নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাকতাড়ুয়া

স্পাউট রক

প্রতিটি জিনিসের ভিন্ন ভিন্ন সৌন্দর্য বোঝার ক্ষমতা মানুষের নেই ,যদি কোনো মানুষের থেকে থাকে তবে সে মহামানব নয়ত মহাবেকুব ।

স্পাউট রক › বিস্তারিত পোস্টঃ

জীবনের পরিধি কতটুকু ?

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৮

আজ সকালে ফেসবুকে ঘাঁটাঘাঁটি করতে যেয়ে স্ট্যাটাসটা চোখে পড়ে । দেখলাম অনেকেই শেয়ার করেছেন । আমার দেখা প্রথম এমন কোনো স্ট্যাটাস যা কিনা জেনে বুঝেই মৃত্যুর আগে লেখা শেষ স্ট্যাটাস । স্ট্যাটাস টি হুবহু তুলে ধরলামঃ



"প্রিয় বন্ধুরা,

এই স্ট্যাটাসটাই হয়তো আমার শেষ

স্ট্যাটাস। ক্যানসার নামক এক

অসুরের সাথে লড়াই করতে করতে আজ

দুই বছর পেরিয়ে এসেছি। কিন্তু আর

হয়ত পারছি না। একবার অপারেশন

টেবিলে গিয়ে ওকে নিজের

কথা বলার শক্তি দিয়ে দিয়েছি।

ভেবেছিলাম আমাকে স্তব্ধ

করে দিয়ে ও বুঝি চলে গেলো।

কথা বলতে পারি না এই

নিয়ে কোনো দুঃখ ছিল না। কিন্তু না,

ঐ অসুরটা আমার পিছু ছাড়ে নি। তাই

আবার ও ওকে হারানোর

চিন্তা নিয়ে অপারেশনের

টেবিলে যাচ্ছি। এই যাত্রায়

হয়তো বেঁচে ফিরতে পারবো না। তাই

সবার কাছে অনুরোধ

যদি কখোনো কাউকে কষ্ট

দিয়ে থাকি,অমর্যাদা করে থাকি,কোনো ধরনের

খারাপ কথা বলে থাকি তাহলে হাত

জোড় করে ক্ষমা চাচ্ছি।

আমাকে ক্ষমা করে দেবেন।



#গামছা_ভাইয়া,#ভৌমিক_দা

,#পাগলা_কাকু,#মিরন_ভাইয়া

,#গুঞ্জন_ভাইয়া,#মহসিন_ভাইয়া

তোমরা সব কিছু জানো।

যদি কখোনো কোনো অপরাধ

করে থাকি প্লিজ এই পাগলী বোনটার

পাগলামি ভেবে ক্ষমা করে দিয়ো।



#বিন্দু_দিদি

যদি বেচে ফিরি তাহলে ইনশাল্লাহ

দেখা হবে।



#সান্তনু_দা,দেখা করার সময় হয়ত

আর হলো না।



#অনিক,তোকে অনেক জ্বালিয়েছি।এই

ছোট্টো ভার্চুয়াল জীবনে সবার

থেকে বেশি জ্বালিয়েছি তোকে।

আমার উপর রাগ রাখিস না প্লিজ।



#ক্ষেপা_ভাইয়া

,#মাজেদ_ভাই,ইনশাল্লাহ এই

পাড়ে হোক আর ঐ পাড়ে হোক একদিন

দেখা হবে আমাদের।



#ঢালী_দাদা,#রশিদ_ভাই আজ আর

কিছু

নাই,যদি পারো আমাকে ক্ষমা করে দিয়ো।



আর কিছু মনে করতে পারছি না।গত

তিন ঘন্টায় এই নিয়ে আট বার

বমি হয়েছে।বিদায়.... .............."



স্ট্যাটাসটি গত মঙ্গলবারে লেখা । আপুটির নাম তাহমিনা জান্নাত । আজ ভোর ৪টা ১৭ মিনিটে উনি মারা গেছেন । উনাকে আমি চিনি না , আমার ফ্রেন্ডলিস্টের ও কেউ না তবুও কেন যেন বুকের মাঝে একটা চিনচিনে ব্যাথা অনুভব করতে পারছি । আপনারা সবাই উনার আত্মার মাগফিরাতের জন্য দোয়া করবেন । আল্লাহ উনাকে বেহেশত নসিব করুক , আমিন ।



আপুর ফেসবুক প্রোফাইল , http://facebook.com/tahmina.jannat.756

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৭

উদাস কিশোর বলেছেন: তার ফেসবুক ওয়ালে বেদনাদায়ক সব পোষ্ট করছে তার বন্ধুরা

২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫৩

বেকার সব ০০৭ বলেছেন: লেখাটা পড়ে মুখের ভাষা হারিয়ে ফেলেছি

তাহমিনা জান্নাত আপুর জন্য দুই হাত তুলে দোয়া করি, আল্লাহ উনাকে বেহেশত নসিব করুক , আমিন ।

৩| ০১ লা মার্চ, ২০১৪ রাত ১:৩৪

রাসেলহাসান বলেছেন: আজকে দুপুরের দিকে নিউজ পেয়েছিলাম। তারপর একই পোষ্ট ফেসবুকেও দিয়ে সবার কাছে দোয়া চেয়েছি তাঁর জন্য।

বেদনাদায়ক!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.