নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এসো---ছোঁও--- সম্পূর্ণ পাথর হয়ে গেছি কিনা দেখো।

স্পর্শিয়া

স্পর্শিয়া › বিস্তারিত পোস্টঃ

পাথরকুঁচি এবং অতঃপর.....১০ম পর্ব

১৩ ই মে, ২০১৭ দুপুর ২:১৭




“আমি পাথরকুঁচির গল্পটা লিখবো। তার দ্বিতীয় জীবনের গল্প। লেখাটা লিখবো আমি খুব ধীরে, সময় নিয়ে। তড়িঘড়ি করতে গেলে আমার খুব কষ্ট হবে । প্রথম জীবনের স্মৃতিটা আমাকে কাঁদাবে। চোখে ঝরবে অবিরল ধারায় অশ্রু। আমার এই একটা মাত্র জীবিত চোখ এত ধকল সইতে পারবেনা। যদি কেউ কখনও আমার এই লেখাটা পড়ে। মানে খুব হেলাফেলায় বা খুব মন দিয়ে। তবে এ জায়গাটিতে এসে সে যত বড় অমনোযোগী পাঠক হোক না কেনো ঠিক ঠিক বুঝে যাবে এ গল্পের নায়িকা এবং লেখিকা একই ব্যাক্তি। আর সেটা আমি। হ্যাঁ এটা আমার গল্প এবং আমিই সেটা লিখতে চাই।“

ঠিক এ জায়গাটায় এসে নড়ে চড়ে বসি আমি। আজ কদিন ধরে কিছু একটা লিখছে মেয়েটা এই গল্প কবিতার অনলাইন পেইজটিতে। প্রথমে শুরুটায় খুব সাদামাটা সাধারণ কোনো কাহিনী মনে হওয়ায় ততটা মন দিয়ে পড়িনি কিন্তু আজ একটু খটকা লাগলো। মনে মনে ঠিক করলাম একে ফলোতে রাখতে হবে। আসলেই কি বলতে চায় সে? ভাবনা রেখে আবার পড়তে শুরু করি-

“যদি কখনও কেউ আমার এ লেখা নাও পড়ে তবুও আমি নিজের জন্য লিখবো। নিজের জন্য আমাকে লিখতে হবে। ডক্টর প্যাট্রেসিয়া আমাকে বলেছেন আমার কাউন্সেলরের কথা শোনা উচিৎ আর আমার এই দ্বিতীয় জীবন নিয়ে সকল হতাশা ঝেড়ে ফেলে সামনে এগিয়ে যাবার জন্য কাউন্সেলর আমাকে সর্বদা যা কিছু উপদেশ দেন তার মধ্যে এই গল্প লেখার আইডিয়াও ছিলো।“

বাহ! সত্যি নাকি। মনে মনে নিজেকেই প্রশ্ন করি হতাশা ঝেড়ে ফেলবার জন্য লেখার চাইতে বড় বন্ধু আসলেও আর কেই বা হতে পারে! একটি সুদীর্ঘশ্বাস বেরিয়ে আসে। মেয়েটা আরও কি লিখেছে সে ব্যপারে মনোযোগী হয়ে উঠি। ফিরে যাই তার লেখার শুরুতে। লেখাটা সে শুরু করেছিলো এভাবে-
“আমি একটি গল্প লিখছি। এ গল্পের নায়িকা চিরায়ত আর দশটা গল্প নাটকের নায়িকাদের মত আকর্ষনীয়া নয়। সাধারনত গল্প, নাটক বা সিনেমার নায়িকারা হয় ভীষন সুন্দরী, আভিজাত্যে উজ্জ্বল। অধিকাংশ সময়ই অভাব তাদেরকে স্পর্শ করে না। তারা থাকে আত্মপ্রত্যয়ী, বিলাসী দুনিয়ার যত সৌন্দর্য্য আছে তাই দিয়ে গড়া।“

