নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাকতাড়ুয়া

স্পাউট রক

প্রতিটি জিনিসের ভিন্ন ভিন্ন সৌন্দর্য বোঝার ক্ষমতা মানুষের নেই ,যদি কোনো মানুষের থেকে থাকে তবে সে মহামানব নয়ত মহাবেকুব ।

স্পাউট রক › বিস্তারিত পোস্টঃ

নারী দিবস

০৮ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:২৬

একটি পরিবার , একটি জাতি অথবা একটি দেশের চালনার প্রতিটি ক্ষেত্রে পুরুষদের অবস্থান উল্লেখযোগ্য । তবে নারীদের অবদান অনস্বীকার্য নয় । একজন সফল পুরুষের সাফল্যের পিছনে সবসময় একজন নারীর অবদান থাকে । সে নারী হতে পারে একজন মা , একজন বোন , একজন স্ত্রী অথবা একজন প্রেয়সী । সেই সৃষ্টির আদিলগ্ন থেকে , নারী যদি না থাকত তাহলে হয়ত পৃথিবী এতদূর অগ্রসর নাও হতে পারত । আমরা হয়ত এ জগতের আলো নাও দেখতে পেতাম ।



জগতের সবচেয়ে শক্তিশালী অস্ত্র হচ্ছে ভালোবাসা । আর সেই ভালোবাসা ই একজন নারীর চেয়ে বেশি কেউ বাসতে পারে না । যখনই আমরা কোনো বিপদে পড়ি কিংবা কোনো দুশ্চিন্তায় থাকি কাউকে পাশে পাওয়া না গেলেও পাশে পাওয়া যায় একজন মমতাময়ী মা কে অথবা একজন স্নেহময়ী বোন কে অথবা একজন মায়াবী সঙ্গী কে ।



আমরা মানুষরা হলাম সৃষ্টির সেরা জীব । নারী পুরুষ উভয়ই মানুষ । তাই একজন মানুষ হয়ে আরেকজন মানুষের সাথে বৈষম্য কিভাবে সৃষ্টি করা যায় । রাস্তা ঘাটে লাঞ্চিত হচ্ছে আজ নারীরা । এখনই কি আমাদের উচিত না রুখে দাড়ানোর ? আসুন অনেক দেরি হয়ে যাওয়ার আগেই সচেতন হই । প্রতিদিন পেপারের পাতা উল্টালেই চোখে পড়ে ধর্ষন থেকে শুরু করে কাজের মেয়ে নির্যাতন পর্যন্ত বহু খবর । এমনকি ৫ বছরের শিশু ও রক্ষা পায় না । একটু সচেতন হলেই কি এগুলো প্রতিহত করা সম্ভব নয় ?



তাই আসুন নারীদেরকে তাদের যথাযোগ্য মর্যাদা দেই । সকল বৈষম্য আর বিভেদ ভুলে যেয়ে তাদের যতটুকু সম্মান প্রাপ্য এবং যতটুকু অধিকার সবকিছুর উপর আছে তা নিশ্চিত করার চেষ্টা করি । নারীদেরকে শুধুমাত্র ভোগ এবং বিলাসিতার পন্য না ভেবে নিজেদের সমকক্ষ হিসেবে গ্রহণ করে নিতে অভ্যস্ত হই এবং সুন্দর পরিবার এবং দেশ গড়ার প্রত্যয়ী হই ।



তবে শেষে একটি কথা না বললেই নয় । আমাদের মানসিক পরিবর্তন অত্যন্ত জরুরী । পুরুষ শাসিত সমাজে একটি পুরুষ কখনো ই একজন নারী কে তার সমকক্ষ ভাবতে রাজী হয় না । তাই আমাদের সামাজিক উন্নয়নের সাথে সাথে মানসিক উন্নয়ন ও প্রয়োজন ।



সকল নারীকে জানাই আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা এবং তাদের প্রাপ্য শ্রদ্ধা ।



কোন এক দার্শনিকের একটা উক্তি মনে পড়ে গেল । নামটা মনে পড়ছে না ।

''When I was born, A Woman was

there to hold me...... My Mother .



As I grew up as a child, A woman

was there to care & play with

me..... My sister .



I went to school, A Woman was

there to help me learn...... My

Teacher .



I became depressed when I lost,

A Woman was there to offer a

shoulder..... My Girlfriend .



I needed compatibility, company

& Love, A Woman was there for

me...... My Wife .



I became tough, A Woman was

there to melt me...... My Daughter .



When I will die, A Woman will be

there to absorb me in.......

Motherland .



If you are a Man, value every

Woman.....& If you are a Woman,

feel proud to be one''

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.