নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাকতাড়ুয়া

স্পাউট রক

প্রতিটি জিনিসের ভিন্ন ভিন্ন সৌন্দর্য বোঝার ক্ষমতা মানুষের নেই ,যদি কোনো মানুষের থেকে থাকে তবে সে মহামানব নয়ত মহাবেকুব ।

স্পাউট রক › বিস্তারিত পোস্টঃ

প্রসঙ্গ যখন বাংলাদেশি ফ্যান । :)

৩০ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:১০

মজা লাগে বাঙালিদের ইমোশনাল অত্যাচার দেখে । যে রুবেল হোসেনকে বাংলাদেশের অধিকাংশ ফ্যান মূল একাদশে দেখতেই চাইত না , খারাপ পারফর্মেন্সের কারনে গালি দিতেও ছাড়েনি , রুবেলকে আজকের ওয়ানডে ম্যাচে খেলানো মস্ত বড় বোকামির পরিচয় ইত্যাদি ইত্যাদি বলেছেন সেই রুবেল হোসেন আজ বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে এক সুপারহিরোর নাম । আজ যেমন রুবেলকে মাথায় তুলে নিয়ে জয়ধ্বনি দিয়ে সবাই নাচছে , কাল ঠিক তেমনই মাথা থেকে নামিয়ে নিচে ফেলে দিতে একটুও বেশি সময় নেবে না যদি এক ওভারে ২৪ রান দিয়ে ফেলেন তিনি । এর নামই বাঙালি :) সুবিধাবাদী বাঙালি ।



একটা মজার কথা বলে শেষ করি । একাদশের নাম ঘোষনার পর কিছু কিছু পেইজ যখন পোস্ট দিতে লাগলো , এক পেইজের সেরকমই এক পোস্টে এক বাঙালি ফ্যানের কমেন্ট - "এই রুবেল হালার পুত রে দলে নিল ক্যান ? ওর চেয়ে আমি ভালো বোলিং পারি । শালা বাংলাদেশ টিমের কলঙ্ক একটা ।"



ম্যাচ জেতার পর ঐ পেইজে যখন পোস্ট দেওয়া হল , 'রুবেলের হাটট্রিক সহ ৬ উইকেটের উপর ভর করে বাংলাদেশের বড় জয় , বিধ্বস্ত নিউজিল্যান্ড ।' ঐ পোস্টে সেই একই ফ্যানের কমেন্ট ''ওহ রুবেল , ইউ আর দ্যা বস । বাংলাদেশের সুপারহিরো ।'' :)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.