![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কালকে হঠাৎ করেই মাথায় একটা প্রশ্ন এলো আচ্ছা, মাইকেল জ্যাকসন মুসলমান হলে আমার কি লাভ।
হাশরের ময়দানে বিচার শেষে বেহেস্ত তথা অনন্ত জীবন লাভ করতে হলে আমার নিজেকেই নেকি কামাই করতে হবে । এমন না যে মাইকেল মুসলমান হলে তার ভক্ত বলে তার নেকীর কিছু আমি পাবো বা বেহেস্তে তার ঝাকানাকা গান শুনতে পাবো দুনিয়ার মত।
তাহলে মাইকেলের মুসলমান হওয়ার খবরে আমি পুলকিত হই কেন ?
আমরা কি মুসলামন হিসেবে হীনমন্যতায় ভুগি যে বড় কোন বিশ্ব বরণ্যে তারকা ইসলামের ছায়াতলে এলে আমাদের মর্যাদা বৃদ্ধি পায় , বিশ্বকে আমাদের জাত চেনাতে সুবিধে হয়। যার জন্য গুজব ছড়িয়ে হলেও বিভিন্ন তারকাদের মুসলমান বানিয়ে মানসিক শান্তনা লাভ করতে হয়।
২০ শে সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:০২
সপ্তম৮৪ বলেছেন: ২০ বছর বয়স পর্যন্ত যে ইবাদত করেছি নেকি যদি কর্পূরের মত ক্ষয়প্রাপ্ত না হয় তাহলে দিনশেষে বেহেস্ত পাবো আশা করি।
নেকির হিসাবের ইউনিট মনে হয় জাররা।
হুজুর মাঝে মাঝে বললেন যার খাতায় জাররা পরিমাণ নেকি আছে সে একদিন বেহেস্তে যাবেই।
২| ২০ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:৫৯
বিজন রয় বলেছেন: উত্তরটা আপনি নিজেই দিয়েছেন। আসলেই সে রকম।
২০ শে সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:০৪
সপ্তম৮৪ বলেছেন:
৩| ২০ শে সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:১৭
জেনারেশন একাত্তর বলেছেন:
বেহেশত বানানোর টেন্ডার এখনো দেয়া হয়নি।
২০ শে সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৫৪
সপ্তম৮৪ বলেছেন: বেহেস্ত বানানোর ব্যাপারটা জানি না তবে বেহেস্ত হাসিলের টেন্ডারটা শয়তানের হাতে।
শয়তানকে বশে আন্তে পারলে বেহেস্ত হাসিল করা সহজ হবে।
৪| ২০ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:৪৪
কামাল১৮ বলেছেন: দল ভারি হবে।বলতে পারবেন তার মতো মস্ত গায়ক আমাদের দলে ছিলো।আর কিছু না।
২১ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:২০
সপ্তম৮৪ বলেছেন: আসলেই
৫| ২২ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১১:০১
রাজীব নুর বলেছেন: সবাই মুসলমান হতে চায়, ধার্মিক হতে চায় কিন্তু মানুষ হতে চায় না।
২৫ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১১:৩০
সপ্তম৮৪ বলেছেন: এইটা একটা পয়েন্টের কথা বলেছেন
©somewhere in net ltd.
১|
২০ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:৩৪
জেনারেশন একাত্তর বলেছেন:
এখন আপনার নেকি কি পরিমাণ আছে? মাইকেল আপনার থেকে গুণী, সে কিছু নেকি আপনাকে দিতে পারবে।
নেকি কি কিলোগ্রামে মাপা হয়?