![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রতিটি জিনিসের ভিন্ন ভিন্ন সৌন্দর্য বোঝার ক্ষমতা মানুষের নেই ,যদি কোনো মানুষের থেকে থাকে তবে সে মহামানব নয়ত মহাবেকুব ।
ভারতের ভরা যৌবনে একের পর এক সর্বনাশ ।
বিসিসিআই সভাপতি মহোদয় দেখা যাচ্ছে এবার ভারতের জন্য আলাদা রুল বুক তৈরি করার জন্য আইসিসির কাছে আবেদন করবেন । সেখানে যেগুলো থাকবেঃ
০১. ভারত নিজ দেশের বাইরে অন্য দেশের মাটিতে বছরে একটির বেশি সিরিজ খেলতে পারবে না । যদি খেলতেই হয় নিজের দেশে খেলতে হবে ।
০২. ভারতের বিপক্ষে কোনো দল ২৫০ এর বেশি রান করতে পারবে না যদি করে তাহলে ভারতকে বিজয়ী ঘোষনা করা হবে ।
০৩. ভারতের বিপক্ষে কোনো বোলার ১২৫ এর বেশি স্পীডে বল করতে পারবে না । করলে সেটা নো বল হবে ।
০৪. কোনো স্পিনার ভারতের বিপক্ষে বেশি টার্ন দিয়ে বল করতে পারবে না ।
০৫. মাঠে বাধ্যতামূলক ভাবে একজন ভারতীয় আম্পায়ার রাখতে হবে ।
০৬. ভারতের বিপক্ষে কোনো বোলার একাই ৩ উইকেটের বেশি নিতে পারবে না । যদি নেয় তবে তৃতীয় উইকেট নেওয়ার পর থেকে প্রতি উইকেট নেওয়ায় একজন করে প্রথম সারির আউট হওয়া ব্যাটসম্যান আবার ব্যাট করার সুযোগ পাবে ।
০৭. বলিউড স্টার কোহলি অথবা ষাঁড় জাদেযা কে সেঞ্চুরি করার সুযোগ দিতে হবে । সেঞ্চুরি না করা পর্যন্ত তাদের আউট গ্রহনযোগ্য হবে না ।
০৮. ভারতের বিপক্ষে কোনো দল যদি সিরিজ জিতে যায় তবে কোনো কারন ছাড়াই ঐ সিরিজ পরিত্যাক্ত ঘোষনা করার ক্ষমতা ভারতকে দিতে হবে ।
০৯. কোনো ম্যাচ হেরে যাওয়ার লক্ষন দেখতে পেলে ভারত ঐ ম্যাচ বর্জন করার অধিকার রাখবে ।
১০. অন্যের মাঠে খেলতে যাওয়ার পূর্বে ঐ মাঠের পিচ তৈরী ও তত্বাবধায়নের পূর্ন ক্ষমতা ভারতের কিউরেটরদের দিতে হবে ।
সর্বোপরি পূর্ণাঙ্গ জমিদারি সোপর্দ করতে হবে ।
২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:২২
স্পাউট রক বলেছেন: ধন্যবাদ
৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০৮
পেইচিং বলেছেন: ৬ নাম্বার ধারাটা একটু আগায়া দেন। এইটা বেশি গুরুত্বপূণ।
ভারতীয়দের এই সম্ভাব্য দাবীর প্রতি সমর্থন জানাচ্ছি। আহারে বেচারা!!
©somewhere in net ltd.
১|
০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৭:৪৬
তালা চাবি বলেছেন: Good one