাত ঢেকে বলেনি,
"বলোতো কে?"
বিস্ময় নেই, বিস্ময় নেই!!
কোমল অঙ্গুরীয় যেভাবে শিহরিত হয়
নব আঙুলের ঢালে-
তেমন কোনো মুদ্রা নেই,
তেমন কোনো যাদু নেই আর
যে আকণ্ঠ বিস্মিত হতে পারি...
৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:০১
স্পর্শিয়া বলেছেন: আপনার লেখাটি অসাধারণ!
কোমল অঙ্গুরীয় যেভাবে শিহরিত হয়
নব আঙুলের ঢালে-
তেমন কোনো মুদ্রা নেই,
তেমন কোনো যাদু নেই আর
যে আকণ্ঠ বিস্মিত হতে পারি...
অল্প কটি কথায় কতইনা অনুভুতির ব্যাক্ততা।
অঙ্গুরীয় কোমল হয় না কখনও । তবে কোমল অঙ্গুঠে আভরিত অঙ্গুরীয় শিহরিত হতে পারে নব আঙ্গুলের ঢালে। যেন হাতের মুঠোয় হাত। আঙ্গুলের ফাকে আঙ্গুলগুলো।
এমন একটি লেখা আমারও লেখা দরকার। আমারও একটি কোমল স্মৃতি আছে এই কঠিন অঙ্গুরী নিয়ে। সত্যিই স্মৃতিটা বড় কোমল, আদ্র।
"ভেসে যায় সুদূরের তানে" লিখেছিলাম সুদূর অতীত থেকে ভেসে আসা কোনো সঙ্গীতের তান এমনটি ভেবে।
৬| ৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪৯
দেবজ্যোতিকাজল বলেছেন: ভাললাগল
৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:০২
স্পর্শিয়া বলেছেন: ধন্যবাদ দেবজ্যোতিকাজল।
৭| ৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:১২
ইনফেকটেড মাশরুম বলেছেন: আমি হলে এটাকে এভাবে পালটে নিতাম। যে অংশটা সবচেয়ে আকর্ষনীয়, সেটাকে সামনে নিয়ে আসা...
একাকী বিকেলগুলো
এখুনি গড়াবে সাঁঝে, জড়াবে অন্ধকারে,
মায়াহরিণী হারাবে তার পথ;
মরিচীকা দয়া করো,
এক টুকরো মশাল জ্বালো
মায়া বনহরিণী ফিরে পাক আর একটিবার,
একটিবার আর, আলোকিত অতীতের দ্বার..
স্তব্ধ বিকেলগুলো বড্ড একা,
মেয়েটার একাকী আকাশ জুড়ে
ওড়ে গাঙ্গচিল;
পোড়ে অন্তরে শ্বশানের দাহ ধিকিধিকি,
ঝিকিমিকি জ্বলে সেথা সোনালী বিকেল,
আলো ঝিলমিল...
স্মৃতিগুলো বড় নিষ্ঠুর, দয়ামায়াহীন,
কাঁদতে গিয়েও হেসে ফেলে মেয়েটা,
ভেসে যায় সুদূরের তানে;
তারপরই জেনে যায়,
মন তার কেঁদে যায়,
এ হবার নয়...
তবুও সে নেশাগ্রস্থ হরিণীর মত,
মৃগনাভ উন্মাদনায়,
এক ছুটে ছুটে যায়,
তিল তিল লুটে যায় ,
অতীতের মায়া,
ফেলে আসা ছায়াপথ, দূর বহুদূর ...
অচ্ছুৎ, অস্পৃশ্যা,
মন, হয়ে ওঠে বিদ্রোহী ক্ষন,
বুড়ো আঙ্গুল দেখিয়ে হাসে
ছায়া দেয়ালের পাশে;
ভেংচি কাঁটে আলগোছে একা
হেলে পড়া রোদ্দুর, ভাগ্যের কাছে...
একাকী বিকেলগুলো
এখুনি গড়াবে সাঁঝে, জড়াবে অন্ধকারে,
মায়াহরিণী হারাবে তার পথ!
