নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাকতাড়ুয়া

স্পাউট রক

প্রতিটি জিনিসের ভিন্ন ভিন্ন সৌন্দর্য বোঝার ক্ষমতা মানুষের নেই ,যদি কোনো মানুষের থেকে থাকে তবে সে মহামানব নয়ত মহাবেকুব ।

স্পাউট রক › বিস্তারিত পোস্টঃ

বিড়ম্বনা !!

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ১১:৪৩

ছিলাম এক ছোট ভাইয়ের বাসায় । রাস্তায় বের হতে একটু ভয় ভয় ই লাগছিল , তবুও বের হলাম । কারন বাসায় তো ফেরা লাগবেই । যদিও এমন কোনো আহামরি দূরে না বাসা তারপরও নির্বাচনী হাওয়া বলে কথা । ককটেল আর আর্মির ভয়ে ১০ মিনিটের রাস্তা ও আধা ঘন্টার রাস্তা মনে হয় ।



বুকে প্রায় কেজি খানেক সাহস সঞ্চয় করে বের হলাম রাস্তায় । আমার সামনে পিছনে একটা মানুষ ও নাই । ফাঁকা রাস্তা , কয়েকটা শেয়াল উকিঝুকি মারছে আর টিমটিমে ল্যাম্পপোস্ট । উপরে অন্ধকার আকাশ আর আর নিচে শূন্য রাস্তার শীতের নীরবতা ভেঙ্গে খানখান করে পরপর দুইটা ককটেল ফুটল পাশের রাস্তাতেই । ঝেড়ে একটা দৌড় দিব নাকি ভাবতে ভাবতেই আরেকটা ফুটল । অনেক ভেবে দেখলাম দৌড় দিলে পুলিশের সন্দেহে পড়ার আশংকা বহুগুন ।



কথায় আছে না , 'যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয় ।' কথাটার সার্থকতা বুঝতে পারলাম আজ । সন্ধ্যা তো নয় একদম রাত হয়ে গেল । বাড়ির কাছাকাছি আসতেই দেখি মোড়ের উপর পুলিশের গাড়ি (ভাগ্য ভালো আর্মির ছিল না) । জিজ্ঞাসাবাদ করা শুরু করল । তারপর কথোপকথন ছিল অনেকটা এরকম _



পুলিশঃ এতরাতে বাইরে কি ?

আমিঃ ইয়ে , রাত তো বেশি হয় নি , সাড়ে ৯ টা বাজে মাত্র তাই চা খাইতে বাইর হইছিলাম ।

পুলিশঃ ফাইজলামি কর ? রাস্তাঘাট ফাঁকা এর মাঝে চা খাইতে বের হওয়ার কি দরকার ? বাসায় থাকা যায় না ? আইডি কার্ড আছে ? কই দেখি ।



পকেট থেকে আইডি কার্ড বের করে দিলাম । পুলিশ অফিসারের চেহারার হাবভাব দেখে মনে হল আইডি কার্ড উনার পছন্দ হয় নাই । পাশের আরেক কমবয়সি পুলিশের দিকে তাকিয়ে আমাকে সার্চ করার ইঙ্গিত দিল । তিনবার করে সার্চ করেও সন্দেহজনক কিছু না পেয়ে ব্যার্থ হয়ে হতাশ ভাবে বড় অফিসারের দিকে তাকাল বেচারা পুলিশটা । উনি আবার আমার দিকে মনোনিবেশ করলেন ।



পুলিশঃ বাড়ি কই ?

আমিঃ জ্বী এইতো এই রাস্তা দিয়ে যেয়ে একটু সামনেই । ডানদিকের গলি তে ।

পুলিশঃ বাপের নাম কি ? বাপ কি করে ?

আমিঃ দিলাম উত্তর ।

পুলিশঃ ককটেল মারছে কে দেখছ নাকি ?

আমিঃ জ্বী না দেখি নাই । আমি তো চা খাইতে ছিলাম ।

পুলিশঃ ভোটের আগে রাতের বেলা এইভাবে বাইরে ঘুরাঘুরি করতে হয় না জানো না ? ভোটার না তুমি ? নিয়ম কানুন জানো কিছু ? জানা তো উচিত ।

আমিঃ না মানে , আসলে ভোট তো দিব না তাই অত কিছু চিন্তা করি নাই আর কি ।

পুলিশঃ ভোট দিবা না ক্যান ? ভোট নাগরিক অধিকার এইটা জানো না ? তোমাদের মত মাথামোটা তরুনরা ভোট না দিলে সরকার নির্বাচন হবে কি ভাবে ? দেশ চালাবে কে ?