সাবলীল বর্ণনায় ডুবে যাই তার লেখার মাঝে। মেয়েটা লিখেছে,
“এ গল্পের নায়িকার নাম দিলাম আমি পাথরকুঁচি। পাথরকুঁচি কখনও কারো নাম হয় বলে আমি শুনিনি। মনে হচ্ছে এটা খুব আনকমন নামই হবে। কিন্তু পাথরকুঁচির জীবনটাও তো বেশ আনকমন। আর তাছাড়া তার হৃদয় এখন পাথরের। শুধু তাই নয় নষ্ট হয়ে যাওয়া একটা চোখের কোটরে খুব সুন্দর করে চিকিৎসকেরা বসিয়ে দিয়েছেন আর একটি পাথর চোখ। বাকী ভালো চোখটা দিয়ে সে দূরের ঝাঁউবন দেখে।“

চমকে উঠি আমি। মেয়েটা কি জন্মান্ধ নাকি কোনো কারণে চোখের আলো হারিয়েছে সে? কিন্তু সে যাইহোক, এ বেদনার অনুভুতি তো আমার জানা। হাজার প্রশ্ন ঘুরতে থাকে আমার চারিধারে। মনে পড়ে জীবনের দূর্বিসহ অন্ধকার দিনগুলোর কথা। দুঃসহ কষ্টের দুরহ দিন ও রজনীগুলি। দূর! দিন বলছি কেনো? অন্ধ মানুষের কাছে আসলে দিনরাতের প্রভেদ নেই। তাদের সামনে ২৪ ঘন্টাই তো রাতের আঁধার।

ভাবনা থেকে ফের ফিরে যাই লেখায়।
“পাথরকুঁচির হৃদয় এখন পাথর। মনটাও তার পাথর। আর ডঃ প্যাট্রেসিয়া তার অপর একটি মায়াকাড়া চোখের আদলে তাকে বানিয়ে দিয়েছেন একটি পাথরের চোখ। স্থির পাথর চোখে সে দূরে তাকিয়ে রয়। পেছনে ফেলে আসা সুখের স্মৃতিগুলি তাকে হাতছানি দিয়ে ডাকে। পাঁথরকুচি আয়না দেখে না । দীর্ঘ সুচিকিৎসা ও সুশ্রুসার পরেও এখনও এক দলা মাংস কুচকে রয়েছে ওর মুখের এক পাশে। পাঁথরকুচি সহ্য করতে পারেনা সে বিভৎস্য দৃশ্য। নিজের উপরে ঘেন্না হয়।“


উফ! এক ঝটকায় বন্ধ করে ফেলি ল্যাপটপের ডালাটা আমি। আমার মাথার ভেতরে অসহ্য যন্ত্রনা শুরু হয়। মাথা চেপে ধরে বসে থাকি কতটা সময় জানা নেই। মাথার ভেতর একটাই প্রশ্ন ঘুরতে থাকে কে এই মেয়ে? কি তার পরিচয়? এ কি সত্য ঘটনা লিখছে নাকি নিছকই কাল্পনিক বানোয়াট সবকিছু? মনেপ্রানে বিশ্বাস করতে চাইনা এ কারো জীবনের সত্য ঘটনা হোক তবু আমি নিশ্চিৎরুপেই জানি এই অনুভুতির নাম কখনও মিথ্যে হতে পারে না।

এই মেয়ে এসিড সন্ত্রাসের শিকার এ কথা বুঝতে আর আমার সময় লাগেনা.....





