| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলার জনগণের দীর্ঘ দিনের মনের আশা জামাতকে ক্ষমতায় দেখা। দুই দলের শাসন, অত্যাচারে মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। ঠিক যেমন দেশ স্বাধীনের আগে পশ্চিম পাকিস্তানের শাসনে অতিষ্ঠ হয়ে উঠেছিল পূর্ব পাকিস্তানের মানুষ। যাই হোক পুরানা আলোচনায় না যাই। এগুলান আওয়ামীলীগের বয়ান।
দুই দলের শাসনের সময়কালের চিত্র সবার কাছে মোটামুটি পরিষ্কার।
আওয়ামীলীগের আমলে মোটাদাগে যে সব বিষয়ে পাবলিক নাখোশ ছিল :
১. ভারতের কাছে সস্তায় দেশ বিক্রি করে দেয়া
২. লক্ষ কোটি টাকার দুর্নীতি।
৩. গুম, খুন , বিচার বহির্ভূত হত্যা।
৪. কুখ্যাত ৫৭ ধারা
৫. হুজুরদের কাজে বাধা দেয়া, যদিও নাস্তেক ব্লগারেরা শেখ হাসিনাকে নাম দিয়েছিলো কওমী জননী।
৬. মুক্তিযুদ্ধের চেতনা , বঙ্গবন্ধুর চেতনা সব কিছুকে লীগের সম্পত্তি মনে করা ইত্যাদিসহ আরো অনেক অভিযোগ।
৭. রাজাকারদের ফাঁসি
অপরদিকে আরেকদল বিএনপি তারা বেশি কিছু অপকর্ম করার সুযোগ পায়নি কারণ তারা আওয়ামীলীগের মত একটানা লম্বা সময় ক্ষমতা ধরে রাখতে পারেনি। যদিও তারা চেষ্টার ত্রুটি করেনি। একবার তো নির্বাচন করে বেগম জিয়া প্রাধানমন্ত্রী হয়েই গেছিলেন কিন্তু আওয়ামীলীগের প্রবল আন্দোলনের মুখে মাত্র ১৫ দিনের মাথায় ক্ষমতা ছাড়তে বাধ্য হন। যার ফলে অনেকেই তাঁকে আড়াইবারের প্রধানমন্ত্রী বলে থাকেন। যাক সেসব পুরান কথা। এগুলান অনেকটাই আওয়ামী লীগের বয়ান।
বিএনপির আমলের কিছু সামান্য আলোচিত বিষয় ছিল।
১. টানা ৪ বারের মত দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন।
২. পাকিস্তানের ISI এর সাথে ভালো সম্পর্ক , দেশে জঙ্গী উৎপাদন।
৩. তারেক রহমানের ১০% কমিশন। (দেশের প্রতিটি গোস্তের দোকান থেকে প্রতিদিন ৫ টাকা করে তারেক ভাইয়ার নামে কমিশন )
৪. আওয়ামীলীগের পরে তারাই বাংলাদেশের ২য় বৃহত্তর মুক্তিযুদ্ধের চেতনা লালন করা দল কিন্তু তাদের দলীয় জোট আবার মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী দল জামাতে ইসলাম
যাই হোক দুই দলেরই বদনামী লিখে শেষ করা যাবে না। সাগরের পানিকে কালী করে পৃথিবীর সব গাছকে কলম বানিয়ে লিখলেও শেষ হবে না।
