নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শ্রাবণ আহমেদ (নিরব)\nট্রেইনার অব \"উই আর স্টুডেন্টস\" ঢাকা।

শ্রাবণ আহমেদ

শ্রাবণ আহমেদ › বিস্তারিত পোস্টঃ

প্রেমালাপ

০১ লা ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫০

প্রেমালাপ
পর্ব-১
লেখক: Srabon Ahmed
.
- ঐ নিরব ওঠ ওঠ, তোর ফুফু ফোন দিয়ে বললো আজই তাদের বাসায় যেতে। ওঠ তাড়াতাড়ি। (মা)
- হুম। (ঘুম জড়ানো কন্ঠে অস্পষ্ট স্বরে জবাব দেয় নিরব)
- তুই উঠে ফ্রেশ হয়ে নে। আমি তোর ব্যাগ পত্র গুছিয়ে দিচ্ছি।
খানিক পর....
- কি রে, এখনও উঠিস নাই?
- হুম।
- কিসের হুম হ্যাঁ? সোমা তোর অপেক্ষায় পথ চেয়ে আছে। মেয়েটা নাকি তোকে কতদিন দেখে না!
সোমার কথা শুনতেই নিরব ধচমচিয়ে বিছানা ছেড়ে উঠে বসে। সে মাকে বলে, তুমি নাস্তা রেডি করো আমি ফ্রেশ হয়ে আসছি।
ছেলের এমন কান্ড দেখে মা মুচকি হেঁসে বলে, পাগল ছেলে কোথাকার।
.
বাসের জন্য দাঁড়িয়ে আছে নিরব। হঠাৎ করে একটা দুইটা বাস আসছে, তবে সেগুলোতে জনমানুষের ব্যাপক ভীড়। তার গন্তব্য খিলক্ষেত। সে এদিক সেদিক পাইচারি করছে। হঠাৎই তার মোবাইলটা বেজে ওঠে। সে স্কিনের দিকে তাকিয়ে দেখে নিশাত ফোন দিয়েছে। ফোনটা রিসিভ করে কানের কাছে ধরতেই
- কি ভাই বাসের জন্য দাঁড়িয়ে আছিস?
- হু, কিন্তু তুই জানলি কেমনে? আর তুই এখন কোথায়?
- পিছনে ঘুরে দেখ।
নিরব পেছনে ঘুরে দেখে নিশাত ফুটপাতে থাকা টঙ দোকান থেকে সিগারেট নিয়ে মুখে দিচ্ছে। নিরবকে ইশারা করে সে বললো
- চল আমি নামিয়ে দিয়ে আসি।
- কোথায়?
- তোর ফুফুর বাসায়।
নিশাতের কথাতে নিরব অবাক হয় একটু। তবে নিশাত এই রকম অবাক করার ঘটনা যে এই প্রথম ঘটাচ্ছে তা কিন্তু নয়। এর আগেও সে অনেক ঘটনা ঘটিয়েছে। যার সবকিছুই একেবারে চমকে দেওয়ার মতো।
নিরব বললো
- আমি যে আমার ফুফুর বাসায় যাবো, এটা তোকে কে বললো?
- তুই বন্ধুই হয়েছিস বটে, তবে বন্ধুকে এখনও চিনতে পারিস নি। বাইকে ওঠ।
.
সোমার বড় বোনের বিয়ের কাজ চলছে। পুরো বাড়ি আলোতে আলোকিত। দিনের বেলাতে রঙ বেরঙের লাইট না জ্বালানোতেও পুরো বাড়ি জুড়ে রঙের মেলা। আগামী পরশুদিন রুমার বিয়ে। এ নিয়ে সোমার যত আনন্দ, ঠিক ততটাই ভয় এবং আশঙ্কা রুমার। কেননা সে কিছুদিন পরেই তার নিজস্ব বাড়ি ছেড়ে অন্যের বাড়িতে চলে যাবে।
রুমা তার রুমের জানালার গ্রিল ধরে অানমনে দাঁড়িয়ে আছে। ঠিক সে সময় সোমা তার রুমের দরজায় টোকা দেয়। ঠকঠক আওয়াজে সে চৈতন্য ফিরে পায়। দরজা খুলে দিতেই সোমা রুমে ঢুকে পড়ে।
- আপু এটা তোর জন্য।
- কি এর মধ্যে?
- খুলেই দেখ না।
রুমা সোমার দেওয়া বাক্সটা খুলতেই অবাক হয়ে যায়। মুহূর্তেই তার মনটা ভালো হয়ে যায়। সে তার বোনকে জড়িয়ে ধরে বলে
- এটা কোথায় পেলি তুই?
সোমা রুমার কথাটার উত্তর দিতে যাবে ঠিক সে সময় বাইরে থেকে আওয়াজ আসে, নিরব ভাইয়া এসেছে, নিরব ভাইয়া এসেছে, হেএএএএএ।
সোমা নিরবের আসার কথা শুনতেই তার আপুর রুম থেকে ছুটে বাইরে চলে যায়। গিয়ে দেখে নিরব দাঁড়িয়ে।
.
অপেক্ষা করুন দ্বিতীয় পর্বের...

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০২ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৩৫

রাজীব নুর বলেছেন: এক সময় এই প্রেমটাকেই সস্তা বলে মনে হবে।

২| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৮

শ্রাবণ আহমেদ বলেছেন: হয়তো হবে দাদা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.