আমি রোজ রোজ অপেক্ষা করে থাকি এরপর। যত কিছুই ঘটুক আর পৃথিবী উলটে যাক আমি পাথরকুঁচির লেখা পড়বার জন্য অধীর আগ্রহ নিয়ে বসে থাকি। সেদিন কি হলো, সকাল থেকে মানে ঘুম ভাঙ্গবার পর থেকেই আমার প্রচন্ড মাথা ব্যাথা হচ্ছিলো। পুরো শরীরের ইনএ্যাকটিভিটি, মাথা ব্যাথার সাথে পুরো শরীর ব্যাথায় কুঁকড়ে আসছিলো। তবুও ডক্টরের নির্দেশে পেইনকিলার খেতে রাজী হচ্ছিলাম না আমি। ডক্টর সেন খুব অবাক হয়ে জিগাসা করলেন এত ব্যাথা নিয়েও কেনো আমি মেডিসিন খেতে চাচ্ছিনা, আমার এত অবুঝ হবার কারণ কি? আমি সেই সিলি কারনটা বলিনি তাকে কারণ আমি পেইন কিলার খেয়ে অসময়ে ঘুমিয়ে পড়তে চাইনা। আমি পাথরকুঁচির লেখাটা গল্প পেইজে পাবলিশ হওয়া মাত্র পড়তে চাই। কোনোভাবেই মিস করতে চাইনা তার লেখা আমি। সর্বপ্রথম পাঠকটি আমিই হতে চাই।

আসলে দূরদেশে আত্মীয় পরিজনহীন এই হসপিটাল জীবনটা ক্রমে দূর্বিসহ হয়ে উঠেছে আমার কাছে। এ দীর্ঘ চিকিৎসার শেষ কবে হবে জানা নেই আমার। এ বন্দী জীবন আমার আর ভালো লাগছে না। বেঁচে থেকেও সকল স্বপ্ন ফুরিয়ে যাবার এ দুঃসহ ক্ষন কাটাতে হবে আমাকে আগে কখনও ভাবিনি আমি। বাইরের গতীময় পৃথিবী আমাকে হাতছানি দিয়ে ডাকে। নিজেকে বড় অপাংক্তেয় মনে হয় মাঝে মাঝে। দৃঢ় মনোবল থাকা সত্বেও কখনও কখনও ভেঙ্গে পড়ি আমি। পাথরকুঁচি তার লেখায় ঠিকই বলেছে। এ অবাক করা ধরিত্রীতে কখন কোথা থেকে যে ধস নেমে আসে মানুষের জীবনরেখায়, শুরু হয় এক স্বপ্নহীন আশাহীন কালের পরিক্রমা তা তো কারো জানা হয় না তার এক মুহুর্ত আগেও। মেয়েটার জন্য আমার খুব মায়া হতে থাকে। আমি ওর জীবনটা ঠিক কেমন তা নিয়ে ভাবতে শুরু করি।

দুপুরের দিকে ওর লেখা আসে।
"আজকাল আমার একা থাকতেই ভালো লাগে। কারো সামনে যেতে ইচ্ছে করেনা। মাঝে মাঝে মনে হয় এর চাইতে মৃত্যুই ভালো ছিলো। এই বিভৎস্য জীবন আমি চাইনা। মরে যেতে ইচ্ছে করে আমার। কয়েকবার আত্মহত্যার প্ল্যানও করেছিলাম। প্রতিবারই বিফল হয়েছি। আসলে প্রথমবার ফ্যানের সাথে ওড়না ঝুলিয়ে মৃত্যুচেষ্টাটা বোকার মত হয়ে গেলো। কাউন্সেলরের নির্দেশে ম্যাডাম প্যাট্রেসিয়া আমার হাতের নাগালের সব দড়ি রজ্জু গায়েব করে দিয়েছেন। আমি বসে বসে নীলনক্সা কষি। আমার মৃত্যুর নীলনক্সা। আসলে মৃত্যু বলছি কেনো? সেই আমার মুক্তি। এ দুঃসহ দূর্বিসহ জীবন থেকে সেই কি মুক্তি নয়? "

