নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাকতাড়ুয়া

স্পাউট রক

প্রতিটি জিনিসের ভিন্ন ভিন্ন সৌন্দর্য বোঝার ক্ষমতা মানুষের নেই ,যদি কোনো মানুষের থেকে থাকে তবে সে মহামানব নয়ত মহাবেকুব ।

স্পাউট রক › বিস্তারিত পোস্টঃ

বন্ধু বলে কথা !

২৩ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:৫৩

ভারত বলেছে বাংলাদেশের টেস্ট খেলার দরকার নাই । - আহা বন্ধু যখন বলেছে , ভালোর জন্যই বলেছে । এমন বন্ধু ক জনার ভাগ্যে জোটে ??



পুরো ক্রিকেট বিশ্বের ক্ষমতা আর

লাভের মন্ডামিঠাই তিন দেশের

মধ্যে ভাগ-বাঁটোয়ারার প্রস্তাবিত

‘সংস্কার’ প্রস্তাবের কঠোর

সমালোচনা করেছে ক্রিকেটারদের

আন্তর্জাতিক সংগঠন ফিকা। আজ

সংস্থাটি বলেছে, ‘তিন

জমিদার’কে রুখতে টেস্টের

বাকি সাতটি দেশের ঐক্যবদ্ধ উদ্যোগ

নেওয়া উচিত। ভারতের

সঙ্গে ক্রিকেটীয় কূটনীতির

চাপে নতজানু হওয়া উচিত হবে না।

তাতে আখেরে ক্ষতি হবে নিজেদেরই।

এই সাতটি দেশ ঐক্যবদ্ধ হয়ে আইসিসির

সভায় ভেটো দিলে ভারত,

অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের কিছুই

করা সম্ভব হবে না।

প্রস্তাবিত এই সংস্কার প্রস্তাবের

ফলে আন্তর্জাতিক ক্রিকেটের ভবিষ্যত্

নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে ফিকা।

ফিকার প্রধান নির্বাহী পল মার্শ

নিজে অস্ট্রেলিয়ান। তাঁর

বাবা অস্ট্রেলিয়া দলের সাবেক

তারকা রডনি মার্শ। তার পরও নিজ

দেশের স্বার্থ ভুলে তিনি ভাবছেন

ক্রিকেটের ভবিষ্যত্ নিয়ে। এক

বিবৃতিতে মার্শ বলেছেন, ‘সংস্কার

প্রস্তাবটি এমনভাবে বানানো হয়েছে,

যাতে প্রায় সব ক্ষমতাই ভারত,

অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের তিন

বোর্ডের হাতে চলে যাবে। ক্রিকেটের

এটি পাওনা ছিল না।

ফিকা সর্বতোভাবে আইসিসির

বাকি সাতটি দেশের বোর্ড সদস্যদের

আহ্বান জানাচ্ছে আগামী সপ্তাহের

বোর্ড সভায় এই প্রস্তাব প্রত্যাখ্যান

করার। এটার ওপরই নির্ভর

করছে ক্রিকেটের ভবিষ্যত্।’

আইসিসির সংবিধান অনুযায়ী এই

সংস্কার প্রস্তাব পাস

করতে হলে ১০টির মধ্যে সাতটি ভোট

দরকার হবে। ওই তিনটি দেশ তো এই

প্রস্তাবের পক্ষে আছেই,

বিস্ময়করভাবে ক্ষতিগ্রস্ত হলেও

নিউজিল্যান্ডও অনানুষ্ঠানিক সমর্থন

জানিয়েছে। ক্ষমতাধর ভারতীয়

ক্রিকেট বোর্ডের

চাপে রাজি হয়ে যেতে পারে আরও কেউ

কেউ। তবে দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও

পাকিস্তান এরই মধ্যে এই প্রস্তাবের

বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এই

তিনটি দেশ যদি অটল থাকে, তাহলে এই

দেশের পক্ষে আর একটি দেশ যুক্ত হলেই

ভেস্তে যাবে তিন জমিদারের সব

পরিকল্পনা। প্রশ্ন হলো, ভারতের চোখ

রাঙানি অগ্রাহ্য করে ‘না’ ভোট

দেবে কে?



বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেন আর নির্বুদ্ধিতার পরিচয় না দেয় সে অপেক্ষায় রইলাম ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.