![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রতিটি জিনিসের ভিন্ন ভিন্ন সৌন্দর্য বোঝার ক্ষমতা মানুষের নেই ,যদি কোনো মানুষের থেকে থাকে তবে সে মহামানব নয়ত মহাবেকুব ।
আমার কপালে কি লেখা আছে আমি সুন্নী নাকি শিয়া ? আমার বাড়ির সামনে কি সাইনবোর্ড টাঙানো আছে আমরা কোন তরিকার লোক ? আপনি কি জানেন আপনার পাশের ফ্ল্যাটে বাস করা পরিবারটির ব্যাকগ্রাউন্ড হাজী নাকি কাফের ? আপনার জন্মের সময় কি আপনি জানতেন আপনি মুসলমান নাকি হিন্দু ? আপনি কি বলতে পারবেন আপনার চার পুরুষের আগের পূর্বপুরুষরা কাদের অনুসারী ছিল ?
যদি এত কিছু নাই বা জেনে থাকেন তাহলে আপনার কেন প্রতিমা ভাঙচুর করতে হবে ? আপনার কেন ধর্মীয় মিছিলে বোমা মারতে হবে ? কেন আপনার মসজিদে আগুন দিতে হবে ? কেন আপনি কোনো উপজাতি দেখলেই আপনার আদিম প্রবৃত্তিকে প্রশ্রয় দিতে হবে ? কেন সংখ্যালঘু উদ্বাস্তুদেরকে আপনার উচ্ছেদ করতে হবে ? কেন আপনার দূর্বলদের উপর অত্যাচার করতে হবে ?
আচ্ছা অন্য সবকিছুর কথা বাদ দিলাম । আপনি ওগুলো নাও জানতে পারেন কিংবা জানার ইচ্ছা বা প্রয়োজন নাও থাকতে পারে । কিন্তু আপনি , আমি , আমরা সবাই এটা তো জানি যে আমরা একজন মানুষ । মনুষত্ব্য থাকার জন্য আপনার কোনো নির্দিষ্ট ধর্মের , কোনো আলাদা জাতির হওয়ার প্রয়োজন নেই । মানুষ হওয়ার বোধটুকু থাকলেই হবে । আপনি নিশ্চয় নিজেকে বিবেক বোধ বুদ্ধিহীন শ্বাপদ জানোয়ার বলে পরিচয় দিতে চাইবেন না ।
ধর্মের দোহাই দিয়ে অরাজকতা সৃষ্টি করবেন না । অসাম্প্রদায়িক মনোভাব পোষন করলে লাভ হয়ত নেই , কিন্তু ক্ষতিও যে নেই ।
২| ২৫ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:০৮
স্পাউট রক বলেছেন: ধর্ম এখন ক্যামোফ্লেজ মাত্র ।
৩| ২৫ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:০৯
স্পাউট রক বলেছেন: ধর্ম এখন ক্যামোফ্লেজ মাত্র ।
©somewhere in net ltd.
১|
২৪ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:৪৬
সুপ্ত আগ্নেয়গিরি মাহি বলেছেন: যারা ধর্ম নিয়ে বারাবারি করে,তারা নিতান্ত ই মুর্খ,,,,,,