নিজের অজান্তে চোখ দিয়ে পানি পড়তে শুরু করে আমার। না মেয়ে সে তোমার মুক্তি নয়। এমন করে ভাবছো কেনো তুমি? আমি এক অদ্ভুত খেলায় মেতে উঠি। কাল্পনিক পাথরকুঁচির সাথে কথপোকথনের খেলা। তাকে আমি শুনাই আমার জীবনের গল্প। কি করে এক নিমিশে আমার জীবনের উপরে বয়ে যাওয়া ঝড়ে আমি আমার দুটি পা হারিয়েছি।মাথার ভেতর বসানো আছে ছোট এক টুকরো চিপস রোবোটদের মত। প্রতি ৪/৫ মাস পর পর আমার মস্তিস্কের অপারেশন করতে হয়। এত কিছু প্রতিকুলতায় যদি বাঁচতে পারি আমি, তুমি কেনো শুধু সামান্য চেহারার পরিবর্তনে এত ভেঙ্গে পড়বে?

কল্পনায় আমি পাথরকুঁচিকে নিয়ে বিকালের চা খাই। কখনও পার্কে বেড়াতে যাই। ওকে বুঝাই যত রকমভাবে বুঝানো সম্ভব ততটাই। আমি নিজের অজান্তেই কাল্পনিক এই খেলায় এডিক্টেড হয়ে পড়ি। আমি মন প্রাণ দিয়ে নিজের দুঃখ ভুলে গিয়ে এই দুঃখী মেয়েটার সকল দুঃখ কষ্ট বেদনা মুছে দিতে অস্থির হয়ে উঠি। একদিন সাহস করে কমেন্ট দিলাম ওর লেখায়। প্রায় আটচল্লিশ ঘন্টা পরে সে আমার কমেন্টের জবাব দিলো।

তার জবাবটা পেয়ে এক অদ্ভুত ভালোলাগায় মনে ভরে গেলো আমার। মনে হলো ওর সাথে আমার আত্মার কানেকশন বা টেলিপ্যাথীর সুচনা হলো। এক অজানা ভালো লাগায় মন ভরে উঠলো আমার। আমি সারাদিন খুব প্রফুল্ল থাকলাম। এ অনুভুতির কোনো নাম জানা নেই আমার তবে আমার এই প্রায় দু বছরকালীন হাসপাতাল জীবনে এত আনন্দের দিন বুঝি আর আসেনি এমনটাই মনে হচ্ছিলো আমার। সেদিন আমাকে যখন হুইল চেয়ার করে হাসপাতালের বাগানে ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছিলো একজন কম বয়সী নার্স, আমার মনে হলো পাথরকুঁচিই বুঝি এসেছে আমার কাছে। আমি মনে মনে ওর সাথে কথা বলতে থাকি। আমার বিড়বিড় করে বলা কথার রেশ ধরে নার্স যখন বলে ওঠে, স্যার পাথরকুঁচি গাছ কি আপনার খুব পছন্দের? আমার হোস্টেলের বারান্দার টবে প্রচুর আছে। আমি কাল আপনার জন্য এনে দেবো একটা। আমি সম্বিৎ ফিরে চুপ হয়ে থাকি। বলতে পারিনা ওকে এ পাথরকুঁচি কোনো গাছ নয়, সে রক্তমাংসের মানুষ। এই বিশাল যজ্ঞের যজ্ঞময় জগতের কোনে পড়ে থাকা আমারই মত কোনো অপাংক্তেয় কেউ। এক অর্থে তাকে গাছও বলা যেতে পারে। প্রাণ আছে তবে চলৎশক্তিবিহীন। পৃথিবীর এ বিশাল কর্মযজ্ঞে ঠায় নেই তার।

আমার ওকে খুব দেখতে ইচ্ছা করে। একদিন লাজ লজ্জার মাথা খেয়েই হয়তো দেখতে চাইবো ওকে। প্রার্থনা করবো ওর বন্ধুত্বের। কিন্তু সে কি রাজী হবে?

চলবে...


