![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অচেনা মেয়েটি
শ্রাবণ আহমেদ
.
শান্ত মনে সঙ্গোপনে
টঙ দোকানে বসিয়া সে,
ভাবিতেছে আহা
সামনে দিয়া গেলো যে কে?
কোমড় দুলাইয়া চরণ ফেলিয়া যায় সে
রুপের সে কি ঝলক,
অবাক দাদা দেখিয়া একবার
ফেলিতে না পারে চোখের পলক।
অবাক চোখে উদাস মনে
চাহিয়া দাদা মেয়ের পথপানে,
কোথায় বাড়ি কোথায় ঘর
সেসব নাহি জানে।
কহিলাম আমি,
ও দাদা চিন্তা করিও না।
খোঁজ নিবো কালকে আমরা
দাদা নাতি দুইজনা।
শুনিয়া দাদা কহে,
ওহে নাতি আজই নাও খোঁজ।
মেয়েটি যদি আর না আসে
এই পথে রোজ রোজ?
দাদা তুমি শান্ত হও,
ব্যস্ত হইয়োনা আর।
মেয়েটা বোধ হয় বিদেশী হবে
অধিক রুপ যে তার।
সেই যে গেলো মেয়েটা চলিয়া
আর না আসিলো ফিরে।
আজও দাদা পথ চাহিয়া থাকে
যায় না ফিরিয়া নীড়ে।
২| ০৬ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৫১
রাজীব নুর বলেছেন: আহা বেশ বেশ --------
©somewhere in net ltd.
১|
০৬ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:২০
জুনায়েদ বি রাহমান বলেছেন: ভালো লেগেছে।