![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রতিটি জিনিসের ভিন্ন ভিন্ন সৌন্দর্য বোঝার ক্ষমতা মানুষের নেই ,যদি কোনো মানুষের থেকে থাকে তবে সে মহামানব নয়ত মহাবেকুব ।
চলে গেলেন বিশ্বের অন্যতম
বিপ্লবী নেতা 'ব্লাক এঞ্জেল' খ্যাত
নেলসন ম্যান্ডেলা (Nelson Rolihlahla
Mandela : 18
July 1918 - 5 December 2013) ।
সারাজীবন লড়াই করে গেছেন দেশের
মানুষের জন্য ,
অধিকারের জন্য ,
সুবিচারের জন্য সেই লড়াকু
যোদ্ধা জীবনযুদ্ধে পরাজিত হলেন মৃত্যু
নামক অনিবার্য , অপ্রতিরোধ্য
সৈনিকের কাছে ।
ঈশ্বর তার আত্মাকে শান্তি দান করুক ।
আমিন ।
২| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৪৩
মাসুম আহমদ ১৪ বলেছেন: এই কিংবদন্তী নেতার প্রতি রইলো শ্রদ্ধা
৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০৯
স্পাউট রক বলেছেন: নেলসন ছিলেন একজন অবিসংবাদিত বর্নবাদ বিরোধী নেতা । বহু যুগ অপেক্ষার পর পৃথিবী কিছু এমন মানুষ পায় । এরকম সকল নেতাদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা ।
৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:১১
স্পাউট রক বলেছেন: কয়েকজন দরকার নেই । বাংলাদেশে যদি এরকম একজন নেতা থাকত আমূল পরিবর্তন এসে যেত ।
©somewhere in net ltd.
১|
০৬ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৩১
সাদা মনের মানুষ বলেছেন: এই মহান নেতার প্রতি আমার অনেক অনেক ভালোবাসা ।