![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রতিটি জিনিসের ভিন্ন ভিন্ন সৌন্দর্য বোঝার ক্ষমতা মানুষের নেই ,যদি কোনো মানুষের থেকে থাকে তবে সে মহামানব নয়ত মহাবেকুব ।
‘যে লোক সুন্দরী তরুণীকে চুমু খেতে খেতে গাড়ি চালাতে পারে সে আসলে চুমুটার
প্রতি মনযোগী নয় ।’ কথাটা কোনো লেখক ,
কবি কিংবা নায়ক-নায়িকার
মুখে শোনালে মানা যেত । কিন্তু অমোঘ এ
বাণী উচ্চারিত হয়েছে বিশ্বের
সবচেয়ে খটমটে বিষয়ের
বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইনের মুখ
দিয়ে !
বিজ্ঞানী মশাই
ভেবেচিন্তে দেখেছেন ,
মনযোগী হলে ওই
চুমুর প্রতিই হওয়া উচিৎ , গাড়ির
প্রতি নয় ! আইনস্টাইন যে প্রেমিক পুরুষ
ছিলেন তা জানা কথা ,
তবে কথাটা ফেলে দেওয়ার মতো নয় ।
সময়ে সময়ে চুমুর
প্রতি মনযোগী হওয়াটা আমাদের অবশ্য
কর্তব্য । কেন ?
নিম্নে ৬টি কারণ
দর্শানো হল -
চুমু যখন আঠাঃ
প্রেমের সম্পর্কে চুমু
রীতিমতো আঠা হিসেবে কাজ করে । এর
বৈজ্ঞানিক ব্যাখ্যাও আছে ।
প্রতিটি চুমুতে শরীরে নিঃসৃত হয়
বিশ্বাস ও আস্থা বৃদ্ধির হরমোন
অক্সিটসিন । আর বিশ্বাসই তো সম্পর্কের
সিমেন্ট ।
রোগ সারাতেঃ
চুমুর জৈবিক আদান প্রদানে বেড়ে যায়
রোগ প্রতিরোধ ক্ষমতা । তাৎক্ষণিক
প্রতিক্রিয়ায় ভাইরাসের বংশবৃদ্ধিও
ব্যহত হয় । তবে এক্ষেত্রে চুমুটা যদি হয়
দৈহিক মিলনের অনুষঙ্গ , তবে রোগ
প্রতিরোধ ক্ষমতা বাড়বে দ্বিগুণ গতিতে ।
সুখের সূত্রঃ
চুমু খেলে এনডোফিন ও এনডোরফিনস
নামে দুটো আলাদা হরমোন
একইসঙ্গে ছড়িয়ে যায় শরীরময় ।
দুটোই সুখানুভূতির হরমোন ।
বিষণ্ণতা কাটাতে তাই মনোবিজ্ঞানীর
চেম্বারে ছোটার আগে চুমু খেয়ে দেখুন ।
ব্যথানাশকঃ
চুমু মানেই হরমোনের খেলা । আবেগঘন
চুমুতে নিঃসরণ ঘটবে অ্যাড্রিনালিনের ।
পেইনকিলার হিসেবে যার জুড়ি নেই ।
মাথাব্যথা থাকা অবস্থায় যারা চুমু
খেয়েছেন তাদের অনেকেই বলেছেন ,
চুমুই হতে পারে আসল প্যারাসিটামল ।
চাপ কমাতেঃ
দিন শেষে নিজেকে ক্লান্ত বিধ্বস্ত
মনে হলে এর জন্য দায়ী করুন চাপের
হরমোন করটিসলকে । তবে চুমু খেলেই ফের
চাঙ্গা । কেননা , চুমুর
ফলে কমে আসে করটিসলের মাত্রা ।
কমাবে ওজনঃ
ওজন কমাতে ক্যালোরি পোড়াতে হবে বেশি বেশি ।
এখানেও চুমুর চমৎকারিত্ব দৃশ্যমান !
ব্যয়াম করার সময় শ্বসনের গতি বাড়ে ,
আর চুম্বনের সময় সেটার
গতি বাড়ে দ্বিগুণ ! আবার মুখের
ব্যায়ামও
করিয়ে ছাড়ে এই চুমু ।
যাতে টিকে থাকে চেহারার তারুণ্য ।
তো , নিজের প্রিয়জনকে চুমু খেতে যারা অজুহাত হাতড়ে বেড়াচ্ছেন ,
তাদের নিশ্চয়ই আর
মাথাকুটে মরতে হবে না । সুযোগ খুঁজুন , অজুহাত তো আছেই ।
২| ২৪ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:১১
স্পাউট রক বলেছেন: গবেষণা করেছেন বিজ্ঞানীরা । আমি তো প্রকাশের মাধ্যম মাত্র ।
©somewhere in net ltd.
১|
২৪ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:০০
কান্ডারি অথর্ব বলেছেন:
চুমু নিয়ে দেখি ব্যাপক গবেষণা করে ফেলেছেন। পুরোই চুমুময় পোস্ট।