আমিঃ জ্বী আঙ্কেল তা তো জানি । তবে এখনও জাতীয় পরিচয়পত্র পাই নি তো তাই ভোটকেন্দ্রে যাইতে ভয় লাগে , কখন কি হয় কেউ কি বলতে পারে । (আঙ্কেল বলাতে ক্যান জানি পুলিশটা নরম হইয়া গেল ।)

পুলিশঃ অত কথার দরকার নাই । সোজা বাড়িতে যাও । একদম বাইরে ঘোরাঘুরি করবা না । সোজা হাঁটা দাও । অন্য কোনোদিকে গেলে খবর আছে , আমি দেখতেছি কিন্তু ।

আমিঃ জ্বী আচ্ছা ।



কোনোমতে ছাড়া পেয়ে বাসার দিকে অনেকটা জগিং করার মত স্টাইলে দৌড় দিলাম । ভাগ্য ভালো বলতে হবে যে , ভোট প্রসঙ্গ উঠে আসাতে জাতীয় পরিচয়পত্রের উছিলা দিয়ে কোনোমতে এড়িয়ে যেতে পারলাম । রাজনীতি নিয়ে আমার মহাজাগতিক মতামত প্রদান করা শুরু করলে যে কি হত তা মহান আল্লাহ তাআলা ই ভালো জানেন ।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ১১:৪৫

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
অন্য কোনোদিকে গেলে খবর আছে কিন্তু।

২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ১১:৪৮

সুমন কর বলেছেন: রাতে আর বাহির হইয়েন না! |-)

৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫৩

মোঃ আনারুল ইসলাম বলেছেন: সংবিধান অনুযায়ী ভোটের আগের রাতে বের হতে বারণ। ;)

৪| ০৫ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৮:১৬

েফরারী এই মনটা আমার বলেছেন: কবি বলেছেন,
পাগলের সুখ মনে মনে ,
রাইত হইলে তারা গুনে ।।
কবি উপরোক্ত কবিতায় একটি বিশেষ শ্রেনীর পাগলের বৈশিষ্ট্য বর্ননা করেছেন।
কি সেই বৈশিষ্ট্য?
এদের কথাবার্তা মোটামুটি স্বাভাবিকই থাকে।শুধু তারা কল্পনার জগতে বাস করে ,আর যা দেখে মুলতঃ সবই তার দাবী করে।ভাবটা এমন গোটা দুনিয়ারই বাদশাহ্‌ সে।রাস্তায় রাস্তায় ঘুরে বেরায়। রাস্তায় ছদ্মবেশে বেড়াছ্ছে প্রজাদের অবস্হা দেখার জন্যে। এ ভাবের জগতে থাকার কারনে সারাদিন সে খুব সুখে থাকে।ভাবতে থাকে রাতের বেলা সে তার রাজপ্রসাদে ফিরে যাবে।
কিন্তু যখন রাতের বেলা হয় তখন ফুটপাতে শুয়ে আকাশের তারা গুনে।
এই হইলো Mango peaple....। আমরা ৫ বছরে একবার কোন একটা মার্কায় সীল মারার সুযোগ পেয়ে ঐ পাগলের মতো নিজেকে দেশের মালিক মনে করি।বাকি ৫ বছর রাস্তায় রাস্তায় ঘুরি।
Click This Link

৫| ০৫ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৮:৪৯

উদাস কিশোর বলেছেন: :P
ভোটের দিন আছ :D :D
শুভকামনা থাকলো

৬| ০৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:২১

স্পাউট রক বলেছেন: মাথা খারাপ অন্য দিকে যাব ? :p লকআপে ঢুকায়ে দিলে ব্লগে আসা যদি বন্ধ হয়ে যায় ! একটা ভয় আছে না ? @স্বর্ণা

৭| ০৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:২২

স্পাউট রক বলেছেন: না ভাই বাইর হই নি আর । :D @সুমন

৮| ০৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:২৪

স্পাউট রক বলেছেন: কেমনে জানুম ভাই ! :( সংবিধান যে মুখস্ত নাই । @আনারুল

৯| ০৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:২৫

স্পাউট রক বলেছেন: কি যে বলেন না ভাই । :D @ফেরারি

১০| ০৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:২৬

স্পাউট রক বলেছেন: ধন্যবাদ @কিশোর ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.