উপরন্তু জামাতের মাত্র একটু দোষ ৭১ এ তারা দেশ ভাগ চায় নাই। তারা সেটা চাইতেই পারে। পাকিস্তানও ইসলাম তারাও ইসলাম দুই ইসলাম একসাথে থাকতে চাইতেই পারে। মাশাল্লাহ ইসলাম। সেই সামান্য দোষের জন্য দেশের দুষ্ট জনগন তাদের ভোট দিতে চায় না। যার ফলে তারা আজ পর্যন্ত ফুল পাওয়ারে ক্ষমতায় যাইতে পারে নাই , আফসোস।
কিন্তু দেশের বুকা মানুষ দেখে না দেশে তাদের কত অবদান : দেশের নামি দামি পাইভেট ইউনিভার্সিটি , প্রাইভেট হসপিটাল , ইংলিশ মিডিয়াম স্কুল , অনেক দ্বীনি এনজিও সব প্রায় তাদের অবদান। এতো কিছুর পরও বার বার ৭১ এর কথা মনে করাই দিয়ে তাদের মনে ব্যথা দেওয়া হয়। সব দুষ্ট শাবাগীদের কম।
তবে দিন শেষে আল্লাহ তাদের প্রতি মুখ তুলে চেয়েছেন। আল্লাহ তাদের জন্য ইউনুস নাজিল করেছেন। এখন আর তাদের ক্ষমতায় যেতে কোনো সমস্যা নাই। ইউনুস এসেই রিসেট বাটনরের মাধমে ৭১ ডিলিট করেছেন। হাসিমুখে বিদেশী সাংবাদিকের সাথে ইন্টারভিউ দিয়ে খুশিতে বলেছেন দেশের ইতিহাস আগের সব বাদ , তরুণরা রিসেট বাটনে চাপ দিয়ে সব মুছে দিয়েছেন। এবার হবে নতুন বাংলাদেশের যাত্রা , এর জন্য তারা ইউনুসকে সিলেক্ট করেছেন আর জামাতের হাত ধরেই হবে নতুন বাংলাদেশের যাত্রা।
এতোদিন জামাত মুখ বুঁজে আওয়ামীলীগের ইতিহাসের নিচে চাপা পরে ছিল সবাই তাদের গণহত্যাকারী দল বলতে বলতে জামাত নামটাকেই একেবারে কালো করে ফেলেছে। এবার জামাতের হাতে এসেছে নতুন গণহত্যাকারীর নাম। শেখ হাসিনা। য্খনই কেউ জামাতকে গণহত্যাকরী বলবে তখনই তার মুখের উপর হাসিনার নাম ছুড়ে মারা হবে।
আবার জামাতের কোন ছোটখাটো দখল দুর্নীতির কোন স্যাম্পল পাওয়া গেলে সাথে সাথে তারেক রহমানের ইতিহাস তাদের মুখে ছুড়ে মারা হবে। শেখ হাসিনার পাঁচ বিলিয়ন ডলারের দুর্নীতি তাদের মুখে ছুড়ে মারা হবে।
১৬ ই অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৭:৫৬
সপ্তম৮৪ বলেছেন: তারপরও পাবলিক হামাসকে পছন্দ করে। আমরাও তেমনি জামাতকে পছন্দ করবো আজীবন আর দেশের সকল সমস্যার জন্য ভারতকে গালি দিবো।
আচ্ছা ইসরাইল ২ বছর যুদ্ধ করলো কাদের বিরুদ্ধে। ফিলিস্তিনে এতো মানুষ যুদ্ধে মারা যাওয়ার পর হামাস আবার ফিরে এলো কথা থেকে ? হামাসকে এতদিন কারা সেল্টার দিছে। কোথায় লুকিয়ে ছিল হামাস বীর যোদ্ধারা
২|
১৬ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৫:৪৭
হাসান মাহবুব বলেছেন: বসায় দেখবেন কী, বইসা আছে অলরেডি। এখন বলেন কেমন লাগতেছে?