মরিচীকা... দয়া করো...
৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:২৮
স্পর্শিয়া বলেছেন: আপনারটা সত্যিই খুব ভালো হয়েছে। এভাবেই এডিট করে দিতে হবে। এরপর থেকে কবিতা লিখলে আপনার বাড়িতে গিয়ে আগে পড়িয়ে আনবো। কষ্ট করে আমার লেখাটা নিয়ে ভাববার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি।
৮| ৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:১৯
আহমেদ জী এস বলেছেন: স্পর্শিয়া ,
ভেংচি কাঁটে আলগোছে একা
হেলে পড়া রোদ্দুর, ভাগ্যের কাছে...
দুটি লাইনে মনে হয় সব ভাগ্যাহত মানুষের জীবনগাঁথা গেয়ে গেলেন ।
সুন্দর একটি ব্যথিত কবিতা ।
৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩১
স্পর্শিয়া বলেছেন: অনেক ধন্যবাদ আহমেদ জি এস ভাই।
৯| ৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩৮
নিয়ার বলেছেন: চমৎকার কবিতা। আমিও কি আপনাদের সাথে কাব্য চর্চা করতে পারি?
৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪১
স্পর্শিয়া বলেছেন: ধন্যবাদ নিয়ার।
অবশ্যই করতে পারেন।
১০| ৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪৪
দিশেহারা রাজপুত্র বলেছেন: শ্বশানের|ক্ষন
টাইপো ঠিক করে নিয়েন।
এক ছুটে ছুটে যায়,
একছুটে ছুটে যায়
আপনার লেখা লাইনটায় ছুটে ছুটে অর্থ মেলাতে পারি নি।
কবিতা মোটামুটি লেগেছে।
মাশরুমের কথাটা ভালো লেগেছে। যে অংশটা সবচেয়ে আকর্ষনীয়, সেটাকে সামনে নিয়ে আসা...
একবার ভালো লাগা জেঁকে বসলে শেষটা দুর্বল হলেও মাঝে মাঝে বেরিয়ে যায়।
৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪৯
স্পর্শিয়া বলেছেন: টাইপো ঠিক করে দেবো।
মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ দিশেহারা রাজপুত্র।
১১| ৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৭
সুমন কর বলেছেন: অন্তরের দাহ কবিতায় চরমভাবে ফুঁটে উঠেছে।
ভালো লাগা রইলো। প্লাস।
৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:২১
স্পর্শিয়া বলেছেন: ধন্যবাদ সুমন কর।
১২| ৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:২৫
ইনফেকটেড মাশরুম বলেছেন:
একাকী বিকেলগুলো
এখুনি গড়াবে সাঁঝে, জড়াবে অন্ধকার,
মায়াহরিণী হারাবে পথ তার!
এভাবেও লিখতে পারেন, ছন্দ মিলে যায়। আসলে পুরোটাই মিলিয়ে ফেলা যায়, একদিনে না হলেও দুচারদিনে দেখবেন মিলে গেছে। সুযোগ থাকলে ছন্দ গ্রহন করা কবিতার জন্য ভাল। যেটা যতটুকু অংশেই আসুক না কেন...
৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩৬
স্পর্শিয়া বলেছেন: অশেষ ধন্যবাদ ইনফেকটেড মাশরুম।
আমার লেখা নিয়ে এতটা সময় দেবার জন্য অশেষ কৃতজ্ঞতা। পুনরায় এডিট করে দিয়েছি। শুভকামনা।
১৩| ৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:৪১
পুলহ বলেছেন: একটা ভালো কবিতা পড়ে শেষ করবার পর মনে নির্ভার একধরণের আবেশ তৈরি হয়, অনেকটা দীঘির শান্ত জলে তিরতির করে ছড়িয়ে পড়তে থাকা হাল্কা ঢেউ এর মতন...
আপনার এই কবিতা পড়ে আমার সে অনুভূতিটাই হয়েছে..
