নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাকতাড়ুয়া

স্পাউট রক

প্রতিটি জিনিসের ভিন্ন ভিন্ন সৌন্দর্য বোঝার ক্ষমতা মানুষের নেই ,যদি কোনো মানুষের থেকে থাকে তবে সে মহামানব নয়ত মহাবেকুব ।

স্পাউট রক › বিস্তারিত পোস্টঃ

গিনেস বুকে বাংলাদেশ

১৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৪৫

গিনেস বুক অব রেকর্ডস এ

বাংলাদেশের রেকর্ডসমূহঃ

----------------------------



১) পৃথিবীর সবচেয়ে বড় ব'দ্বীপ বাংলাদেশ ।



২) সবচেয়ে বড় শীল পড়েছিলো ২.২ পাউন্ড ওজনের , গোপালগন্জে ১৪ এপ্রিল ১৯৮৬ সালে ।

এই ঝড়ে ৯২ জন

মারা যায় ।



৩) সবচেয়ে বড় মানববন্ধন ১১ ডিসেম্বর ২০০৪ সালে । ৫০ লাখ লোক নিয়ে আওয়ামী লীগ ৬৫২

মাইল লম্বা এ মানব বন্ধন

করেছিলো টেকনাফ

থেকে তেতুলিয়া পর্যন্ত ।



৪) বগুড়ার মোহাম্মদ রজব আলী । উনার

নাতিনাতনীর সংখ্যা ৫

শতাধিক । ১১৫ বছর

বয়সে তিনি মারা যান । গিনেস বুকে তার

নাম সুপার গ্রান্ডফাদার

হিসেবে উল্লেখ করা আছে ।



৫) জোবেরা রহমান লীনু জাতীয় টেবিল

টেনিস চ্যাম্পিয়নশিপে ১৬ বার জিতে সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন হিসেবে নাম লিখিয়েছেন

গিনেস বুকে ।



৬) সবচেয়ে কম বয়সী বিবাহিত দম্পতি । ১৯৮৬ সালে আমিনপুর , পাবনাতে দু পরিবারের দ্বন্দ

মেটাতে ১১ মাসের এক ছেলের সাথে ৩ মাসের এক মেয়ের বিয়ে দেয়া হয় !



৭) ২০১৩ সালের ১৬ ডিসেম্বর , প্যারেড

গ্রাউন্ডে সৃষ্টি হলো মানবপতাকা তৈরির

বিশ্ব রেকর্ড ; অংশ নিল ২৭ হাজার ১১৭ জন । বিশ্বের

সবচেয়ে বড় মানব

পতাকা তৈরি করে গিনেস বুকে নাম লেখালো বাংলাদেশ । এর আগে এ রেকর্ড ছিল পাকিস্তানের দখলে ।



৮) ১৬ ডিসেম্বর , ২০১৩ । বাংলাদেশের ৪৩ তম

বিজয় দিবসে ৩ লাখের

বেশি বাঙালি এক

সময়ে একসঙ্গে গাইলেন তাদের প্রাণের জাতীয় সংগীত । আরও একটি বিশ্ব রেকর্ড গড়লো বাংলাদেশ । এর আগে এ রেকর্ড ছিল ভারতের দখলে ।



বাংলাদেশের আরো কিছু রেকর্ডের অপেক্ষায় থাকলাম ।

মন্তব্য ২০ টি রেটিং +০/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৫৪

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: আশা করি এই পোস্টটাও প্রিয়তে নেয়ার রেকর্ড হবে :)

আত্মপরিচয়ে বলীয়ান হও বাঙালি!

সামনে পুরো পৃথিবী। সামনে উদার জমিন।

২| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:২১

দূষ্ট বালক বলেছেন: আরেকটা রেকর্ড আছে, ষ্টপলার পিন দিয়ে হাতে বানানো দীর্ঘ শিকল বানানোর প্রথম বিশ্ব রেকর্ড

৩| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:২৬

ফ্রম_দা_জিরো বলেছেন: ভাল লাগল।

৪| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:২১

বাঁশ আর বাঁশ বলেছেন: বাল্পোস্ট।।।। পতাকার রেকর্ড টাই দিলেন না?

৫| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৩০

কাফের বলেছেন: দুই নাম্বার রেকর্ড না হইলেই ভালো লাগতো!!