১৬ ই অক্টোবর, ২০২৫ রাত ৮:০১
সপ্তম৮৪ বলেছেন: এরকম চুদুরবুদুর মার্কা ক্ষমতায় লাভ নাই। প্রাইম মিনিস্টার পদে জামাতের আমির কে দেখতে চাই। যেমন বীর সাদেক কায়েম এখন অফিশিয়ালি ডাকসু প্রধান। সাথে অন্যান্য ইনভার্সিটিও আলহামদুলিল্লাহ জামাতের বীরেরা জয়ী হয়েছে
৩|
১৬ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৫:৫১
নতুন বলেছেন: এতোদিন জামাত মুখ বুঁজে আওয়ামীলীগের ইতিহাসের নিচে চাপা পরে ছিল সবাই তাদের গণহত্যাকারী দল বলতে বলতে জামাত নামটাকেই একেবারে কালো করে ফেলেছে। এবার জামাতের হাতে এসেছে নতুন গণহত্যাকারীর নাম। শেখ হাসিনা। য্খনই কেউ জামাতকে গণহত্যাকরী বলবে তখনই তার মুখের উপর হাসিনার নাম ছুড়ে মারা হবে।
জামাতীদের গায়ের গন্ধ কোনদিনই এই বাংলার মাটিতে যাবেনা। যারা বাংলাদেশের ইতিহাস পড়বে তারাই জাসিদের ঘৃন্যা করবে।
শেখ হাসিনার নাম অত্যাচারী শাসক হিসেবেই পরিচিত হবে।
১৬ ই অক্টোবর, ২০২৫ রাত ৮:০৬
সপ্তম৮৪ বলেছেন: যদি গন্ধ থেকে ভালো কিছু হয় তবে গন্ধই ভালো।
গায়ে গন্ধ নিয়েই সাদকে কায়েমরা ভার্সিটিতে জয়ী হয়েছে। আলহামদুলিল্লাহ।
বাংলার মানুষের নাক বন্ধ হয়ে গেলো নাকি।
শেখ হাসিনাকে শুধু অত্যাচারী শাসক বললেই চলবে না। গণহত্যাকারী, গুম খুন লুট ( ৫ বিলিওন ডলার ) ভারতের দালাল, পাকিস্তানের দুশমন, (কওমি জননী / হুজুরদের উপর জুলুমকারী) বলতে হবে।
৪|
১৬ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৫:৫৭
কলিমুদ্দি দফাদার বলেছেন:
পোষ্ট টি ভালো হিট হবে; সব পক্ষের অনেক ব্লগার গর্ত থেকে বের হবে! "ছুপা রাজাকার" জামাত-জংগি, তালেবান, পাকি বীর্য, ভাকু বীর্য ভারতের দালাল, ফ্যাসিস্ট, গনহত্যাকারী, সন্ত্রাসী, পাচারকারী শব্দগুলোর অধিক প্রয়োগ হবে। সবার জন্য ই শুভকামনা।
১৬ ই অক্টোবর, ২০২৫ রাত ৮:১০
সপ্তম৮৪ বলেছেন:
![]()
৫|
১৬ ই অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৬:০০
সৈয়দ কুতুব বলেছেন: দেখেন যা ভালো মনে করেন ।
১৬ ই অক্টোবর, ২০২৫ রাত ৮:০৯
সপ্তম৮৪ বলেছেন: আল্লাহ আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন।
আর যা কিছু ভালো তার সাথে প্রথমআলো।
তারমানে আল্লাহ যা করেন প্রথম আলোর জন্যই করেন ![]()
৬|
১৬ ই অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৬:১৭
রায়হান চৌঃ বলেছেন: আমি আরো এক ধাপ এগিয়ে.....
জামাতির বোন বিয়ে করে নিয়েছি ১৩ বছর আগে, এখন আর গালি দেয়া লাগে না, এখন এপ্লাই করি
১৬ ই অক্টোবর, ২০২৫ রাত ৮:১৫
সপ্তম৮৪ বলেছেন: সাব্বাশ !