পাথরকুঁচির আগের পর্বগুলি

মন্তব্য ৫৮ টি রেটিং +১২/-০

মন্তব্য (৫৮) মন্তব্য লিখুন

১| ১৩ ই মে, ২০১৭ দুপুর ২:২৩

জেন রসি বলেছেন: এই সিরিজের গল্পগুলো নিয়ে বই প্রকাশের কথা বলেছিলাম। উপন্যাসের হিসাবে প্রকাশ করতে পারেন। এই সিরিজটা বেশ জমে উঠেছিল। আবার ফিরে আসার জন্য ধন্যবাদ। :)

১৩ ই মে, ২০১৭ দুপুর ২:৩৭

স্পর্শিয়া বলেছেন: ফিরে এসেছি এইবার অতঃপরের গল্পগুলো নিয়ে.....

কেমন ছিলো পাথরকুঁচি আর কেমন ছিলো স্পর্শিয়া বা বাকী কথাগুলো ... সে সব নিয়েই...
তবে ......
২০১৫ তে যে গল্পের শুরু তার পরিনতি অনেকটাই ভিন্ন বটে আজ সেই পাঠকেরাও কোথায় কে আছে জানিনা, তবুও লিখছি।

আগেই বলেছি পাথরকুঁচি নিজের জন্যও কিছু লেখে.....

২| ১৩ ই মে, ২০১৭ দুপুর ২:২৪

নাগরিক কবি বলেছেন: আবারো স্বাগতম পাথরকুচি কে B-)

১৩ ই মে, ২০১৭ দুপুর ২:৩৯

স্পর্শিয়া বলেছেন: সেবারে কি নাগরিক কবি পাথরকুঁচির পাঠক ছিলো?

নাগরিক কবি কি নতুন কেউ নয়!

৩| ১৩ ই মে, ২০১৭ দুপুর ২:৩৩

শায়মা বলেছেন: জিনিভাইয়া ইউ আরে অলওয়েজ কু মন্ত্রনা দাতা!!!!!!!! :)

কুমন্ত্রনা দিও না আর!!!!!!!!! উপন্যাস লিখছি বটে তবে বই বের করা!!!!!!! B:-)

যদিও প্রথম পর্বগুলি কল্পনার জালে বন্দি থেকে উড়ে যাওয়া ডানা ভাঙ্গা প্রজাপতির কথা ছিলো।

তবে এবারেরগুলো যে শুধুই কল্পনা নহে তা বুদ্ধি থাকলেই বেশ বুঝে যাবে!!!!!!!

অবশ্য অবশ্য খোলাসা করে দেওয়া হবে সব কিছুই !!!!!! :)

৪| ১৩ ই মে, ২০১৭ দুপুর ২:৩৭

জেন রসি বলেছেন: আমি সাজেস্ট করি। কুমন্ত্রনা দেইনা। :P

১৩ ই মে, ২০১৭ দুপুর ২:৪২

স্পর্শিয়া বলেছেন: বই প্রকাশ করলে সেসব জ্বালিয়ে দেওয়া হতে পারে!

৫| ১৩ ই মে, ২০১৭ দুপুর ২:৪২

নাগরিক কবি বলেছেন: আমি খুঁজতে খুঁজতে একদিন স্পর্শিয়া নিকে যাই। এবং পুরো সিরিজ টা পড়ি। B-) আমি নতূন। আপনাদের ভুবনে :)

১৩ ই মে, ২০১৭ দুপুর ২:৪৪

স্পর্শিয়া বলেছেন: গুড !

আমাদের ভূবনে সুস্বাগতম!

৬| ১৩ ই মে, ২০১৭ দুপুর ২:৪৫

নাগরিক কবি বলেছেন: তাইলে কিছু দেন। এই দুপুরবেলা মানুষ বাড়িতে আসলে ভাত দেয় খাইতে। :D

১৩ ই মে, ২০১৭ দুপুর ২:৪৭

স্পর্শিয়া বলেছেন: সেটা শায়মা কিংবা অপ্সরার বাড়িতে পাওয়া যায়!
আমার বাড়িতে কিচ্ছু নাই
শুধুই আছে অন্তসারশূন্য কিছু কথার ঝাঁপি

যা আমার কাছে মহার্ঘ্য! :)

৭| ১৩ ই মে, ২০১৭ দুপুর ২:৫৩

করুণাধারা বলেছেন: মাঝে মাঝেই পাথরকুঁচির কথা মনে পড়ত!

