নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাকতাড়ুয়া

স্পাউট রক

প্রতিটি জিনিসের ভিন্ন ভিন্ন সৌন্দর্য বোঝার ক্ষমতা মানুষের নেই ,যদি কোনো মানুষের থেকে থাকে তবে সে মহামানব নয়ত মহাবেকুব ।

স্পাউট রক › বিস্তারিত পোস্টঃ

কিছু উপলদ্ধি

৩১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:৫৯

আমার মমতাময়ী আম্মাজান আজ সন্ধ্যাবেলা হঠাত্‍ করে আমার রুমে প্রবেশ করলেন ।



রুমে ঢুকেই কি যেন একটু ভেবে নিলেন , তারপর মাথায় হাত বুলিয়ে বললেন ''তোর কিছু হইছে ? কয়েকদিন ধরে দেখছি মোবাইলের ভিতর সারাদিন চোঁখ আটকাইয়া রাখিস , কিছুক্ষন পর পর হাসিস আবার একটু পরেই দেখি মুখ গম্ভির করে মোবাইল রেখে কাগজে কি যেন লেখালেখি করিস । কোন মানসিক অশান্তিতে আছিস নাকি ? কোনো মেয়েঘটিত ব্যাপার না তো ? দেখ বাবা আর যাই করিস কোন মেয়ের চক্করে পড়িস না । এখনও অনেক সময় আছে । পড়াশোনা টা শেষ কর ।''



আমি ভ্যাবাচ্যাকা খেয়ে কিছুক্ষন মস্তিষ্কের অলিগলি হাতড়ে বেড়ালাম কি অজুহাত দিব । অতঃপর হাসি হাসি মুখ করে বললাম , ''আসলে ব্যাপারটা হইতেছে যে আম্মু , একসাথে তিন চারটা মেয়ের চক্করে পড়ছি তো তাই কোনটা সিলেক্ট করবো বুঝতে পারছি না ।''

আম্মু আমার দিকে এমন অগ্নিদৃষ্টি নিক্ষেপ করল , প্রাচীন আমলে মনে হয় এরকম দৃষ্টি দিয়েই মুনি ঋষিরা পাপিদের ভষ্ম করে দিতেন ।



অনেকদিন পর আবার বুঝতে পারলাম আম্মু আমার জন্য আসলে কত চিন্তা করে । কিছু কিছু জিনিস সবসময় ই মধুর , সমসময় ই অম্লান ।



২৭/০১/১৪

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ৩১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:০৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: :)

২| ৩১ শে জানুয়ারি, ২০১৪ রাত ৩:১০

ফিলিংস বলেছেন: সবচেয়ে শক্ত বন্ধন...........।

৩| ৩১ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৫৮

স্পাউট রক বলেছেন: আসলেই ভাই , দাঁত থাকতে অনেকেই দাঁতের মর্ম বুঝতে চায় না । যারা নিজের পিতা মাতাকে ছেড়ে চলে যায় , তারা পশুর চেয়েও অনেক নিচু শ্রেণীর ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.