![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কল্পনা
শ্রাবণ আহমেদ
.
দেখেছি তোমারে
কল্পনার ওপারে
দাঁড়িয়ে দ্বারে
ঘন অন্ধকারে।
আবছা দেখা
ছিলে যে একা
চোখেতে ভয়
মনেতেও রয়।
তারপর একদিন
ঐ তো সেদিন
ক্লাসে দেখলাম
চমকে গেলাম।
সুন্দরী তুমি
দেখেছি আমি
দিনে দুপুরে
কল্পনার উপরে।
মিষ্টি মেয়ে
থাকি চেয়ে
লাগে যে ভালো
রুপেতে আলো।
ঘোর কাটলো
কল্পনা ছুটলো।
তাকিয়ে দেখি
আমি এ কি!
নেই যে কেউ
শূন্যতার ঢেউ।
আমি যে একা
কারো নেই দেখা।
গেলো কই
চেয়ে রই।
কল্পনায় সে
এসেছিল যে।
২| ১০ ই জানুয়ারি, ২০১৯ রাত ১:২৭
রাফা বলেছেন: বাহ্ ছোট ছোট পংতিমালায় অনেক কিছু বলা যায় দেখছি।আমি অভিভূত ।
ধন্যবাদ,শ্রা.আহমেদ।
৩| ১০ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৫৮
হাবিব বলেছেন:
লেখা এলোমেলো
এক সাথে চলো
বদলাই পৃথিবীকে হেইয়ো বলো.......
৪| ১০ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৮:০৯
রাজীব নুর বলেছেন: সুন্দর।
৫| ১০ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৮:৩০
ইমু সাহেব বলেছেন:
এলোমেলো নাম রেখে ,
সাজানো যে ছড়াটা ।
শুরু করেই শেষ হল ,
কখন জানি পড়াটা !
৬| ১০ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:২১
কিরমানী লিটন বলেছেন: ভালো লাগলো- অনেক...
©somewhere in net ltd.
১|
১০ ই জানুয়ারি, ২০১৯ রাত ১:২৪
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: গেলো কই
চেয়ে রই।
কল্পনায় সে
এসেছিল যে।
...............................................................................
কল্পনা কল্পনায় থাক,
নাহলে আশাভঙ্গ হবে ।