খুব ভাল লাগছে আবার ফিরে আসায়।

১৩ ই মে, ২০১৭ দুপুর ২:৫৫

স্পর্শিয়া বলেছেন: ধন্যবাদ করুনাধারা।

অসংখ্য ধন্যবাদ আমাকে মনে রাখার জন্য।

৮| ১৩ ই মে, ২০১৭ দুপুর ২:৫৩

শায়মা বলেছেন:

নাগরিক কবি ভাত আর মাছ ভাজা এনেছি! :)

৯| ১৩ ই মে, ২০১৭ বিকাল ৩:০৪

নাগরিক কবি বলেছেন: B-) :) আহহহ! এই না হইলে আপু B-)

১৩ ই মে, ২০১৭ বিকাল ৩:১০

স্পর্শিয়া বলেছেন: সেই বললাম তাদের বাড়ি খানা আছে। ঠিকই নিয়ে আসবে।

১০| ১৩ ই মে, ২০১৭ বিকাল ৩:১২

নাগরিক কবি বলেছেন: হুহ!!!! :-0 আপনে ভালা না। পচা। B:-/

১৩ ই মে, ২০১৭ বিকাল ৩:১৬

স্পর্শিয়া বলেছেন: :(

১১| ১৩ ই মে, ২০১৭ বিকাল ৩:৪৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: উত্তর আমিও জানতে চাই।

১৩ ই মে, ২০১৭ বিকাল ৩:৫১

স্পর্শিয়া বলেছেন: জানানো হবে !
জানাবার জন্যই লিখছি ....

১২| ১৩ ই মে, ২০১৭ বিকাল ৩:৪৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হতাশা দুশ্চিন্তা হৃদয়ভার সবই ভুলে থাকা যায় কাগজ আর কলমের প্রেমে। জমে থাকা সব কষ্টের মেঘ গুলো বৃষ্টির মতো কাগজে ঝরে ঝরে মেঘমুক্ত হয় মনের আকাশ।


গল্পটিতে ভালো লাগা রইল।
শুভকামনা আপনার জন্য

১৩ ই মে, ২০১৭ বিকাল ৩:৫৩

স্পর্শিয়া বলেছেন: নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হতাশা দুশ্চিন্তা হৃদয়ভার সবই ভুলে থাকা যায় কাগজ আর কলমের প্রেমে। জমে থাকা সব কষ্টের মেঘ গুলো বৃষ্টির মতো কাগজে ঝরে ঝরে মেঘমুক্ত হয় মনের আকাশ।

সাইকিয়াটিস্টদের পরামর্শও অনেক সময় এমনই থাকে।

মনের সকল দ্বিধা দ্বন্দ রাগ ক্ষোভ ঝেড়ে ফেলে দিতে কাগজের পাতায়।

একই ভাবে ভালোবাসা ভালো লাগারাও কাগজের বুকে চির জাগরুক করে রাখা যায়....

১৩| ১৩ ই মে, ২০১৭ বিকাল ৪:১৪

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: পোষ্ট এবং উপভোগ্য আলোচনা।।

১৩ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:১৭

স্পর্শিয়া বলেছেন: ধন্যবাদ। :)

১৪| ১৩ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:৪৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: ফেরার একটি ভালো কারণ এটি। :)

১৩ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:৫৪

স্পর্শিয়া বলেছেন: আমিও কারো ফিরে আসার কারণ হতে পারি মানে একটি নিক হয়ে সেটা জেনেই অনেক অনেক খুশি হলাম!

