![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রক্ত
শ্রাবণ আহমেদ
.
সহসা মৃত্যুর ডাক শুনতে কে চায়,
মৃত্যু দাঁড়িয়ে দুয়ারে রক্তের অভাবে,
নিত্যই যে যাচ্ছে মারা, আরো কত যাবে,
স্বচক্ষে মৃত্যু দেখলে প্রাণ উড়ে যায়।
প্রত্যক্ষ করেছি আমি যারা মৃতপ্রায়,
প্রহর কাটে সংকটে কারো কাটে হাবে,
জীর্ণ ব্যক্তিদের দেখে চক্ষু নাড়ে লাবে,
অাত্মীয় স্বজন সবে করে হায় হায়।
তরুণ আমরা যারা রক্ত দিলে সবে,
বাঁচবে একটি প্রাণ মুখে রবে হাসি,
পরিজন পাবে আশা ঘুচবে সংশয়।
স্লোগান শুধু একটা মুখে মুখে রবে,
রক্ত দিন নিত্যদিন তৃপ্তি রাশি রাশি,
মৃতপ্রায়দের জন্য আমরা অভয়।
২| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ ভোর ৬:৫৬
শ্রাবণ আহমেদ বলেছেন: ইডিট করবো কিভাবে?
৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:১১
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
©somewhere in net ltd.
১|
২৬ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৩:৫৮
জয়া মানহা বলেছেন: wow awesome,,,, অনেক সুন্দর লিখেছেন।
৮ নং লাইনে আত্নীয় বানান টা ঠিক করেন।