৭|
১৬ ই অক্টোবর, ২০২৫ রাত ৮:০২
কামাল১৮ বলেছেন: জামায়াত কে ক্ষমতায় বসালে দেশ আফগান বা পাকিস্তান হবে।বিএনপির সাথে মিলে পাঁচ বছর ক্ষমতায় থেকে পনের বছর একদলিয় শাসন দেখতে হলো।আরো দেখার বাকি আছে।জন্মের মতো দেখিয়ে দিবে।
১৬ ই অক্টোবর, ২০২৫ রাত ৮:১৯
সপ্তম৮৪ বলেছেন: এসব আওয়ামী বয়ান আমরা শুনবো না। আমরা অনলি ইউনুকে ট্রাস্ট করবো । বিকজ তিনি নোবেল পাইয়া সারা বিশ্বে বাংলার মুখ উজ্জ্বল করিয়াছেন। ক্ষমতায় আমাদের জামতকেই লাগবে। কারন তারা দেশের একমাত্র মেধাবী দল।
৮|
১৬ ই অক্টোবর, ২০২৫ রাত ৮:৪৪
নতুন বলেছেন: লেখক বলেছেন: যদি গন্ধ থেকে ভালো কিছু হয় তবে গন্ধই ভালো।
গায়ে গন্ধ নিয়েই সাদকে কায়েমরা ভার্সিটিতে জয়ী হয়েছে। আলহামদুলিল্লাহ।
বাংলার মানুষের নাক বন্ধ হয়ে গেলো নাকি।
আশা করি জাতিয় নির্বাচনে জনগন জামাতীদের ট্রাই করতে যাবেনা।
১৭ ই অক্টোবর, ২০২৫ দুপুর ১:৩০
সপ্তম৮৪ বলেছেন: ইনশাল্লাহ ইউনুস থাকতে জনগণের আর কষ্ট করে কোন কিছু ট্রাই করা লাগবে না। যা করার তিনিই করবেন। জনগণ তাকে সে ক্ষমতা দিয়েই বসিয়েছে।
৯|
১৬ ই অক্টোবর, ২০২৫ রাত ৯:৫৬
সৈয়দ কুতুব বলেছেন: মঠবাড়িয়া উপজেলার মিঠাখালী নেছারিয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি পদে নির্বাচনে পিরোজপুর ৩ এর সংসদ সদস্য পদপ্রার্থী 
দাড়িপাল্লা ইন্না-লিল্লাহ ![]()
১৭ ই অক্টোবর, ২০২৫ দুপুর ১:৩২
সপ্তম৮৪ বলেছেন: এসব ছোটখাটো পদে জামাতের আর আগ্রহ নাই। তাদের টার্গেট ইনভার্সিটি আর সংসদ।
১০|
১৬ ই অক্টোবর, ২০২৫ রাত ১০:১৩
রানার ব্লগ বলেছেন: কাঠ পাথর বাশ দিয়ে পেটে খোচা মেরে তো দেখলাম এইবার না হয় তলোয়ার দিয়ে গলায় পোচ দিয়ে দেখি কেমন লাগে।
১৭ ই অক্টোবর, ২০২৫ দুপুর ১:৩৭
সপ্তম৮৪ বলেছেন:
![]()
১১|
১৭ ই অক্টোবর, ২০২৫ রাত ১২:৩৮
মাথা পাগলা বলেছেন: সব শালারাই ভন্ড তবে জামাত ভন্ডের বাপের বাপ।
১৭ ই অক্টোবর, ২০২৫ দুপুর ১:৩৯
সপ্তম৮৪ বলেছেন: না না এভাবে বলতে নেই। শেষে ঈমান নষ্ট হয়ে যেতে পারে।
১২|
১৭ ই অক্টোবর, ২০২৫ রাত ১:১১
অপু তানভীর বলেছেন: দেশে জামাতের সমর্থন কত?
