নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শ্রাবণ আহমেদ (নিরব)\nট্রেইনার অব \"উই আর স্টুডেন্টস\" ঢাকা।

শ্রাবণ আহমেদ

শ্রাবণ আহমেদ › বিস্তারিত পোস্টঃ

কবিতা

০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ১২:৩৩

নিউ ইয়ার
শ্রাবণ আহমেদ
.
গগনে গগনে আজি আতশবাজির খেলা,
দেখতে দেখতে আমার যাচ্ছে যে রাত্রিবেলা।
শব্দের অতীব ধ্বনিতে মুখরিত চারিদিক,
আতশবাজির আলোয় গগনটা ঝিকমিক।

দূর দূরান্তে শুনি উল্লাসের জয় ধ্বনি,
প্রভাত দেখিবো কখন, সে প্রহর গুনি।
হৈ হুল্লোরে মেতে সকলে, শুয়ে আমি খাটে,
ভাবতেছি, কত বিশ্ব প্রেমিক রাস্তাঘাটে!

নারী পুরুষ উভয়ের কন্ঠস্বর বারবার কানে বাজে,
কেউ কেউ আবার নিমগ্ন ভালোবাসায় উলঙ্গের সাজে।
কত নারী সতীত্ব হারাবে, লুকিয়ে নিজেকে আড়ালে,
বছর শেষে সতীত্বের বাণী, সামনে গিয়ে দাঁড়ালে।

গান বাজনা, সাথে মানুষের একক আওয়াজ,
গলা ফাটানো চিৎকারে, একদিনের উৎসবে রাজ।
চলে আসছে নতুন বছর, খুশিতে সকলে মাতোয়ারা,
নতুন বছর কেবলই তাঁদের, উৎসবে মেতেছে যাঁরা।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০১ লা জানুয়ারি, ২০১৯ সকাল ১০:১৬

রাজীব নুর বলেছেন: Happy New year

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.