তবে পোষ্ট ভালো লাগলো

৬| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১৩

স্পাউট রক বলেছেন: একমত লিসানি ভাই , আত্মপরিচয়ে বলীয়ান
হও বাঙালি । :)

৭| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১৫

স্পাউট রক বলেছেন: হয়ত ভুলবশত বাদ পড়ে গেছে ষ্ট্যাপলার পিনের রেকর্ড টা , ভুল তো হতেই পারে । ধন্যবাদ আপনার তথ্যের জন্য আরেকটু ডিটেইলসে যদি দিতেন ভালো হত @দূষ্ট বালক ভাই ।

৮| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১৬

স্পাউট রক বলেছেন: ধন্যবাদ ফ্রম_দা_জিরো ভাই

৯| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১৭

স্পাউট রক বলেছেন: পতাকার রেকর্ডটাও দিয়েছি । ৭ নং রেকর্ড টা দেখুন @বাঁশ ভাই ।

১০| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১৯

স্পাউট রক বলেছেন: কাফের ভাই আপনার কথা ঠিক । কিছু কিছু রেকর্ড এমন বেদনাদায়ক ও হয় । কিন্তু রেকর্ড বলে কথা , তাই দিতে হল ।

১১| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:০১

চারশবিশ বলেছেন: ৭ ও ৮ জানলাম, আগেরগুলো তো কিছুই জানতামনা

১২| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:০৮

স্পাউট রক বলেছেন: সত্যি কথা বলতে কি , আমিও সবগুলো জানতাম না । কয়েকটা জানতাম মাত্র । :D @চারশবিশ ভাই

১৩| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩৪

দূষ্ট বালক বলেছেন: ষ্টপলার পিন দিয়ে হাতে বানানো দীর্ঘ শিকল বানানোর প্রথম বিশ্ব রেকর্ড

খবরটি কালের কন্ঠের সাপ্তাহিক ম্যাগাজিন রাজকূঠে পড়েছি, এ নিয়ে দীর্ঘ এক ফিচার ছিল। বাংলাদেশি এক তরুন ছাত্র দু্ষ্টমিচ্চলে এক একটি ষ্টপর্লার পিন জোড়া লাগাতে লাগাতে এক সময় দীর্ঘ এক শিকল বানিয়ে ফেলল, তারপর তা গিনিস বুকে ওঠে। এই মহূর্তে সেই ম্যাগাজিনটির লিংক আমার কাছে সংরক্ষিত নেই।

১৪| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০৩

স্পাউট রক বলেছেন: ধন্যবাদ বালক ভাই । আমি খুঁজে দেখব ।

১৫| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:৪৫

স্পাউট রক বলেছেন: Click This Link এই লিংক টা দেখতে পারেন ।

১৬| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫৮

দূষ্ট বালক বলেছেন: হ্যা ভাইয়া এটাই, আমি ব্যক্তিগত ভাবেও অনেক খুজে ছিলাম। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই বিরল রেকর্ডের মালিক বাংলাদেশি ছাত্র শিহাব আহমেদের ফেসবুক পেজটি খুজে বের করার জন্য

১৭| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫৯

দূষ্ট বালক বলেছেন:

১৮| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:১৭

স্পাউট রক বলেছেন: ধন্যবাদ ভাই । কিন্তু আমি ঠিক সিউর হয়ে বলতে পারছি না একটা নিউজ দেখলাম এমন যে , রিসেন্টলি অন্য একজন এই রেকর্ডটি ভেঙ্গে নতুন রেকর্ড গড়েছেন ।

১৯| ২০ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০১

দূষ্ট বালক বলেছেন: হ্যা বুঝতে পেরেছি আপনি নিশ্চাই কানাডা নাগরিকের কথা বলছেন। তিনি কিন্ত এ রেকর্ডটি গড়েছেন ২০১১তে, আর বাংলাদেশি শিহাব এটি গড়েছে ২০০৭এ......আর সেটিই ছিল এ বিভাগে প্রথম বিশ্ব রেকর্ড

২০| ২০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৫৭

স্পাউট রক বলেছেন: জ্বী ভাই ঠিক ধরেছেন @দূষ্ট বালক ।
রেকর্ড তো গড়া ই হয় ভাঙ্গার জন্য । কেউ না কেউ তো একদিন ভাঙ্গবেই । অদূর ভবিষ্যতে হয়ত এই রেকর্ড ও ভেঙ্গে আবার নতুন রেকর্ড গড়বে এই দেশেরই কোনো এক প্রান্তের নাগরিক ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.