১৭ ই অক্টোবর, ২০২৫ দুপুর ১:৪১
সপ্তম৮৪ বলেছেন: জামাতের সমর্থক গুনে কি হবে। জামাতের প্রতি ইউনুসের সমর্থনই যথেষ্ট। জামাতের জন্য ইউনুস একাই একশো।
১৩|
১৭ ই অক্টোবর, ২০২৫ রাত ১:১৬
জ্যাক স্মিথ বলেছেন: এবারের নির্বাচনে আমি জামায়েতের পক্ষে বাজি ধরবো, জমায়েতে ইসলাম জিন্দাবাদ।
১৭ ই অক্টোবর, ২০২৫ দুপুর ১:৪৩
সপ্তম৮৪ বলেছেন: আলহামদুলিল্লাহ।
চাঁদের দেশ থেকে সাঈদী দোয়া করতেছেন। এবার জামাতের বিজয় হবেই ইনশাল্লাহ
১৪|
১৭ ই অক্টোবর, ২০২৫ ভোর ৬:৪৪
ইসলাম হাউস বলেছেন: এবারের নির্বাচনে আমি জামায়েতের পক্ষে
১৭ ই অক্টোবর, ২০২৫ দুপুর ১:৪৩
সপ্তম৮৪ বলেছেন: আলহামদুলিল্লাহ।
চাঁদের দেশ থেকে সাঈদী দোয়া করতেছেন। এবার জামাতের বিজয় হবেই ইনশাল্লাহ
১৫|
১৭ ই অক্টোবর, ২০২৫ সকাল ৮:৫৫
আমি নই বলেছেন: সুযোগ থাকলে দেশ ছেরে পালাতাম। কিন্তু ভাই-বোন, আত্বীয়-স্বজন, বন্ধু, পরিচিতদের মায়ায় পারিনা।
এই দেশের প্রতিটা রাজনৈতিক দলই একটার চাইতে আরেকটা বড় ুতিয়া, আর রাজনৈতিক দলগুলোর চাইতে বড় ভন্ড হল এই দেশের নাগরিকরা, মানে আমরা। মুখে মেলা কথাই বলি কিন্তু সুযোগ পাইলে ছারিনা।
১৭ ই অক্টোবর, ২০২৫ দুপুর ১:৪৫
সপ্তম৮৪ বলেছেন: রাজনৈতিক দলগুলোর চাইতে বড় ভন্ড হল এই দেশের নাগরিকরা, মানে আমরা। মুখে মেলা কথাই বলি কিন্তু সুযোগ পাইলে ছারিনা
খাঁটি কথা।
১৬|
১৭ ই অক্টোবর, ২০২৫ সকাল ১০:১২
শাহ আজিজ বলেছেন: জামাত অবশেষে এসেই পড়ল । আসুক না , আসতে দিন ।
১৭ ই অক্টোবর, ২০২৫ দুপুর ১:৪৯
সপ্তম৮৪ বলেছেন: সেটাই তো। তারাই এবারের সহি হকদার।
কিন্তু বুকা পাবলিক খালি জামাতের গায়ে গণহত্যার গন্ধ খুঁজে পায়।
১৭|
১৭ ই অক্টোবর, ২০২৫ দুপুর ২:৫৭
রাজীব নুর বলেছেন: আওয়ালামী লীগ, বিএনপি দুই দলকেই তো ক্ষমতায় দেখলাম। উভয়েই দেশ ধ্বংস করলো। এবার নাহয় জামাতকে ক্ষমতায় বসিয়ে দেখি কি হয়।
অনেক রকম খাবার খেয়েছেন। ভাত মাছ পোলাউ, খিচুড়ি ইত্যাদি। এবার কি সাপ খেয়েও দেখতে হবে?
