![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দিন বদলে আমরা
শ্রাবণ আহমেদ
.
ভুলে যাও সবকিছু, নিয়ে এসো নতুনত্ব,
রুখে দাঁড়াও অন্যায়ে, মনে রেখে নিজ সত্য।
শাসকের কশাঘাতে, নিষ্পেষিত হবো কত?
মুক্তির উপায় খুঁজে, দিন যায় অবিরত।
বিদ্যাপাঠে দেখি সবে, শিক্ষা নাকি মেরুদণ্ড,
সত্যি যদি তাই হয়, তবে কেন এই কান্ড?
মনুষ্যত্ব নেই কারো, প্রত্যক্ষ করেছি আমি,
সকলেই গন্ডমূর্খ, তারা দেশের ভূস্বামী।
বাক স্বাধীনতা নেই, কিছু বললেই দোষী,
অন্যায় যাদের কাজ, তারা যেন শুভ শশী।
আপনি কিছু বললে, সোজা যাবেন হাজতে,
অপরাধ একটাই, কেন গেলেন সত্যতে!
একতা মোদের বল, চলো হই একসাথে,
রুখে দাঁড়াই অন্যায়ে, হাত রেখে এক হাতে।
দিন বদলে আমরা, এগিয়ে যাবো নির্ভয়ে,
হয়তো শান্তি আসবে, সবকিছু শেষ হয়ে।
আপনার লেখনিতে, থাকে যদি সত্য কিছু,
নির্ঘাত নিপাত যাবে, আপনার সবকিছু।
চুপচাপ থাকবেন, দেখেও না দেখে সব,
তবেই বেঁচে রবেন, চারিদিকে মিথ্যারব।
দেশের স্বার্থে সবাই, কাজ করবেন সদা,
সত্যকে সাথে নিবেন, অন্যায়ে রুখে সর্বদা।
দিন বদলে আমরা, সম্মুখে রেখে ভবিষ্যৎ,
পাল্টাবে দেশ তবে, বসবে নীতির রথ।
২| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৭
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: বাহ্ !
©somewhere in net ltd.
১|
৩১ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:০৩
রাজীব নুর বলেছেন: শুভ সকাল।
সুন্দর কবিতা।