১৫| ১৩ ই মে, ২০১৭ রাত ৮:০৩

হাতুড়ে লেখক বলেছেন: পাথরকুঁচি আমার বেসম্ভব প্রিয়। সুন্দর হয়েছে আপু। সাবলীল এক চুমুকেই শেষ করে দিলাম। পাঠকের কাছে যে প্রশ্নটা রেখেছো তার উত্তর আমি আমার নব নির্মিত টাইম মেশিন যন্ত্র দ্বারা বের করে ফেলতে পারি, কিন্তু করবো না। একটা সত্য কথা কই?

ইর্ষা হয় ভিষণ। ভিষণ ইর্ষা। তোমাকে। তোমার লিখনীকে। সত্যি বলছি। B-)

১৩ ই মে, ২০১৭ রাত ৮:১২

স্পর্শিয়া বলেছেন: ঈর্ষা করো না.....:(

১৬| ১৩ ই মে, ২০১৭ রাত ৮:১৪

হাতুড়ে লেখক বলেছেন: করবোই। না করলে পাপ হবে। :-B

১৩ ই মে, ২০১৭ রাত ৮:২৮

স্পর্শিয়া বলেছেন: ঈর্যা করাই পাপ ! :(

১৭| ১৩ ই মে, ২০১৭ রাত ৯:৩৪

সুমন কর বলেছেন: অনেক দিন পর, আপনার লেখা পেলাম। কেমন আছেন?

ভালো লিখেছেন। আশা করি, নিয়মিত পাবো।

১৩ ই মে, ২০১৭ রাত ৯:৩৯

স্পর্শিয়া বলেছেন: ধন্যবাদ।

নিয়মিত থাকবো কিনা জানিনা।

তবে কিছুদিন পাথরকুঁচির পরবর্তীগুলো লিখবো!

১৮| ১৩ ই মে, ২০১৭ রাত ৯:৩৫

সত্যের ছায়া বলেছেন: লিখে যান।

১৩ ই মে, ২০১৭ রাত ৯:৪৬

স্পর্শিয়া বলেছেন: থ্যাংক ইউ ! :)

১৯| ১৩ ই মে, ২০১৭ রাত ১১:৫২

ধ্রুবক আলো বলেছেন: আপনার লেখায় অনেক মায়া আছে।
পাথর কুচি ভালো লাগলো।
একটা বই বের করে ফেলুন।

১৪ ই মে, ২০১৭ বিকাল ৪:৩৩

স্পর্শিয়া বলেছেন: বই বের করে কি হবে? :(


কারা পড়বে এইসব? :(

২০| ১৪ ই মে, ২০১৭ রাত ১২:২৫

সচেতনহ্যাপী বলেছেন: অনেকদিন পর!! শুভেচ্ছা নেবেন।।

১৪ ই মে, ২০১৭ বিকাল ৪:৩৩

স্পর্শিয়া বলেছেন: শুভেচ্ছা ভাইয়া!

২১| ১৪ ই মে, ২০১৭ দুপুর ১:১২

জেন রসি বলেছেন: গল্পের ভেতরের গল্প। পরের পর্বের অপেক্ষায় থাকলাম।

১৪ ই মে, ২০১৭ বিকাল ৪:৩৫

স্পর্শিয়া বলেছেন: পরের পর্ব কাল আনবো। :)

২২| ১৪ ই মে, ২০১৭ বিকাল ৩:১৯

মোস্তফা সোহেল বলেছেন: সকলেই দেখি আপনাকে চেনে। আমি পুরাতন কিন্তু অনিয়মিত তাই হয়তো আপনাকে চিনি না।
সাবলীল ভাবে লিখে গেছেন পড়ে অনেক ভাল লাগল। পরের পর্ব পড়ার আশায় রইলাম।

১৪ ই মে, ২০১৭ বিকাল ৪:৩৬

স্পর্শিয়া বলেছেন: সাবলীল লেখার প্রশংসার জন্য ধন্যবাদ। অনেকে চেনে জেনে মজা লাগছে! :)

২৩| ১৪ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:২৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: আহা! পাথর কুঁচি!!!

