নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শ্রাবণ আহমেদ (নিরব)\nট্রেইনার অব \"উই আর স্টুডেন্টস\" ঢাকা।

শ্রাবণ আহমেদ

শ্রাবণ আহমেদ › বিস্তারিত পোস্টঃ

অনুগল্প

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৩৯

সুপ্ত অনুভূতি
লেখক: Srabon Ahmed (অদৃশ্য ছায়া)
.
- ঐ কিরে, ঐদিকে তাকিয়ে কি দেখিস?
নিরব অদূরে দুইটা ছেলে মেয়ের দিকে অপলক চেয়ে আছে। তাদের প্রেম দেখে নিরব যেন তাদের দিক থেকে নিজের চোখকে কিছুতেই সরাতে পারছেনা। সে মনে মনে ভাবে, আহা তার যদি এমন একটা প্রেমিকা থাকতো, তাহলে না কতই ভালো বাসতো তাকে। ঐ মেয়েটির মতো সেও তাকে মাথায় হাত বুলিয়ে দিতো।
- কিরে কথা বলছিস না কেন?
ওদিকে সোমা বার বার নিরবকে ডাকছে। কিন্তু নিরবের সেদিকে কোন খেয়ালই নেই। সে শুধু ঐ অদুরের ছেলেমেয়ে দুটির দিকেই তাকিয়ে আছে।
নিরবের কোন রেসপন্স না পেয়ে সোমা বোঝার চেষ্টা করে নিরব কোথায় তাকিয়ে আছে! তার তাকিয়ে থাকার দিকে তাকাতেই সোমা রেগে আগুন হয়ে যায়। এবার সে খুব জোড়েই নিরবকে ধাক্কা দিয়ে বলে
- ওদিকে কি দেখছিস হ্যাঁ?
নিরব থতমত খেয়ে সোমার দিকে তাকিয়ে বলে
- কি হয়েছে?
- কি হয়েছে মানে?
- কি?
- তুই ওদিকে তাকিয়ে আছিস কেন?
- কোনদিকে?
- ন্যাকামি করিস?
- হুম।
- কি? আর একবার যদি তোরে দেখি কোন মেয়ের দিকে তাকিয়েছিস, তাহলে তোর চোখ খুলে হাত ধরিয়ে দেবো।
- আমি আমার চোখ দিয়ে যেদিকে ইচ্ছা তাকাবো, তাতে তোর কি?
- আমার কি মানে?
- হ্যাঁ, তোর কি?
- কিছুনা।
সোমা রাগ করে অন্যদিকে ঘুরে বসে।
নিরব বুঝতে পারে সোমা মেয়েটা তাকে ভালোবাসে। নিরবও অবশ্য বাসে। কিন্তু সে বলেনা। সে ভয়ে থাকে, যদি সোমা তাকে না করে দেয়!
- সোমা শোন।
নিরব সোমাকে ডাকে। কিন্তু সোমা কোন কথা বলেনা।
- কিরে রাগ করছিস?
- আমি রাগ করলে তোর কি?
- অনেক কিছু। আচ্ছা! তুই কি আমাকে ভালোবাসিস?
- তোকে ভালোবাসতে যাবো কেন?
- তাহলে ঐ কাপলদের দিকে তাকাতে তোর লাগলো কেন?
- জানিনা।
- তুই কি আমাকে ভালোবাসিস?
- না।
- আবার বলছি, বাসিস কিনা?
- না।
- আমার চোখের দিকে তাকিয়ে বল।
- বলবোনা।
- আচ্ছা না বললি। অন্তত আমার দিকে ঘুরে কথা বল।
- না।
নিরব বুঝতে পারে সোমা তাকে ভালোবাসে। কিন্তু সে বেশ রেগে আছে, সাথে অভিমানও।
নিরব এবার তাকে ধরে তার দিকে ঘুরালো। কিন্তু একি! সোমার চোখে পানি কেন? সে কি তাহলে কান্না করেছে? হয়তো।
- কিরে তোর চোখে পানি কেন?
- এমনিই।
- সোমা আমি তোকে ভালোবাসি।
- কিন্তু আমি বাসিনা।
কান্নার স্বরে বলে কথাটা।
- তাহলে তুই কান্না করছিস কেন?
- মন চাইছে তাই।
নিরব এবার সোমার হাত দুটো ধরে বলে
- আমি হতে চাই তোর নিঃসঙ্গ রাতের সঙ্গি, হতে চাই তোর আপন কেউ। সারাটি জীবন আমি থাকবো তোর পাশে, যদি কখনো আসেও প্রবল ঢেউ। তোকে ভালোবাসার সুযোগ দিবি একটিবার?
- না দিবোনা।
- সত্যি?
- হুম।
- আচ্ছা তাহলে তুই থাক, আমি আসি। দেখি অন্য কাউকে পাই কিনা।
বলেই নিরব উঠে পড়লো সেখান থেকে। উঠে ধীর পায়ে সোজা সামনের দিকে হাঁটতে থাকলো। কিছুদূর যেতেই সে বুঝতে পারলো কেউ তাকে পেছন থেকে ধরে রেখেছে। সে পিছনে ঘুরতেই কেউ একজন তার বুকে ঝাঁপিয়ে পড়লো। হ্যাঁ, সেই কেউ একজন সোমা। নিরবও তাকে পরম আবেশে তাকে জড়িয়ে নিলো।
- কিরে তুই নাকি আমাকে ভালোবাসিস না?
- হুম বাসিনা।
- তাহলে এসব কি?
- কিছুনা।
সোমা একটা মুচকি হাসি দিয়ে নিরবের বুকে আবার মুখ লুকালো।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.