![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রতিটি জিনিসের ভিন্ন ভিন্ন সৌন্দর্য বোঝার ক্ষমতা মানুষের নেই ,যদি কোনো মানুষের থেকে থাকে তবে সে মহামানব নয়ত মহাবেকুব ।
ব্রেকিং নিউজ ! ব্রেকিং নিউজ !
শিরোনাম দেখে আগেভাগেই স্ট্যটাস পড়ার প্রতি উত্সাহিত হইয়েন না । আশে পাশে এত ব্রেকিং নিউজের ব্রেকফেল অবস্থা দেখে ব্রেকিং নিউজের সংজ্ঞাটাই ভুলতে বসেছি ।
''ব্রেকিং নিউজ ! এসএসসি ও এইচএসসির সাজেশন এখন পাওয়া যাচ্ছে অমুক পেইজে ।''
''ব্রেকিং নিউজ ! প্রতিদিন ২০০ টাকা আয় করতে লাইক দেন অমুক পেইজে ।''
''ব্রেকিং নিউজ ! প্রতিদিন একটি করে প্রেমের টিপস পেতে লাইক দিন অমুক পেইজে ।''
''ব্রেকিং নিউজ ! সুন্দর হওয়ার টিপস পেতে চোখ রাখুন অমুক পেইজে ।''
বর্তমানে ব্রেকিং নিউজ গুলোর অবস্থা এখন অনেকটা এমন ই । বিবর্তনের যুগে ব্রেকিং নিউজগুলো যখন রেডিও আর টিভি ছেড়ে ফেবুতেও আস্তানা গাড়ে ব্রেকিং নিউজগুলো তখন বিবর্তিত হয়ে এন্টারটেইনিং নিউজে পরিণত হয় ।
আগে কোনো বিশেষ বিশেষ ঘটনাগুলোর ব্রেকিং নিউজ হত আর এখন ফেবুর নিউজ ফিডে ৫ মিনিট পর পর ই ব্রেকিং নিউজ লেখা সমৃদ্ধ পোস্ট ভেঁসে ওঠে স্ক্রীনে । আরো কয়েকদিন পর ব্রেকিং নিউজ গুলোর অবস্থা হবে অনেকটা এরকমঃ
>জনৈক অফিসগামী যাত্রীর স্ট্যাটাসঃ 'ব্রেকিং নিউজ ! বহু কষ্টে বাসে উঠতে পারলাম ১ ঘন্টা ধরে লাইনে দাঁড়ায়ে থাকার পর ।'
>ভবঘুরে পথিকের স্ট্যাটাসঃ 'ব্রেকিং নিউজ ! পাবলিক টয়লেটে ঢুঁইকা কাম সারার পর দেখি বদনা নাই , প্লিজ হেল্প মি ।'
>ফাঁকিবাজ ছাত্রের স্ট্যাটাসঃ 'ব্রেকিং নিউজ ! ক্লাস ফাঁকি দিয়ে আজ সিনেমা দেখতে গেছিলাম । কি মজা !'
>রোডসাইড রোমিওর স্ট্যাটাসঃ 'ব্রেকিং নিউজ ! জলিকে আজ রাস্তায় দেখলাম । আমাকে দেখে কি হাসিটাই না দিল । আমার দিল তো খুশিতে আগডুম বাগডুম করতেছে ।'
>জনৈকা আয়না সুন্দরীর স্ট্যাটাসঃ '(আয়নার সামনে তোলা একটা ছবি আপলোড করে) Breaking News ! Guys , amake dekhte shundor lagche na ?
>পিকেটারের স্ট্যাটাসঃ 'ব্রেকিং নিউজ ! আজ আস্ত একটা দুইতলা বাসে আগুন লাগাইয়া দিছি । আমার তো পিকনিক পিকনিক ফিলিংস হইতেছে । ঐ তোরা কে কে ছিলি লাইক দে ।'
>এরশাদ কাগুর স্ট্যাটাসঃ 'ব্রেকিং নিউজ ! আমি ছাড়া সব বেঈমান , তাই আমি নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত ফিরিয়ে নিলাম । আমি এখন নিঃস্বার্থ ভালবাসা দেখতে যাব ।'
আর সবার ব্রেকিং নিউজ যাই হোক , ছোট্ট একটা ব্রেকিং নিউজের ঘটনা দিয়ে শেষ করি ।
''আমার ফ্রেন্ডলিস্টেড এক ছেলে দেখি সব স্ট্যাটাসের শুরুতেই 'ব্রেকিং নিউজ' লিখে তারপর লেখা শুরু করে । তো একদিন তাকে অনলাইনে পেয়ে জিজ্ঞেস করার উত্সাহ দমিয়ে রাখতে পারলাম না ।
>ভাই , মানুষ তো সাধারণত 'বিসমিল্লাহ' বা 'আসসালামুআলাইকুম' দিয়ে লেখা শুরু করে তা আপনি ব্রেকিং নিউজ দিয়ে শুরু করেন যে , কোনো নিউজ তো থাকে না ?
>কি আর করব বলেন ভাই , আমার স্ট্যাটাসে লাইক/কমেন্ট দুরে থাক কেউ পড়েও দেখে না , তাই এই পন্থা অবলম্বন করা । এখন লাইক না পেলেও কিছু ভালোমন্দ কমেন্ট তো পাই ।
আমি কিছুক্ষন হা করে স্ক্রীনের দিকে তাকিয়ে থাকলাম , অতঃপর লগআউট করে বের হয়ে আসলাম ।''
'জয় বাবা ব্রেকিং নিউজ ।'
©somewhere in net ltd.