![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনের খাতাটা
শ্রাবণ আহমেদ
.
উদ্বিগ্ন নয়নে অস্তমিত সূর্য দেখি,
হিসেবের খাতায় ধূলো, দেখছি এ কি!
বসন্ত পেরিয়েছে মাস খানেক আগে,
জীবনটা যেন স্তব্ধ হায় অপরাহ্নে।
উত্তপ্ত বালুকণা শরীরদ্বয়ে মেখে,
পথ হাঁটছি আমি দূর্গম কিনা দেখে।
শূন্য সবই সর্বস্তরে শুভ্র ধরণী,
জীবনের খাতা উল্টে দেখি আমি ঋণি।
বিদায় সম্ভাষণে বলবো কি যে আমি,
বিধাতার কৃপা কী, না জানে অন্তর্যামী।
পুলকিত পরাগে প্রজাপতি যেমন,
জীবনের খাতাটা যে উল্টোটা তেমন।
হিসেব কষে ব্যথিত আমি বারবার,
সূর্য অস্ত গেলো, চিহ্ন নেই প্রতিমার।
২| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:২৭
শ্রাবণ আহমেদ বলেছেন: আন্তরিক ধন্যবাদ প্রিয়। ভালোবাসা অবিরাম।
৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৪৫
সাত সাগরের মাঝি ২ বলেছেন: কবিতা ভালো লিখেছেন । কিন্তু সনেটের বৈশিষ্ট্য ঠিক নেই
৪| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:১৫
শ্রাবণ আহমেদ বলেছেন: বৈশিষ্ট্যটা যদি বলতেন একটু!
৫| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:০০
রাজীব নুর বলেছেন: ভালো কবিতা।
৬| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:১৮
হাবিব বলেছেন: মন্তব্যের ঊত্তর দিতে ক্রস চিহ্নের পাশে বাঁকা তির চিহ্নে ক্লিক করুন.।তারপর আপনার মন্তব্য লিখে মন্তব্য প্রকাশ করুন বাটনে চাপুন
৭| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৫৮
টুনটুনি০৪ বলেছেন: সনেট হতে হলে প্রতিপদ ৮+৬ হতে হয়।
৮| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:১৪
শ্রাবণ আহমেদ বলেছেন: ৮+৬, ওটাই তো রয়েছে
©somewhere in net ltd.
১|
২৩ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:২৫
তারেক ফাহিম বলেছেন: চরম বাস্তবতাধর্মী সনেট।