১৭ ই অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৬:০৪
সপ্তম৮৪ বলেছেন: চীন জাপানিরা সাপ খেয়ে আজ দুনিয়ার বুকে সভ্য জাতির খেতাব পেয়েছে আমরা না হয় জামাত খেয়ে দেখলাম , দেখি সভ্য হতে পারি কিনা। সবাই তো বলে জামাত মানেই মেধাবী
১৮|
১৭ ই অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৬:৫৮
মাথা পাগলা বলেছেন: লেখক বলেছেন: না না এভাবে বলতে নেই। শেষে ঈমান নষ্ট হয়ে যেতে পারে।
যারা মা-বোন নিয়ে ব্যাবসা করে তাদের সাথে আবার কিসের ঈমান? সব শালারা ভন্ড না হলে জামাত-শিবির এতো দিনে রাজনীতি থেকে ব্যান হয়ে যেতো।
১৭ ই অক্টোবর, ২০২৫ রাত ১১:২১
সপ্তম৮৪ বলেছেন: মেধাবীরা কখনও বেন হয় না। মেধার জোড়ে বিশেষ কৌশলে লুঙ্গির নিচে লুকিয়ে টিকে থাকে। লুঙ্গীওয়ালারা মাঝখান থেকে বেন খেয়ে যায়
১৯|
১৭ ই অক্টোবর, ২০২৫ রাত ৯:১৩
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: পাকিস্তান ভাগ না চাওয়া তো জামায়াতের দোষ ছিল না, দোষ ছিল গণহত্যায় পাকবাহিনীকে সহায়তা করা, লুটপাট, ধর্ষণে সহায়তা করা।
১৭ ই অক্টোবর, ২০২৫ রাত ১১:২৫
সপ্তম৮৪ বলেছেন: এগুলান দুষ্ট শাবাগীদের আর আওয়ামীলীগের বয়ান ।
মেধাবীদের মতে ৭১ এ মানুষ মারা গেছে মাত্র ২ হাজার।
এই সামান্য মানুষ হত্যার জন্য তাদেরকে গণহত্যাকারী বলতে চায় না।
২০|
১৮ ই অক্টোবর, ২০২৫ ভোর ৬:৫০
ক্লোন রাফা বলেছেন: কেমন যেনো গোটের গন্ধ পাইতেছি। ডিটেক্ট করার মত সময় নাই।
জন্মের পর অনেক খাবার
১৮ ই অক্টোবর, ২০২৫ দুপুর ১২:৩২
সপ্তম৮৪ বলেছেন: বুয়ে ঢাবি, চবি, রাবি দেশের সব মেধাবীরা গন্ধ পায় না আর আপনি বলগে গন্ধ পান হাঃ হাঃ
আপনি সহি মেধাবী নন
২১|
১৮ ই অক্টোবর, ২০২৫ দুপুর ১২:৩৪
রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।
১৮ ই অক্টোবর, ২০২৫ দুপুর ২:০৪
সপ্তম৮৪ বলেছেন: আপনার মূল্যবান মতামতের জন্য ধন্যবাদ
২২|
১৯ শে অক্টোবর, ২০২৫ বিকাল ৫:২৬
আমি ব্লগার হইছি! বলেছেন: কেন ৭১ এর ঘটনা জানেন না? না জানলে মুবব্বিদের কাছে জেনে নিয়েন।
২২ শে অক্টোবর, ২০২৫ বিকাল ৫:৩৩
সপ্তম৮৪ বলেছেন: ফেসিস্ট সরকারের জ্বালায় ইতিহাস পড়তে ভাল্লাগে না।
তবে পিনাকী স্যারের আর ইলিয়াস স্যারের ইতিহাস খুব ভালো লাগে।
১৭ বছর ইতিহাস জানার সুযোগ পাই নাই। এখন সঠিক ইতিহাস জানতেছি। আলহামদুলিল্লাহ
©somewhere in net ltd.
১|
১৬ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৫:৪৩
জেনারেশন একাত্তর বলেছেন:
গাজার লোকজন হামাসকে ক্ষমতা দিয়েছিলো, তারা যা দেখেছে, বাংলাও তা দেখতে পারে; লেবানন হেজবুল্লাহকে ও ইয়েমেন হুতিকে দেখছে।