নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাকতাড়ুয়া

স্পাউট রক

প্রতিটি জিনিসের ভিন্ন ভিন্ন সৌন্দর্য বোঝার ক্ষমতা মানুষের নেই ,যদি কোনো মানুষের থেকে থাকে তবে সে মহামানব নয়ত মহাবেকুব ।

স্পাউট রক › বিস্তারিত পোস্টঃ

কিভাবে আসলো বাংলাওয়াশ শব্দটি ?

০৫ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৮

কিভাবে এলো "বাংলাওয়াশ "

শব্দটি ??



১৭ অক্টোবর ২০১০; মিরপুর, ঢাকা ।

উত্তেজনায় ফুঁসছে মিরপুর

শেরেবাংলা স্টেডিয়াম। শেষ ওভারে নিউজিল্যান্ডের জয়ের জন্য চাই

৮ রান ;

বাংলাদেশের চাই ১ উইকেট । রুবেল

হোসেনের প্রথম

বলেই চার মেরে দিলেন কাইল মিলস ! ৫

বলে চাই ৪

রান । পরের বলে রান নেই । তার পরের বল—

লেগ স্ট্যাম্পের

ওপর নিখুঁত ইয়র্কার ; উড়ে গেল মিলসের

স্ট্যাম্প ।

সমুদ্র গর্জন শুরু হয়ে গেল স্টেডিয়ামে ।

খেলোয়াড়রা মেতে উঠলেন

বাঁধভাঙ্গা আনন্দে ।

টেলিভিশনে সবকিছু ছাপিয়ে আতাহার

আলী খানের

একটা চিত্কার শোনা যেতে থাকল—

বাংলাওয়াশ ,

বাংলাওয়াশ !



আতহার আলি খানের বলা শব্দটা এখন

বিশ্বজুড়ে উচ্চারিত হয় ।

নিউজিল্যান্ডের

আরেকটি হোয়াইট ওয়াশ কাণ্ডের পর

যখন

'নিউজিল্যান্ড হেরাল্ড'-এর

মতো পত্রিকা বাংলাওয়াশ

লেখে , তখন আতাহার আলী খান গর্ব

করতেই পারেন । :)

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৫ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৬

আরিফা হক বলেছেন: সেই দিন দূরে নাই যখন বাংলাদেশ সবাইকে বাংলাওয়াশ করে ওয়ার্ল্ডকাপ জিতবে B-))

২| ০৫ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:১০

কালবৈশাখীর ঝড় বলেছেন: Click This Link

৩| ০৫ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:২০

স্পাউট রক বলেছেন: হ্যা এমন দিন আসলেই অনেক কাছে চলে এসেছে । আগে এমন হত যে বাংলাদেশ যদি কোনো ম্যাচ জিতে যেত বলা হত যে দুর্ঘটনা , কিছুদিন পর এমন হবে যে বাংলাদেশ যদি কোনো ম্যাচ যদি হেরে যায় তাহলে বলা হবে যে দুর্ঘটনা ।

আমাদের প্রয়োজন আরো অনেক বেশি সিরিজ আর ম্যাচের ব্যাবস্থা করা । যেখানে অধিকাংশ টিম সিরিজ খেলে ৫ ম্যাচ অথবা ৭ ম্যাচের আর আমরা পাই ৩ ম্যাচের সিরিজ । বছরে মাত্র ৮ টি ওয়ানডে খেলা টিমের জন্য উন্নতি করা একটু কষ্টসাধ্য ব্যাপার । কিন্তু বাংলাদেশ টিম সকল প্রতিকুলতা অতিক্রম করেই ধারাবাহিক ভাবে উন্নতি করছে এবং করবে ।

৪| ০৫ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:১৫

তূর্য হাসান বলেছেন: আপনার ধারণা পুরোপুরি ঠিক নয়। কারণ একটি জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতার লিড হেডিংয়ে (খেলার দিন) বাংলাওয়াশ শব্দটি ছিল। যে হেডিংটা তৈরি এবং ছাপা হয়েছিল আগের দিন রাতে।
যাই হোক এটা বড় কথা নয়। বাংলাদেশ যে নিউজিল্যান্ডকে বাংলাওয়াশ করেছে এটাই বড় কথা।

৫| ০৫ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:২৬

স্পাউট রক বলেছেন: হতে পারে তূর্য হাসান , হয়ত ব্যাপারটা আমার নজর এড়িয়ে গেছে । ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.