এক অপেক্ষার বেলা গেছে....স্বপ্নীল উত্তেজনার শেষটুকু জানার ... ;)

আশা করি আবারো তেমনি পার হবে সময়..............

:)

+++++

১৪ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:৩৪

স্পর্শিয়া বলেছেন: হ্যাঁ হয়তো আরও বেশিই কিছু

তবে সকল সত্যি কখনই হয়তো খোলাসা হবে না

বা ধোয়াশা রেখে দেওয়াটাই সকলের জন্য মঙ্গল! :)

২৪| ১৪ ই মে, ২০১৭ রাত ৯:০৮

এডওয়ার্ড মায়া বলেছেন: জিনিয়াস স্পর্শিয়া !!!

১৪ ই মে, ২০১৭ রাত ১১:০৫

স্পর্শিয়া বলেছেন: :)

২৫| ১৫ ই মে, ২০১৭ দুপুর ২:১৫

স্পর্শ বিন্দু বলেছেন: ছবিটা খুব ভালো!


















অনেক বড়!











আধা থেকে শুরু করতে ইচ্ছে হচ্ছে না।













স্পর্শিয়া নামটাও সুন্দর!










পড়ার পর কিছু হয়তো বলতে পারবো।









০৭ ই জুন, ২০১৭ বিকাল ৫:১৩

স্পর্শিয়া বলেছেন: থ্যাংক ইউ!

:)

২৬| ১৫ ই মে, ২০১৭ বিকাল ৫:৪৫

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
পাথর কুঁচি!!!

আবার স্বাগতম। :)

০৭ ই জুন, ২০১৭ বিকাল ৫:১৩

স্পর্শিয়া বলেছেন: অনেক অনেক থ্যাংকস!

২৭| ১৮ ই মে, ২০১৭ বিকাল ৩:০৫

অপু তানভীর বলেছেন: পাথরকুঁচি.....। আবার ফিরে এসেছে । চলুক !

০৭ ই জুন, ২০১৭ বিকাল ৫:১৪

স্পর্শিয়া বলেছেন: আবার চলছে! :)

২৮| ২১ শে মে, ২০১৭ দুপুর ২:৫৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: পাথরকুঁচি আবারও জমজমাট হোক।

০৭ ই জুন, ২০১৭ বিকাল ৫:১৫

স্পর্শিয়া বলেছেন: অনেক অনেক থ্যাংকস!

২৯| ২৩ শে মে, ২০১৭ রাত ২:৪১

রুদ্র জাহেদ বলেছেন: পাথরকুচি নতুন রূপে আসছে।এটাকে আগের পর্বের বিশ্লেষণের মত লাগছে। বই করার চিন্তা করতে পারেন।
পরের পর্ব পড়ব :)

০৭ ই জুন, ২০১৭ বিকাল ৫:১৮

স্পর্শিয়া বলেছেন: হ্যাঁ এই পাথরকুঁচি লেখার সময় এবং পরে আমি নানা রকম নিরপেক্ষ পাঠ প্রতিক্রিয়া পাই। সেসবের মধ্যে থেকেই বিশেষ কিছু ঘটনা বা প্রতিক্রিয়াই এই সিরিজগুলোতে লিখে রেখেছি।

অনেক আগেই লিখেছি। সোজা বই আকারেই প্রকাশ করবো ভেবেছিলাম পরে সিদ্ধান্ত বদলে এখানে প্রকাশেরই ইচ্ছা পোষন করেছি।

এ লেখার বিশেষ উদ্দেশ্য, বিধেয় বা এক্সপেরিমেন্ট যেটাই বলি না কেনো সে এক বিশেষ অনুভুতি হয়ে ছিলো এবং থাকবেও বাকীটা জীবন।

৩০| ২৫ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:৪০

হাসান মাহবুব বলেছেন: চলুক।

০৭ ই জুন, ২০১৭ বিকাল ৫:২৩

স্পর্শিয়া বলেছেন: :)
ওকে ! :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.