শুভকামনা জানবেন
৩১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৬
স্পর্শিয়া বলেছেন: অশেষ ধন্যবাদ পুলহ। ভালো থাকবেন অনেক।
১৪| ৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ২:১১
আরণ্যক রাখাল বলেছেন: খুব সুন্দর কবিতা। চমৎকার
৩১ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫২
স্পর্শিয়া বলেছেন: অসংখ্য ধন্যবাদ আরন্যক রাখাল।ভালো থাকবেন।
১৫| ৩১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৫২
বিজন রয় বলেছেন: এটি একটি অত্যন্ত ভাল কবিতা।
++++
৩১ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:০৩
স্পর্শিয়া বলেছেন: অনেক ধন্যবাদ বিজন রয়।
১৬| ৩১ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:০৪
হাসান মাহবুব বলেছেন: পরতে পরতে বিষণ্ণতা...পড়ে মন আর্দ্র হলো।
৩১ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:০৭
স্পর্শিয়া বলেছেন: অশেষ ধন্যবাদ হাসান মাহবুব। শুভকামনা রইলো।
১৭| ৩১ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০৫
নিয়ার বলেছেন: গভীর একাকিত্বে কি খুঁজে মানব
নাকি একাকিত্ব খুঁজে চলে
শূন্য মন, একলা দ্বিপ্রহর-
যেমন পরজীবী বোধ একটা
হোস্টের জন্য মরণকামড়ে
ছিন্ন করে লৌকিক বাধন
প্রকৃতির অপ্রিয় সাধন।
৩১ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩২
স্পর্শিয়া বলেছেন: খুব সুন্দর। মুগ্ধ হলাম নিয়ার। শুভকামনা রইলো।
১৮| ৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৩৭
রুদ্র জাহেদ বলেছেন: সুন্দর কবিতা।কিছুটা বিষণ্ণতার ছোঁয়া।ভালো লাগল
+++
০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫২
স্পর্শিয়া বলেছেন: ধন্যবাদ রুদ্র জাহেদ। শুভকামনা।
১৯| ৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪৫
কথাকথিকেথিকথন বলেছেন: চমৎকার কাব্য । ভাল লেগেছে ।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫৫
স্পর্শিয়া বলেছেন: অসংখ্য ধন্যবাদ কথাকথিকেথিকথন।
২০| ৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪২
তাহসিনুল ইসলাম বলেছেন: ভালো লাগলো
০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫৬
স্পর্শিয়া বলেছেন: ধন্যবাদ তাহসিনুল।
২১| ৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩৪
গুলশান কিবরীয়া বলেছেন: অসাধারণ আবেগি একটি কবিতা ।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫৭
স্পর্শিয়া বলেছেন: অসংখ্য ধন্যবাদ গুলশান আপা।
২২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:২৩
কল্লোল পথিক বলেছেন: চমৎকার কবিতা।
শুভ কামনা জানবেন।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০১
স্পর্শিয়া বলেছেন: ধন্যবাদ কল্লোল পথিক। শুভকামনা।
২৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২৫
তার আর পর নেই… বলেছেন: অনেক ভাল লেগেছে। পুরোটাই সুন্দর! তিন নাম্বার অংশ বেশি ভাল।+++
০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০১
স্পর্শিয়া বলেছেন: অনেক ধন্যবাদ তার আর পর নেই। শুভকামনা জানবেন।
২৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:০৭
উল্টা দূরবীন বলেছেন: একাকী বিকেলগুলো
এখুনি গড়াবে সাঁঝে, জড়াবে অন্ধকারে,
মায়াহরিণী হারাবে তার পথ!!
অসাধারণ মুগ্ধতা রেখে গেলাম কবিতায়।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৫৩
স্পর্শিয়া বলেছেন: অশেষ ধন্যবাদ উল্টা দূরবীন। শুভকামনা জানবেন।
©somewhere in net ltd.
১| ৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৩০
রুদ্র রাখাল বলেছেন: বিষণ্ণতা ছুঁয়েছে আসমান জমিন সবখানে